নিজস্ব প্রতিনিধি , হুগলী - ভিন রাজ্যে প্রতিনিয়তই চলছে বাংলা ভাষাভাষী মানুষ সহ বাঙালিদের উপর ক্রমবর্ধমান অত্যাচার , লাঞ্ছনা , অপমান। এই ঘটনার প্রতিবাদে সরব হলেন রাষ্ট্রপতির সম্মানপ্রাপ্ত শিল্পী , ডক্টর স্বপন দত্ত বাউল। হুগলী জেলার আরামবাগে এসডিও অফিসের সামনে পথসভা করে বাউলগানে তিনি জানালেন তীব্র প্রতিবাদ।
সূত্রের খবর , ভিন রাজ্যে বাঙালি পরিযায়ী শ্রমিক সহ বাংলা ভাষাভাষী মানুষেদের ওপর হওয়া অত্যাচারের বিরুদ্ধে গানের মাধ্যমে প্রতিবাদ করলেন , রাষ্ট্রপতির সম্মানপ্রাপ্ত শিল্পী স্বপন দত্ত বাউল। এদিন তিনি গান -
“মোদের গরব মোদের আশা , বাংলা আমাদের মাতৃ ভাষা।
বাংলা ভাষা বাংলা মায়ের দান , বাংলা ভাষাকে দিয়েছে সারা বিশ্ব সম্মান।
ভিন রাজ্যে মানুষ বাংলা ভাষাভাষীকে করে অপমান ,
তবু বাংলায় দেখো ভিন ভাষার মানুষকে বাঙালি দেয় সম্মান।
বাঙালিরা সম্মান দিতে জানে , কেউ করে না অপমান।”
এই প্রতিবাদী বাউলগানে উঠে আসে বাংলা ভাষাভাষী মানুষের উপর ভিন রাজ্যগুলিতে ঘটে চলা চরম অবমাননার কথা। স্বপন দত্ত এদিন বলেন , বাংলা ভাষায় কথা বলার জন্য মানুষকে তাড়িয়ে দেওয়া , বাংলাদেশে পাঠানোর হুমকি , এমনকি ডিটেনশন ক্যাম্পে পাঠানো এখন এক নির্মম বাস্তবতা হয়ে দাঁড়িয়েছে। এই অবিচারের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতেই হবে।
তিনি জানান , তিনি শুধু একজন শিল্পী নন , রাষ্ট্রপতির সম্মানপ্রাপ্ত শিল্পী হিসেবে তার কর্তব্য দেশের সংহতি রক্ষা করা সহ নিজের জাতির জন্য আওয়াজ তোলা।বাংলা ভাষা এমনকি বাঙালিদের অপমান করলে , সেটা পুরো ভারতবর্ষেরই অপমান। কারণ বাংলা মাটি থেকে উঠে এসেছে রবীন্দ্রনাথ , নজরুল , নেতাজি , ক্ষুদিরাম , মাতঙ্গিনী – যাঁদের রক্তে রঞ্জিত এই দেশের স্বাধীনতা।
সুদূর খাজা আনোয়ার বেড়, পূর্ব বর্ধমান থেকে ছুটে এসে এই প্রতিবাদ সভায় অংশ নেন স্বপন দত্ত। তার দাবি, দেশের প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির কাছে আবেদন জানানো হোক, যাতে অবিলম্বে ভিন রাজ্যে বাংলা ভাষা ও বাঙালিদের উপর এই দমন-পীড়ন বন্ধ হয়।
তিনি আরও বলেন, “যে সকল ভিন রাজ্য সরকার ও পুলিশ প্রশাসন এই অবিচার করছে, তাদের বিরুদ্ধে কেন্দ্র সরকার যেন কঠোর পদক্ষেপ গ্রহণ করে। ভারতবর্ষ যেখানে বহু ভাষা ও ধর্মের মিলনক্ষেত্র, সেখানে শুধু ভাষার ভিত্তিতে মানুষকে অপমান করা একেবারে কাম্য নয়।”
বাউল স্বপন দত্তের কথায় উঠে আসে বাংলার সহিষ্ণুতার চিত্রও। তিনি বলেন , “পশ্চিমবঙ্গেই তো হাজার হাজার ভিন রাজ্যের মানুষ থাকেন , কাজ করেন , বাংলা না বললেও বাঙালিরা তাদের সম্মান দেয়। কেউ অপমান করে না। কারণ বাঙালিরা সম্মান দিতে জানে। কিন্তু ভিন রাজ্যের প্রশাসন যদি সেটি না শেখে তবে তাদের নিজেকে প্রশ্ন করা উচিত।”
গুরুতর আহত অবস্থায় আরজি কর মেডিকেলে মৃত্যুর সঙ্গে লড়াই করছে সে। পলাতক অভিযুক্ত মুকেশ যাদবের খোঁজে তল্লাশি শুরু পুলিশের
ডিজাস্টার রিলিফ ফান্ডে সাহায্যের আহ্বান মুখ্যমন্ত্রীর
রাস্তার সিসিটিভি খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে পুলিশ
পাথর বোঝাই ট্রাক থেকে ঘুষ নেওয়ার অভিযোগ
রাতেই থানায় লিখিত অভিযোগ দায়ের ও অভিযুক্ত গ্রেফতার
২২ ফুট উচ্চতার বড়মা কালীর নিত্যপুজো ও মানত পূরণের ভক্তি
বুধবার আদালতে পেশ করা হবে নির্যাতিতার সহপাঠীকে
সোশ্যাল মিডিয়ায় তোপ বিজেপি বিধায়িকার , সাবিনার মন্তব্যে রাজ্য রাজনীতিতে নতুন বিতর্ক
মালদহের রথবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান শামসুন নেহার অভিযোগ করলেন, দলেরই একাংশের চক্রান্তে প্রাণনাশের হুমকি, স্বামীর উপর হামলার পর আতঙ্কে দিন কাটছে তাঁর
শিলিগুড়ির অন্যতম আকর্ষণ এই পুজো
অন্যান্য বছরের তুলনায় দাম বেড়েছে প্রদীপের
মন্দির ঘিরে রয়েছে নানা অলৌকিক কাহিনী
সভামঞ্চে ডাকা হয়নি মহিলা নেত্রীদের, জেলা নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়া কর্মীদের কান্না – প্রকাশ্যে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব
“আমি অ্যাক্সিডেন্টাল বিধায়ক, রাজনীতিবিদের চেয়ে অভিনেতা হিসেবেই থাকতে চাই” - বিজয়া সম্মেলনীর মঞ্চে অকপট চিরঞ্জিৎ চক্রবর্তী
দলীয় কর্মীদের মনোবল বাড়াতে ভোটের আগে মালদহ সফর শুভঙ্কর সরকারের
ইজরায়েল-হামাস যুদ্ধে নয়া মোড়
ট্রাম্পের নোবেল হাতছাড়া হওয়ার ক্ষতে প্রলেপ
বিক্ষোভ রুখতে নির্মম দমননীতির পথ বেছে নিয়েছে শাহবাজ শরিফের প্রশাসন
স্বাভাবিক ছন্দে ফিরতে চলেছে গাজা
হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ প্রশাসনের