নিজস্ব প্রতিনিধি, মালদহ- রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিনের অনুগামী মহিলা তৃণমূল নেত্রী ও রথবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান শামসুন নেহার এখন কার্যত ভয় এবং আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। তাঁর আশঙ্কা, দলেরই একাংশের চক্রান্তে তাঁকে খুন করা হতে পারে। সেই আশঙ্কা জানিয়ে তিনি পুলিশের কাছে লিখিতভাবে নিরাপত্তারক্ষীর দাবি জানিয়েছেন।

সূত্রের খবর অনুযায়ী, অভিযুক্তের তালিকায় নাম উঠে এসেছে ফেকু মোমিন, নাসির আহমেদসহ কয়েকজনের। গ্রাম পঞ্চায়েত প্রধান শামসুন নেহারের অভিযোগ, কংগ্রেস থেকে তৃণমূলে আসা কয়েকজন সদস্য লাগাতার তাঁকে এবং তাঁর পরিবারকে হুমকি দিচ্ছে। সম্প্রতি আবাস যোজনার ঘর অনুমোদনের পর থেকেই তৃণমূলের ওই অংশ কাটমানি তুলছে বলে অভিযোগ করেন তিনি। তিনি ও তাঁর স্বামী নাসির আহমেদ ওরফে সাগর এই দুর্নীতির প্রতিবাদ করেন। এরপরই গত বৃহস্পতিবার পঞ্চায়েত দফতরে বৈঠকের নামে ডেকে তাঁদের উপর হামলা চালানো হয় বলে অভিযোগ।

শামসুন নেহার দাবি করেন, তারা তাঁর স্বামীর উপর লোহার রড দিয়ে হামলা চালায়। শুধুমাত্র তাদের সরকারি কাজে অবৈধতায় সমর্থন না করায়। ওরা চাপ দিয়ে স্কিম ও আবাস যোজনা ওদের মতো করে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছিল।আমি ও আমার স্বামী তার বিরোধিতা করায় ওরা আমার স্বামীকে প্রাণে মারার চেষ্টা করে মিথ্যে দলীয় মিটিংয়ের অছিলায়। যেই ঘরে কোনো সিসিটিভি ছিলনা। মাথায় গুরুতর আঘাত পেয়ে তিনি কোনওক্রমে প্রাণে বাঁচেন। বর্তমানে তিনি মালদহের এক নার্সিংহোমে চিকিৎসাধীন।

এই ঘটনার পর থেকেই আতঙ্কিত শামসুন নেহার। তিনি জানিয়েছেন, “আমি এখন কার্যত গৃহবন্দী। পঞ্চায়েত দপ্তরে যাওয়ার সাহস পাচ্ছি না। আমার প্রাণনাশের আশঙ্কা রয়েছে।” তাঁর অভিযোগ, কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়ে দলেরই একাংশ তাঁকে সরিয়ে দিতে চাইছে, যাতে তৃণমূলের নাম খারাপ হয়। “বিধানসভা নির্বাচন সামনে রেখে আমার ভাবমূর্তি নষ্টের চেষ্টা চলছে,” বলেন তিনি।
এদিকে, গোটা ঘটনাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। কংগ্রেস এই অভিযোগ উড়িয়ে দিয়ে পাল্টা বলেছে, “তৃণমূলের ভেতরকার দ্বন্দ্ব এখন প্রকাশ্যে এসেছে।এটা সম্পূর্ণ গোষ্ঠীদন্ধ ছাড়া কিছুই নয়।”
রাজনীতিতে নন্দীগ্রাম থেকে হাতেখড়ি দেবদীপের
ইচ্ছাকৃতভাবে খুনের অভিযোগ গাড়ি চালকের বিরুদ্ধে
এলাকাবাসীদের দাবি রাতের অন্ধকারে পরিকল্পিতভাবে এই কাজ করা হয়েছে
বৃহস্পতিবার থেকে নন্দীগ্রামে শুরু হচ্ছে সেবাশ্রয় ক্যাম্প
বুধবার বৃদ্ধকে SIR শুনানির জন্য ডাকা হয়
পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছান বিধায়ক মনিরুল ইসলাম
পুরপিতাহীন পুরসভায় দীর্ঘদিন ধরে বেতন না মেলায় ক্ষোভে ফেটে পড়লেন সাফাইকর্মীরা
মুর্শিদাবাদে SIR নিয়ে বিক্ষোভ BLO দের
তিন যুবকের বিরুদ্ধে নৃশংস অত্যাচারের অভিযোগ
চোখের সামনে নদীগর্ভে তলিয়ে গেল ফসলসহ একাধিক চাষযোগ্য জমি
পুণ্যলগ্নের আগেই ৬০ লক্ষ পুণ্যার্থী, দাবি মন্ত্রী অরূপ বিশ্বাসের
৩০০ বেশি ছাত্র-ছাত্রী নিয়ে একটি ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন
আগামী ১৮ জানুয়ারি সিঙ্গুরে সভা করতে চলেছেন প্রধানমন্ত্রী
দিনের আলোয় রমরমিয়ে চলছে বিজেপি নেতার জুয়ার ঠেক
তার স্ত্রীকেও দেওয়া হয়েছে SIR নোটিশ
ভারতীয় নাগরিকদের সতর্কবার্তা দূতাবাসের
পরিবারের সঙ্গে মাত্র ১০ মিনিট দেখা করার অনুমতি
সোশ্যাল মিডিয়ায় মুহূর্তের মধ্যে ভাইরাল ভিডিও
‘নো বোট নো ভোট’
নিউ ইয়র্কের জেলে বন্দি মাদুরো