নিজস্ব প্রতিনিধি, নদীয়া - দুর্গোৎসবের আমেজে ইতিমধ্যেই কাঁপছে শহর। রাস্তাঘাটে আলোর ঝলক, বাজারে উপচে পড়া ভিড়। সব মিলিয়ে উৎসবের রঙিন আবহ ছড়িয়ে পড়েছে চারদিকে। এর মধ্যেই সবার নজর কেড়েছে আই টি আই মোড়ের লুমিনাস ক্লাবের বিশেষ আয়োজন।
সূত্রের খবর অনুযায়ী, উদ্বোধনের দিন থেকেই মণ্ডপের সামনে জমেছে দর্শনার্থীদের ঢল। উৎসবের দিনগুলিতে এই ভিড় যে আরও বাড়বে, সে নিয়ে কারও সন্দেহ নেই। ৩৩ বছরে পদার্পণ করল লুমিনাস ক্লাব।
প্রতি বছর অভিনব থিম ও মণ্ডপসজ্জার জন্য যাদের খ্যাতি ছড়িয়েছে দূরদূরান্তে। কখনো মন্দির, কখনো গির্জা, কখনো টাওয়ার। প্রতিটি বছরই নতুন চমক দেখিয়ে আসছে তারা। এবারে তাদের থিম মায়ানমারের বিখ্যাত প্যাগোডা। মণ্ডপের সম্পূর্ণ রূপ সাদা রঙে সেজে উঠছে, যা বিশ্বশান্তির বার্তা বহন করবে বলে জানিয়েছেন উদ্যোক্তারা।
পাশাপাশি প্রতিমা তৈরিতে থাকছে স্থানীয় শিল্পীদের যত্নের ছোঁয়া। উদ্যোক্তারা জানিয়েছেন, “আমাদের লক্ষ্য শুধু সৌন্দর্য নয়, শান্তির বার্তাও পৌঁছে দেওয়া।প্রতিমার গায়ে ৮০ কেজি সোনার গয়না ব্যবহার করা হচ্ছে, যা এবারের বড় আকর্ষণ।” ইতিমধ্যেই প্রতিমার গয়নার ঝলক দর্শনার্থীদের মুগ্ধ করেছে।
মুখ্যমন্ত্রী স্বয়ং এই মণ্ডপের উদ্বোধন করেছেন। দর্শনার্থীদের উচ্ছ্বাস চোখে পড়ার মতো। স্থানীয় বাসিন্দারা বলছেন, “প্রতি বছরই লুমিনাস ক্লাবের পুজো আমাদের গর্বের। এবারের আয়োজন যেন সবকিছুকে ছাপিয়ে যাবে।” অন্যদিকে, প্রশাসনের পক্ষ থেকেও রয়েছে কড়া নিরাপত্তার ব্যবস্থা। ক্লাব সদস্যদের দাবি, এবারের আয়োজন আগের সব রেকর্ড ভেঙে দেবে। শহরজুড়ে এখন শুধু একটাই আলোচনা, লুমিনাস ক্লাবের প্যাগোডা মণ্ডপ।
ক্লাবের অন্যতম উদ্যোক্তা জানান, “এবারের থিম শুধুই দর্শনীয় নয়, শান্তি ও মানবিকতার প্রতীক। আমরা চাই প্রত্যেক মানুষ এখানে এসে সেই বার্তাই অনুভব করুন।” দুর্গোৎসবের আনন্দে মাততে শহরবাসী অধীর আগ্রহে অপেক্ষা করছে। প্রতিদিন সন্ধ্যা নামলেই আলোর ঝলকানিতে সেজে ওঠা মণ্ডপ যেন উৎসবের বার্তা ছড়িয়ে দিচ্ছে আগেভাগেই।
শিলিগুড়ির অন্যতম আকর্ষণ এই পুজো
অন্যান্য বছরের তুলনায় দাম বেড়েছে প্রদীপের
মন্দির ঘিরে রয়েছে নানা অলৌকিক কাহিনী
সভামঞ্চে ডাকা হয়নি মহিলা নেত্রীদের, জেলা নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়া কর্মীদের কান্না – প্রকাশ্যে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব
“আমি অ্যাক্সিডেন্টাল বিধায়ক, রাজনীতিবিদের চেয়ে অভিনেতা হিসেবেই থাকতে চাই” - বিজয়া সম্মেলনীর মঞ্চে অকপট চিরঞ্জিৎ চক্রবর্তী
দলীয় কর্মীদের মনোবল বাড়াতে ভোটের আগে মালদহ সফর শুভঙ্কর সরকারের
পুলিশের তোলাবাজির ঘটনায় উত্তাল সিউড়ি
ধৃতের সংখ্যা বেড়ে ৬
রাতের অন্ধকারে এই দুর্ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়
রাজনীতির মঞ্চে ‘ভুয়ো সই’ কাণ্ডে নতুন বিতর্ক, তৃণমূলের অন্দরেও চাঞ্চল্য, প্রশাসনও নড়েচড়ে বসেছে
SIR নিয়ে বিজেপিকে কটাক্ষ উদয়ন গুহের
অভিযুক্তদের কাছ থেকে চুরি যাওয়া চাল সঙ্গে পিকআপ ভ্যান উদ্ধার করেছে পুলিশ
দুর্গাপুর ধর্ষণকাণ্ডে তোলপাড় রাজ্য রাজনীতি
বিপুল সংখ্যক দর্শনার্থীদের ব্যাপারে আশাবাদী পুজো কমিটি
প্রায় ১৫০ জন কর্মী সমর্থক যোগ দেন তৃণমূলে
ইজরায়েল-হামাস যুদ্ধে নয়া মোড়
ট্রাম্পের নোবেল হাতছাড়া হওয়ার ক্ষতে প্রলেপ
বিক্ষোভ রুখতে নির্মম দমননীতির পথ বেছে নিয়েছে শাহবাজ শরিফের প্রশাসন
স্বাভাবিক ছন্দে ফিরতে চলেছে গাজা
হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ প্রশাসনের