নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - মতুয়া রাজনীতিতে ফের চাঞ্চল্য। ঠাকুরবাড়ির দুই ভাইয়ের দ্বন্দ্ব নিল নতুন মোড়। গাইঘাটার বিজেপি বিধায়ক সুব্রত ঠাকুর আনুষ্ঠানিকভাবে বেরিয়ে গেলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের ছত্রছায়া থেকে। এবার নিজেই গঠন করলেন ‘অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের' তৃতীয় কমিটি। ঘটনাকে ঘিরে নতুন করে তোলপাড় মতুয়া মহাসংঘের অন্দরমহলে।
সূত্রের খবর, দীর্ঘদিন ধরেই মতুয়া বাড়ির দ্বন্দ্বের বিষয়টি প্রকাশ্যে এসেছে। একই রেজিস্ট্রেশনে ঠাকুরবাড়িতে চলছিল দুই মতুয়া সংগঠন। একদিকে তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতা বালা ঠাকুরের নেতৃত্বাধীন কমিটি, অন্যদিকে বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর ও বিধায়ক সুব্রত ঠাকুরের যৌথ নেতৃত্বে আরেকটি সংগঠন। তবে দীর্ঘদিন ধরে সুব্রত ও শান্তনু ঠাকুরের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব চলেই আসছিল। তাই এবার শান্তনু ঠাকুরের ছত্রছায়া থেকে পুরোপুরি ভাবে বেরিয়ে এলেন সুব্রত ঠাকুর। রাস উৎসবের দিন সুব্রত ঠাকুর নিজেই ঘোষণা করলেন তৃতীয় কমিটি গঠনের সিদ্ধান্ত।
দীর্ঘদিন ধরেই দুই ভাই শান্তনু ও সুব্রত ঠাকুরের মধ্যে মতানৈক্য প্রকাশ্যে আসছিল। সম্প্রতি ঠাকুরবাড়িতে সিএএ শিবির নিয়ে দ্বন্দ্ব আরও প্রকট হয়। সে সময় মমতা বালা ঠাকুর প্রকাশ্যে সুব্রতর পাশে দাঁড়িয়েছিলেন। তিনি বলেন, 'সুব্রত পরিবারের বড় ছেলে, তারই আগে অধিকার থাকা উচিত ছিল, কিন্তু তাকে দূরে সরিয়ে রাখা হয়েছে।'
যদিও এই সংগঠন নিয়ে কোনো আপত্তি নেই কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের। তিনি বলেন, ' ঠাকুর বাড়িতে সবারই অধিকার আছে সংগঠন করার। সংগঠন করে নিজের অস্তিত্ব প্রমাণ করতে হয় তাই সংগঠন করার অধিকার সকলের আছে। এর জন্য মতুয়ারা দ্বিধাবিভক্ত হবে না। তাদের যদি কেউ কাছে ডেকে সেবা করে তাতে কোনো সমস্যা নেই।'
শান্তনু ঠাকুর আরও বলেন, 'একই রেজিস্ট্রেশনে সংগঠন চললে তাতে কোনো অসুবিধা নেই। এখন কেউ যদি নিজেদের মধ্যে চলা সংগঠন নিয়ে মারামারি করে সেখানে তো কিছু বলার নেই। নিজেদের মধ্যে মারামারি করে তো কোনো লাভ নেই।'
মমতাবালা ঠাকুরের মন্তব্যের জবাবে তিনি বলেন, 'ঠাকুরবাড়িতে কাউকেই বঞ্চিত করা হয়না। কেনই বা কাউকে বঞ্চিত করা হবে। আমি চাই উনি সংগঠন করে শক্তিশালী হিসেব উঠে আসুক। কাউকে এখানে বঞ্চিত করা হচ্ছে না। এখন যেহেতু উনি নিজে সংগঠন ঘোষণা করেছেন তাই সেই সংগঠনে উনি যা পদাধিকারী সেটাই পাবে। একই সংগঠনে থাকা কালীন উনি যেই পদে ছিলেন সেটাতে আর থাকবেন না।'
একইসঙ্গে, SIR এর বিরোধিতায় মতুয়াদের অনশন প্রসঙ্গে শান্তনু ঠাকুরের বক্তব্য, ' ওখানে যারা বসবে তারা কিছু বাংলদেশী, রোহিঙ্গা, ভুতুড়ে ভোটার ছাড়া আর কিছু না। তাই এটা নিয়ে এতো প্রাসঙ্গিকতার কিছু নেই।'
ফারাক্কার পর চাকুলিয়ায় তুমুল উত্তেজনা
নির্বাচন কমিশনের গাইডলাইন অমান্য করে বেপরোয়া কাজের অভিযোগ BLOর বিরুদ্ধে
রাজনীতিতে নন্দীগ্রাম থেকে হাতেখড়ি দেবদীপের
ইচ্ছাকৃতভাবে খুনের অভিযোগ গাড়ি চালকের বিরুদ্ধে
এলাকাবাসীদের দাবি রাতের অন্ধকারে পরিকল্পিতভাবে এই কাজ করা হয়েছে
বৃহস্পতিবার থেকে নন্দীগ্রামে শুরু হচ্ছে সেবাশ্রয় ক্যাম্প
বুধবার বৃদ্ধকে SIR শুনানির জন্য ডাকা হয়
পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছান বিধায়ক মনিরুল ইসলাম
পুরপিতাহীন পুরসভায় দীর্ঘদিন ধরে বেতন না মেলায় ক্ষোভে ফেটে পড়লেন সাফাইকর্মীরা
মুর্শিদাবাদে SIR নিয়ে বিক্ষোভ BLO দের
তিন যুবকের বিরুদ্ধে নৃশংস অত্যাচারের অভিযোগ
চোখের সামনে নদীগর্ভে তলিয়ে গেল ফসলসহ একাধিক চাষযোগ্য জমি
পুণ্যলগ্নের আগেই ৬০ লক্ষ পুণ্যার্থী, দাবি মন্ত্রী অরূপ বিশ্বাসের
৩০০ বেশি ছাত্র-ছাত্রী নিয়ে একটি ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন
আগামী ১৮ জানুয়ারি সিঙ্গুরে সভা করতে চলেছেন প্রধানমন্ত্রী
ভারতীয় নাগরিকদের সতর্কবার্তা দূতাবাসের
পরিবারের সঙ্গে মাত্র ১০ মিনিট দেখা করার অনুমতি
সোশ্যাল মিডিয়ায় মুহূর্তের মধ্যে ভাইরাল ভিডিও
‘নো বোট নো ভোট’
নিউ ইয়র্কের জেলে বন্দি মাদুরো