নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ ২৪ পরগণা - মঙ্গলবার বামনঘাটায় ঘটে যায় এক মর্মান্তিক ঘটনা। তৃণমূল বিধায়ক শওকত মোল্লার কনভয়ের ধাক্কায় প্রায় হারায় এক যুবক। ইতিমধ্যেই ঘটনাটিকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। এবার বিধায়কের বিরুদ্ধে সরাসরি ক্ষোভ উগরে দিলেন নিহতের পরিবার।
সূত্রের খবর, মঙ্গলবার ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লার কনভয়ের ধাক্কায় প্রাণ হারান বাইক আরোহী মহম্মদ তাজউদ্দিন। গুরুতর আহত অবস্থায় তাকে এসএসকেএম হাসপাতালে নিয়ে গেলে সেখানেই চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে। তবে ঘটনার পরেই উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। বিধায়কের কনভয়ে ব্যবহৃত পুলিশের গাড়িটির বহুদিন আগে থেকেই রেজিস্ট্রেশন বাতিল ছিল। বিষয়টি সামনে আসার পর স্বাভাবিকভাবেই প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে।
ঘটনার পর মৃতের পরিবারের পক্ষ থেকে প্রশ্ন তোলা হচ্ছে। তাদের দাবি, যেখানে সাধারণ মানুষ ট্রাফিক আইন ভাঙলেই মামলা রুজু হয়, সেখানে রেজিস্ট্রেশন বাতিল এবং ফিটনেসের মেয়াদ ফুরোনো গাড়ি কীভাবে কনভয়ের অংশ হতে পারে? পুলিশের গাড়ি বলেই কি ছাড় দেওয়া হয়েছিল? তাদের অভিযোগ, দুর্ঘটনাস্থলের কাছেই রুবি জেনারেল হাসপাতাল থাকলেও আশঙ্কাজনক অবস্থায় তাজউদ্দিনকে সেখানে না নিয়ে বিভিন্ন সরকারি হাসপাতালে ঘোরানো হয়েছে।
এছাড়াও, এত বড় দুর্ঘটনার পরও তৃণমূল বিধায়ক সওকত মোল্লা কিংবা কলকাতা পুলিশের পক্ষ থেকে নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়নি বলেও উঠছে অভিযোগ। তাদের বক্তব্য, ' আমরা গরিব বলে কি আমাদের জীবনের কোনও দাম নেই? এত বড় দুর্ঘটনা, তারপরও কোনও খোঁজ নেয়নি। আমরা বিচার চাই, বিধায়ককে কিছুতেই ছাড়ব না।'
যদিও সম্পূর্ণ ঘটনা প্রসঙ্গ তৃণমূল বিধায়ক শওকত মোল্লা জানান, ' পরিবারের পক্ষ থেকে তাঁদের সঙ্গে যোগাযোগ করা হয়নি। তবে কয়েকজন আত্মীয় কথা বলেছেন। শেষকৃত্য সম্পন্ন হলে অবশ্যই যতটা সম্ভব পরিবারের পাশে দাঁড়ানো হবে।'
BSF'র বিরুদ্ধে পাল্টা অভিযোগ অভিযুক্তের
আগামী ১৯ জানুয়ারি হাজিরা দেওয়ার নির্দেশ
ফারাক্কার পর চাকুলিয়ায় তুমুল উত্তেজনা
নির্বাচন কমিশনের গাইডলাইন অমান্য করে বেপরোয়া কাজের অভিযোগ BLOর বিরুদ্ধে
রাজনীতিতে নন্দীগ্রাম থেকে হাতেখড়ি দেবদীপের
ইচ্ছাকৃতভাবে খুনের অভিযোগ গাড়ি চালকের বিরুদ্ধে
এলাকাবাসীদের দাবি রাতের অন্ধকারে পরিকল্পিতভাবে এই কাজ করা হয়েছে
বৃহস্পতিবার থেকে নন্দীগ্রামে শুরু হচ্ছে সেবাশ্রয় ক্যাম্প
বুধবার বৃদ্ধকে SIR শুনানির জন্য ডাকা হয়
পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছান বিধায়ক মনিরুল ইসলাম
পুরপিতাহীন পুরসভায় দীর্ঘদিন ধরে বেতন না মেলায় ক্ষোভে ফেটে পড়লেন সাফাইকর্মীরা
মুর্শিদাবাদে SIR নিয়ে বিক্ষোভ BLO দের
তিন যুবকের বিরুদ্ধে নৃশংস অত্যাচারের অভিযোগ
চোখের সামনে নদীগর্ভে তলিয়ে গেল ফসলসহ একাধিক চাষযোগ্য জমি
পুণ্যলগ্নের আগেই ৬০ লক্ষ পুণ্যার্থী, দাবি মন্ত্রী অরূপ বিশ্বাসের
ভারতীয় নাগরিকদের সতর্কবার্তা দূতাবাসের
পরিবারের সঙ্গে মাত্র ১০ মিনিট দেখা করার অনুমতি
সোশ্যাল মিডিয়ায় মুহূর্তের মধ্যে ভাইরাল ভিডিও
‘নো বোট নো ভোট’
নিউ ইয়র্কের জেলে বন্দি মাদুরো