নিজস্ব প্রতিনিধি , মালদহ - পুজোর কাউন্টডাউন শুরু হতেই বিগ বাজেটের পাঁচটি নামী ক্লাব পড়ল চরম সমস্যায়। টাকার একটা বড় অংশ হাতিয়ে রাতারাতি উধাও হয়ে গিয়েছে কলকাতার বেহালার এক ডেকোরেটর সংস্থা। অভিযোগ, সংস্থার মালিক সুদীপ্ত পাল ও তার কর্মীরা অর্ধেক কাজ সেরে হঠাৎ গা ঢাকা দিয়েছেন।

সূত্রের খবর, মালদহ শহরের বিগ বাজেটের পাঁচটি দুর্গাপুজো কমিটির সদস্যদের রাতের ঘুম কেড়ে নিয়েছে এই ঘটনা। পুজোর আর মাত্র ১৪ দিন বাকি। আর তার মধ্যেই প্রায় ২০ লক্ষ টাকা নিয়ে রহস্যজনকভাবে উধাও হয়ে গিয়েছে কলকাতার ওই ডেকোরেটর সংস্থা। ইংরেজবাজারের বালুচর কল্যাণ সমিতি, দিলীপ স্মৃতি সংঘ, কৃষ্ণপল্লী কল্যাণ সমিতি, বেলতলা ক্লাব ও হিমালয়া সংঘ প্রতিবছর এই ক্লাবগুলো থিমের পুজো করে মালদহ শহরে আলাদা মাত্রা যোগ করে। এবছর প্যান্ডেল সাজানোর দায়িত্ব দেওয়া হয়েছিল ওই ডেকোরেটর সংস্থাকে। কিন্তু কাজ শেষ করার আগেই সংস্থার সবাই হঠাৎ বেপাত্তা হয়ে যান বলে অভিযোগ।
ক্লাব কর্তাদের দাবি, যে হোটেলে সুদীপ্তবাবু ও তার কর্মীরা থাকতেন, সেখানে গিয়ে দেখা যায় তারা আগেই চেক আউট করেছেন। মোবাইল ফোনও বন্ধ। প্যান্ডেলের অর্ধেক কাজ পড়ে আছে মাঝপথে। হঠাৎ এই ঘটনায় পাঁচটি ক্লাবের কর্মকর্তাদের মাথায় হাত। পুজোর প্রস্তুতি প্রায় থমকে গেছে। ইতিমধ্যেই ইংরেজবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। জেলা প্রশাসন ও মুখ্যমন্ত্রীর কাছেও সাহায্যের আবেদন জানিয়েছেন ক্লাব কর্তারা।
পুজো ফোরামের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রশাসনকে পুরো বিষয়টি অবহিত করা হয়েছে ও ক্লাবগুলিকে সহায়তার জন্য তারা এগিয়ে এসেছে। পুজো কমিটির সদস্য পরিমল ঘোষ বলেন, “প্রশাসন যথেষ্ট সহযোগিতা করছে। আমরা চাই, যারা এমন প্রতারণা করেছে তাদের বিরুদ্ধে যথাযথ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হোক।”

সবচেয়ে বিপাকে মালদার হিমালয় সংঘ ক্লাব। তাদের ৬৪তম দুর্গাপুজোর থিম ছিল “আদিম নাগা দেশে মা এলো রে নববেশে”। সম্পাদক বিপুল দত্ত জানান, “কলকাতার ঝিল রোড, যাদবপুরের সুদীপ্ত পাল নামের এক ডেকোরেটরকে আমরা পুরো দায়িত্ব দিয়েছিলাম। আগেও ওর সঙ্গে কাজ করেছি বলে বিশ্বাস করেছিলাম। কিন্তু ২ লক্ষ ৪০ হাজার টাকা নেওয়ার পরই সে কাজ ফেলে নিখোঁজ ।”শেষ মুহূর্তে জেলার স্থানীয় শিল্পীদের দিয়ে কোনোরকমে প্যান্ডেল সাজানোর চেষ্টা চলছে।

তবে ক্লাবের মূল পরিকল্পনা হোগলাপাতার বিশেষ কারুকার্যময় সাজ অনেকটাই অসম্পূর্ণ থেকে যাচ্ছে, ফলে দর্শনার্থীদের জন্য প্রত্যাশিত আকর্ষণও কমে যাবে বলে আশঙ্কা।
মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে
মুখ্যমন্ত্রীকে সরাসরি আক্রমণ অর্জুন সিংয়ের
আরও বড় আন্দোলনের হুমকি বিরোধীদের
বৈধ নাগরিক হয়েও ডিটেনশন ক্যাম্পে বীরভূমের ৫ যুবক
স্থানীয়দের আশ্বাস উত্তর মালদহের বিজেপি সাংসদ খগেন মুর্মুর
তদন্তে নেমেছে অশোকনগর থানার পুলিশ
সীমান্ত অনুপ্রবেশে বাড়ছে উদ্বেগ
অতিরিক্ত কাজের চাপে অসুস্থ দাবি পরিবারের
বিশালাকার মিছিল নিয়ে ডেপুটেশন কর্মসূচি পালন
৯ ডিসেম্বর কোচবিহারে মুখ্যমন্ত্রীর সভা
আহত হাতিটিকে হাসপাতালে ভর্তি করেছে বন দফতরের কর্মীরা
সরকারকে ইমেল করা হলেও জবাব পায়নি বলে দাবি পরীক্ষার্থীর
ঘটনার তদন্ত শুরু পুলিশের
শাসক দলের কৰ্মসূচিতে যোগদান না করায় মারধরের অভিযোগ
বিশেষ চেকিংয়ের পরেই কেন্দ্রে প্রবেশাধিকার পেয়েছেন পরীক্ষার্থীরা
হামলার কথা স্বীকার ইজরায়েলের
সতর্কতামূলক পদক্ষেপ এয়ারবাসের
সোশ্যাল মিডিয়ায় মুহূর্তের মধ্যে ভাইরাল ভিডিও
বিবৃতি জারি ট্রাম্প প্রশাসনের
আপাত বন্ধ স্কুল-অফিস