নিজস্ব প্রতিনিধি , পশ্চিম বর্ধমান - উত্তরপ্রদেশ কিংবা দিল্লী নয়, বাংলার মাটিতে ছট পুজো উপলক্ষ্যে বিজেপির হুমকি - “ মাছ মাংসের দোকান বন্ধ রাখতে হবে।”বাঙালির খাবার অধিকারের উপর হস্তক্ষেপের এমনই অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে।

সূত্রের খবর, ২৬ ও ২৭ অর্থাৎ সোম ও মঙ্গলবার দেশজুড়ে পালিতপ হবে ছট উৎসব। এই দুদিন উৎসব চলাকালীন অন্ডাল উত্তরবাজারে মাছ মাংস সহ যেকোনো আমিষ দোকান বন্ধ রাখার নির্দেশ দেয় বিজেপির স্থানীয় নেতাকর্মীরা। এমনকি নির্দেশ জারি করতে সমাজ মাধ্যমেও জেলা বিজেপির প্যাডে এই নির্দেশজ্ঞা লিখে ছড়িয়ে দেওয়া হয়। আর তাতেই সর্বত্র ছড়িয়ে পড়েছে তুমুল বিতর্ক।

স্থানীয় দোকানদাররা হঠাৎ এমন হুমকির মুখে পড়ে বেজায় অস্বস্তি প্রকাশ করেছেন। তাদের বক্তব্য, বিজেপির ছেলেরা বেশ কয়েকটি দোকানে গিয়ে এমন জুলুমবাজি দেখানোর চেষ্টা করে। দোকানদাররা মতবিরোধিতা করলে তাদের দোকান তুলে দেওয়ার হুমকি দেয় বলে অভিযোগ করেন তাঁরা।

স্থানীয় মাংস বিক্রেতা অজয় মণ্ডল জানান, “ বিজেপি নেতা ও তার সহকর্মীরা কয়েকজন মিলে তার দোকানে এসে এই দুদিন দোকান বন্ধ রাখার কথা জানান। আমি ব্যবসা বন্ধ রাখতে চাইনি। এরপর আরও হুমকি দেওয়া হয়। তখন বিষয়টি পুলিশকে জানাই।”
স্থানীয় ব্যবসায়ীরা মৌখিক ভাবে পুলিশকে বিষয়টি জানালে উত্তরবাজার থানার পুলিশ ঘটনাস্থলে এসে বলেন, “দোকান তার, তাই সেট খোলা বা বন্ধের সিদ্ধান্ত সম্পূর্ণ ব্যক্তিগত। এ বিষয় তাঁকে কেউ হুমকি দিতে পারেন না।”
আসানসোল জেলা বিজেপির রানিগঞ্জ মণ্ডল চারের মণ্ডল সভাপতি রাখাল চন্দ্র ঘোষ জানান, “ এই দুদিন বহু ছট পূজারীরা বাজারে আসবেন। ফল মিষ্টি কিনবেন। একই বাজারে যদি মাছ মাংসের বিক্রি চলে, তাহলে অসাবধানবশত মাছ বা মাংসের ছোয়া জল রাস্তায় পড়লে ও সেই জল ছট ব্রতীদের গায়ে লাগলে তাদের পুজোর পবিত্রতায় ব্যাঘাত ঘটবে। তাই এমন নির্দেশ। “
এ প্রসঙ্গে মদনপুর পঞ্চায়েতের প্রধান পার্থ দেবর্ষী জানান, “ ভারত গণতান্ত্রিক দেশ। প্রত্যেকটি মানুষের নিজস্ব অধিকার আছে। কে কি খাবে কি পড়বে তা সম্পূর্ণ নির্ভর করে তাদের উপর। অন্য কারোর মতামতের উপর না। যারা মাছ মাংস বিক্রেতাদের উপর এমন জুলুম করতে চাইছে তাদের বিরুদ্ধে আমি প্রশাসনকে ব্যবস্থা নিতে অনুরোধ করবো।”
রাজনীতিতে নন্দীগ্রাম থেকে হাতেখড়ি দেবদীপের
ইচ্ছাকৃতভাবে খুনের অভিযোগ গাড়ি চালকের বিরুদ্ধে
এলাকাবাসীদের দাবি রাতের অন্ধকারে পরিকল্পিতভাবে এই কাজ করা হয়েছে
বৃহস্পতিবার থেকে নন্দীগ্রামে শুরু হচ্ছে সেবাশ্রয় ক্যাম্প
বুধবার বৃদ্ধকে SIR শুনানির জন্য ডাকা হয়
পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছান বিধায়ক মনিরুল ইসলাম
পুরপিতাহীন পুরসভায় দীর্ঘদিন ধরে বেতন না মেলায় ক্ষোভে ফেটে পড়লেন সাফাইকর্মীরা
মুর্শিদাবাদে SIR নিয়ে বিক্ষোভ BLO দের
তিন যুবকের বিরুদ্ধে নৃশংস অত্যাচারের অভিযোগ
চোখের সামনে নদীগর্ভে তলিয়ে গেল ফসলসহ একাধিক চাষযোগ্য জমি
পুণ্যলগ্নের আগেই ৬০ লক্ষ পুণ্যার্থী, দাবি মন্ত্রী অরূপ বিশ্বাসের
৩০০ বেশি ছাত্র-ছাত্রী নিয়ে একটি ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন
আগামী ১৮ জানুয়ারি সিঙ্গুরে সভা করতে চলেছেন প্রধানমন্ত্রী
দিনের আলোয় রমরমিয়ে চলছে বিজেপি নেতার জুয়ার ঠেক
তার স্ত্রীকেও দেওয়া হয়েছে SIR নোটিশ
ভারতীয় নাগরিকদের সতর্কবার্তা দূতাবাসের
পরিবারের সঙ্গে মাত্র ১০ মিনিট দেখা করার অনুমতি
সোশ্যাল মিডিয়ায় মুহূর্তের মধ্যে ভাইরাল ভিডিও
‘নো বোট নো ভোট’
নিউ ইয়র্কের জেলে বন্দি মাদুরো