নিজস্ব প্রতিনিধি , পূর্ব মেদিনীপুর- এলাকাজুড়ে গোপন দেহব্যবসার জাল।সেই জালেই লুকিয়ে ছিলো অশান্তি। হঠাৎ রাতের নিস্তব্ধতায় পুলিশের অভিযান সেই অন্ধকার জগতের মুখোশ আলোয় টেনে আনে। লজ, হোটেল ও ব্যক্তিগত বাড়িতে বহুদিন ধরে চলে আসা এই অবৈধ চক্র শেষ পর্যন্ত ভাঙচুরের মুখে পড়ল।
সূত্রের খবর, পর্যটনশহর দীঘার তাজপুর এলাকায় দিনের পর দিন বেড়ে চলা গোপন অবৈধ ব্যবসা শেষ পর্যন্ত এলাকায় তীব্র অশান্তির কারণ হয়ে দাঁড়িয়েছিল। দীর্ঘ সময় ধরে স্থানীয় মানুষ দেখছিলেন কীভাবে লজ, হোটেল থেকে শুরু করে ব্যক্তিগত ভাড়াবাড়ি, সব জায়গাতেই একদল দালালচক্র বাইরের রাজ্য থেকে আসা মহিলাদের নিয়ে গোপনে দেহব্যবসা চালাচ্ছে। পথচারীদের চোখের সামনে প্রায় প্রকাশ্যেই চলছিল এই তৎপরতা। ফলে পর্যটনকেন্দ্রের স্বাভাবিক পরিবেশ নষ্ট হচ্ছিল, বাড়ছিল অপরাধের ভয় এবং অস্বস্তি।
অবশেষে একের পর এক অভিযোগ জমা পড়তে থাকে থানায়। স্থানীয়দের ক্ষোভের মাত্রা চরমে পৌঁছাতেই পুলিশের বিশেষ দল গভীর রাতে বড়সড় অভিযান চালায়। একাধিক জায়গায় একযোগে তল্লাশি শুরু হয়। পিছাবনী, চাউলখোলা সহ বিভিন্ন এলাকায় পুলিশ ঘিরে ফেলে লজ ও ভাড়াবাড়ি। অভিযানে ধরা পড়ে ২২ জন মহিলা ও তাদের সহায়তাকারী ৫ জন পুরুষ। ধৃতদের মধ্যে দুইজনকে মূল দালাল ও ভাড়াটিয়া বাড়ির মধ্যস্থতাকারী হিসেবে চিহ্নিত করেছে পুলিশ। সব মিলিয়ে মোট ২৭ জনকে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়। রাতভর জিজ্ঞাসাবাদের পর এদিন সকালের মধ্যেই ধৃতদের কাঁথি মহকুমা আদালতে তোলা হয়েছে।
এই গোটা চক্র বহুদিন ধরে সুপরিকল্পিতভাবে কাজ চালাচ্ছিল। বিভিন্ন রাজ্য থেকে মহিলাদের এনে লজ ও ব্যক্তিগত বাড়িতে ঘর ভাড়া নিয়ে দেহব্যবসা চালানো হচ্ছিল বলে পুলিশ তরফে খবর। প্রশাসনের তরফে জানানো হয়েছে, পর্যটন এলাকাগুলিতে হোটেল ও লজের ওপর নজরদারি আরও বাড়ানো হবে। ইতিমধ্যেই বাড়ির মালিকদেরও সতর্কবার্তা দেওয়া হয়েছে, যাতে তারা কোনওভাবেই এ ধরনের অপরাধমূলক কাজে সহায়তা না করেন। ভবিষ্যতে এ ধরনের অবৈধ ব্যবসা রুখতে আরও ধারাবাহিক অভিযান চালানোরও আশ্বাস দিয়েছে পুলিশ।
স্থানীয় বাসিন্দারা পুলিশের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাঁদের বক্তব্য, “আমরা বহুদিন ধরে অভিযোগ জানাচ্ছিলাম, কারণ এই দুষ্কর্মের জন্য আমাদের এলাকার সার্বিক পরিবেশ নষ্ট হচ্ছিল, পর্যটকরা অস্বস্তি বোধ করছিলেন।প্রশাসনের এই পদক্ষেপে অনেকটা স্বস্তি অনুভব করছি।”
ডিজাস্টার রিলিফ ফান্ডে সাহায্যের আহ্বান মুখ্যমন্ত্রীর
রাস্তার সিসিটিভি খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে পুলিশ
পাথর বোঝাই ট্রাক থেকে ঘুষ নেওয়ার অভিযোগ
রাতেই থানায় লিখিত অভিযোগ দায়ের ও অভিযুক্ত গ্রেফতার
২২ ফুট উচ্চতার বড়মা কালীর নিত্যপুজো ও মানত পূরণের ভক্তি
বুধবার আদালতে পেশ করা হবে নির্যাতিতার সহপাঠীকে
সোশ্যাল মিডিয়ায় তোপ বিজেপি বিধায়িকার , সাবিনার মন্তব্যে রাজ্য রাজনীতিতে নতুন বিতর্ক
মালদহের রথবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান শামসুন নেহার অভিযোগ করলেন, দলেরই একাংশের চক্রান্তে প্রাণনাশের হুমকি, স্বামীর উপর হামলার পর আতঙ্কে দিন কাটছে তাঁর
শিলিগুড়ির অন্যতম আকর্ষণ এই পুজো
অন্যান্য বছরের তুলনায় দাম বেড়েছে প্রদীপের
মন্দির ঘিরে রয়েছে নানা অলৌকিক কাহিনী
সভামঞ্চে ডাকা হয়নি মহিলা নেত্রীদের, জেলা নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়া কর্মীদের কান্না – প্রকাশ্যে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব
“আমি অ্যাক্সিডেন্টাল বিধায়ক, রাজনীতিবিদের চেয়ে অভিনেতা হিসেবেই থাকতে চাই” - বিজয়া সম্মেলনীর মঞ্চে অকপট চিরঞ্জিৎ চক্রবর্তী
দলীয় কর্মীদের মনোবল বাড়াতে ভোটের আগে মালদহ সফর শুভঙ্কর সরকারের
পুলিশের তোলাবাজির ঘটনায় উত্তাল সিউড়ি
ইজরায়েল-হামাস যুদ্ধে নয়া মোড়
ট্রাম্পের নোবেল হাতছাড়া হওয়ার ক্ষতে প্রলেপ
বিক্ষোভ রুখতে নির্মম দমননীতির পথ বেছে নিয়েছে শাহবাজ শরিফের প্রশাসন
স্বাভাবিক ছন্দে ফিরতে চলেছে গাজা
হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ প্রশাসনের