কাজের টেবিলে বসে আছেন, সামনের ফাইলের ওপর চোখ আটকে আছে, কিন্তু মাথা বারবার নুয়ে পড়ছে? এই অভিজ্ঞতা প্রায় সকলেরই আছে। অনেকেই ভেবেছেন, হয়তো ভরপেট খাওয়ার জন্যই এমনটা হচ্ছে। কিন্তু চিকিৎসকরা বলছেন, দুপুরের ঘুমের সঙ্গে শুধু খাবারের সম্পর্ক নেই, এর নেপথ্যে রয়েছে শরীরের নিজস্ব সারকাডিয়ান রিদম।
গবেষকরা বলছেন, দুপুর ১টা থেকে ৩টার মধ্যে শরীরের মেটাবলিজম স্বাভাবিকভাবেই কিছুটা ধীর হয়ে যায়। মস্তিষ্ক তখন “অ্যাক্টিভ রেস্ট” মোডে প্রবেশ করতে চায়। এর ফলেই চোখ ভারী হয়ে আসে। খাবার না খেলেও এই প্রবণতা দেখা দিতে পারে।
তবে, খাবারের ভূমিকা যে একেবারেই নেই তা কিন্তু বলা যাবে না। ভরপেট ভাত, তেল মশলা বা অতিরিক্ত কার্বোহাইড্রেট শরীরে শর্করার মাত্রা দ্রুত বাড়ায় এবং আবার হঠাৎ কমিয়ে দেয়।এতে ঘুমভাব আরও বেড়ে যায়।দুপুরে অতিরিক্ত মিষ্টি খাওয়া হলেও একই সমস্যা হতে পারে।যারা দুপুরে খুব ভারী খাবার খান, তাদের জন্য অলসতা আরও দীর্ঘস্থায়ী হয়।
শুধু খাবার নয়, জলের অভাবেও দুপুরে শরীর ক্লান্ত হয়ে পড়ে। পর্যাপ্ত জল না খেলে রক্তে অক্সিজেনের প্রবাহ কমে যায়, মাথা ভার লাগে এবং ঘুমভাব বেড়ে যায়।
বর্ষায় শিশুকে দিন বিশেষ সুরক্ষা
থাইরয়েডের বিগড়ে যাওয়াই কি আপনার অসুখের আসল কারণ? সুস্থ থাকতে এখন থেকেই যত্ন নিন
বিশেষজ্ঞদের মতে গুণের পাশাপাশি পার্শ্বপ্রতিক্রিয়াও রয়েছে ইলিশের
মাখনের বদলে স্বাস্থ্যকর বিকল্প, রান্নার শেষে গোপন টুইস্ট
পেয়ারা খেলেই মিলবে উপকার, তবে মানতে হবে কয়েকটা নিয়ম
স্টাইল আর সুরক্ষার পারফেক্ট কম্বো! ওয়াটারপ্রুফ শু কভার
আরও কড়াকড়ি হবে গ্রিন কার্ড
মেঘ ভাঙা বৃষ্টিতে বানভাসি অবস্থা পাঞ্জাবে
ফের পাকিস্তানকে সতর্কবার্তা ‘মানবিক’ ভারতের
ভারত-পাকিস্তান যুদ্ধ বন্ধে মধ্যস্থতা করার দাবি ট্রাম্পের
গাজার হাসপাতালে হামলায় শোকপ্রকাশ করেছিলেন ইজরায়েলের প্রধানমন্ত্রী