নিজস্ব প্রতিনিধি , বীরভূম - কালীপুজোয় শ্যামার আরাধনায় মুখরিত সমগ্র বাংলা। তারার অঙ্গে আজ শ্যামার পুজো দেখতে উপচে পড়েছে ভক্তের ভিড় তারাপীঠে। ভোর থেকেই শুরু হয়েছে মা তারার আরাধনা, চলছে বিশেষ পূজা ও ভোগ নিবেদন। অমাবস্যার এই রাতে মা তারার পবিত্র ধাম যেন আলোর ও ভক্তির মেলায় পরিণত হয়েছে।
সূত্রের খবর, কালীপুজো উপলক্ষ্যে দিকে দিকে আলোর উৎসবে মেতে উঠেছে বঙ্গবাসী। দক্ষিণেশ্বর থেকে তারাপীঠ একাধিক জায়গায় ভক্তদের ঢল নেমেছে মায়ের দর্শনে। সোমবার দুপুর ২টা ৩০ মিনিট থেকে শুরু হয়েছে অমাব্যসা তিথি। সেই মুহূর্ত থেকেই তারাপীঠে শুরু হয়েছে মা তারার শ্যামা রূপে পুজো। ভোর চারটেয় মা তারার শিলামূর্তিকে মহাস্নান করানো হয়। এরপর রাজবেশে সজ্জিত করা হয় দেবীকে, সম্পন্ন হয় মঙ্গলআরতি। তার পরেই খুলে দেওয়া হয় মন্দিরের দরজা, যাতে ভোর থেকেই ভক্তরা দর্শন করতে পারেন মা তারার মহিমা।
তারাপীঠে দেবী তারাই সকল দেবীর উর্ধ্বে বলে মনে করা হয়। তাই এখানে অন্য কোনও দেবীমূর্তির পুজোর পুজোর প্রচলন নেই। অমাবস্যার বিশেষ দিনে মা তারার অঙ্গে অনুষ্ঠিত হয় শ্যামা পুজো। প্রতিবারের মতন এইবারেও দুপুরের পুজোয় দেবীকে নিবেদন করা হয়েছে ঐতিহ্যবাহী মধ্যাহ্ন ভোগ। এই ভোগের মধ্যে রয়েছে - ভাত, পোলাও, ডাল, পাঁচ রকম ভাজা, পাঁচ রকম তরকারি, মাছ, বলির পাঁঠার মাংস, শোল মাছ পোড়া, চাটনি, পায়েস, পাঁচ রকম মিষ্টি ও কারন বারি।
সন্ধ্যা ছ’টা নাগাদ অনুষ্ঠিত হবে সন্ধ্যা আরতি। এরপর খই, মুড়কি, লুচি ও মিষ্টি দিয়ে নিবেদন করা হবে শীতল ভোগ। রাত ১০টা নাগাদ মা তারাকে স্বর্ণ অলঙ্কার ও ডাকের সাজে রাজরাজেশ্বরী বেশে সজ্জিত করা হবে। তারপরই শুরু হবে নিশি পুজো ও বিশেষ আরতি, যা সারারাত ধরে চলবে।
মন্দির কর্তৃপক্ষের তরফে জানানো হয়, 'কালীপুজো হচ্ছে শক্তির আরাধনা। আর তারাপীঠ হচ্ছে শক্তির আরাধনার পীঠ। সন্ধ্যার আরতির পর রাত ১০ টা থেকে সাড়ে ১০ টায় মায়ের নিশি পুজো করা হবে। তখন মাকে নানা ধরনের অলঙ্কার ও মালা দিয়ে সাজানো হবে। এরপর সেবায়িত বাড়ির মেয়েরা সঙ্গে অন্যান্য সেবায়িতো যারা আছে তারা মাটির প্রদীপ নিয়ে তারাপীঠ মন্দির থেকে স্বামীজি পুকুর সঙ্গে মায়ের চরণ সাজিয়ে দেবে।'
নিরাপত্তা নিয়ে কর্তৃপক্ষ জানান, ' দূর দূরান্ত থেকে আসা ভক্তদের পাশাপাশি স্থানীয় মানুষজনেরাও মন্দিরে জমায়। মন্দিরের নিজস্ব যেমন নিরাপত্তা রয়েছে পাশাপাশি স্থানীয় পুলিশ প্রশাসন, জিআরডিএফ, রয়েছে। সর্বোপরি মন্দিরের সেবায়েতরাও খেয়াল রাখে যাতে করে সুস্থ ভাবে ভক্তরা মায়ের দর্শন করতে পারে।'
স্বঘোষিত প্রার্থী অশোক দিন্দা, উত্তপ্ত বঙ্গ বিজেপি মহল
দীপান্বিতা অমাবস্যায় নৈহাটিতে বড় মায়ের কাছে ভক্তের ঢল
আহত অবস্থায় ৩ যুবক হাসপাতালে চিকিৎসাধীন
স্থানীয়রা হাসপাতালে নিয়ে গেলে ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করা হয়
সোনারপুরে ৫ বছরে শিশুকন্যা খুন
মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়
পঞ্চানন তলা Y.M.S.A ক্লাবের রাস পুজো
কালী পুজোয় যান চলাচলে কড়া নিষেধাজ্ঞা প্রশাসনের
বগুলা হাইস্কুল প্রাঙ্গণে কালী পুজোর আয়োজন
৩৩ কেজি চকোলেট বোম উদ্ধার
বর্ধমানের গলসির তৃণমূল নেতার ভাইরাল ভিডিও
ফাঁদ পেতে মহিলাকে পাকড়াও করল পুলিশ
অগ্নিকাণ্ডের জেরে প্রায় ৫ টি ফুড স্টল পুড়ে যায়
বুথ লেভেল অফিসারদের নিয়ে তৃণমূল সাংসদের মন্তব্যে উত্তাপ
বহু বছরের পরিকল্পনা বাস্তবায়িত করতে চলেছেন শিলিগুড়ি মেয়র
স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি চায় বালোচিস্তান
আরও আঁটসাঁট করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা
গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ
জেন জি-র আন্দোলনের জেরে সরকার পতন হয়েছে নেপালে
প্রাক্তন সেনা কর্তার মন্তব্যে তুঙ্গে বিতর্ক