নিজস্ব প্রতিনিধি , মুর্শিদাবাদ - প্রার্থী তালিকা নিয়ে টানাপোড়েন কাটতে না কাটতেই বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে নতুন চমক দিল জনতা উন্নয়ন পার্টি। নিশা চট্টোপাধ্যায়ের নাম প্রত্যাহারের ২৪ ঘণ্টা পেরনোর আগেই ওই কেন্দ্রে নতুন প্রার্থীর নাম ঘোষণা করলেন দলের চেয়ারম্যান হুমায়ুন কবীর। বালিগঞ্জ থেকে এবার জনতা উন্নয়ন পার্টির হয়ে লড়বেন প্রাক্তন পুলিশ কর্তা আবুল হাসান।
তৃণমূল কংগ্রেস থেকে সাসপেন্ড হওয়ার পরই ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর ঘোষণা করেছিলেন, তিনি ২২ ডিসেম্বর নতুন রাজনৈতিক দল গঠন করবেন। এমনকি, আগামী ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে একশোর বেশি আসনে প্রার্থী দেবেন বলেও ঘোষণা করেন তিনি। পূর্বঘোষণা অনুযায়ী সোমবার মুর্শিদাবাদে আনুষ্ঠানিকভাবে জনতা উন্নয়ন পার্টির আত্মপ্রকাশ করেন তিনি। সেই সঙ্গে ১০টি বিধানসভা কেন্দ্রে প্রার্থীর নামও ঘোষণা করা হয়।
বালিগঞ্জ কেন্দ্রের প্রার্থী হিসেবে প্রথমে নিশা চট্টোপাধ্যায়ের নাম ঘোষণা করা হয়। তবে রাত পোহানোর আগেই সিদ্ধান্ত বদল করেন হুমায়ুন কবীর। নিশার সোশ্যাল মিডিয়া সংক্রান্ত বিতর্ককে সামনে রেখে তার প্রার্থীপদ বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। যদিও নিশাকে সরানোর পর হুমায়ুন কবীর জানিয়েছিলেন, আগামী ৭ দিনের মধ্যেই তিনি বালিগঞ্জে নতুন প্রার্থীর নাম ঘোষণা করবেন। এমনকি, সেখানে মুসলিম প্রার্থী দেওয়ার কথাও জানান তিনি।
সেই মতোই নিশাকে সরানোর ২৪ ঘণ্টার মধ্যেই বালিগঞ্জ আসনে নতুন প্রার্থীর নাম ঘোষণা করলেন হুমায়ুন কবীর। বালিগঞ্জে লড়বেন প্রাক্তন পুলিশ কর্তা আবুল হাসান। সম্পর্কে তিনি হুমায়ুন কবীরের আত্মীয় মায়ের খুড়তুতো ভাই। প্রার্থী হিসেবে নাম ঘোষণার পর আবুল হাসান বলেন, 'আমি রাজনীতি করার মানুষ নই। দীর্ঘদিন পুলিশে চাকরি করেছি। হুমায়ুন বলেছে দাঁড়াতেই হবে।'
এই প্রসঙ্গে হুমায়ুন কবীর জানান, 'উনি আমার নিজের মামা নন, মায়ের খুড়তুতো ভাই। ওনার ছেলেমেয়েরা একটু চিন্তায় রয়েছে। সেটা আমি দেখে নেব। ওনাকে জেতানোর দায়িত্ব আমার।' নতুন দলের আত্মপ্রকাশের পর থেকেই প্রার্থী তালিকা ঘিরে একের পর এক নাটকীয় মোড় নিচ্ছে জনতা উন্নয়ন পার্টির রাজনীতি।
BSF'র বিরুদ্ধে পাল্টা অভিযোগ অভিযুক্তের
আগামী ১৯ জানুয়ারি হাজিরা দেওয়ার নির্দেশ
ফারাক্কার পর চাকুলিয়ায় তুমুল উত্তেজনা
নির্বাচন কমিশনের গাইডলাইন অমান্য করে বেপরোয়া কাজের অভিযোগ BLOর বিরুদ্ধে
সংঘর্ষের তীব্রতায় ৩ জন বাইক আরোহী মাটিতে ছিটকে পড়ে আহত হন
রাজনীতিতে নন্দীগ্রাম থেকে হাতেখড়ি দেবদীপের
ইচ্ছাকৃতভাবে খুনের অভিযোগ গাড়ি চালকের বিরুদ্ধে
এলাকাবাসীদের দাবি রাতের অন্ধকারে পরিকল্পিতভাবে এই কাজ করা হয়েছে
বৃহস্পতিবার থেকে নন্দীগ্রামে শুরু হচ্ছে সেবাশ্রয় ক্যাম্প
বুধবার বৃদ্ধকে SIR শুনানির জন্য ডাকা হয়
পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছান বিধায়ক মনিরুল ইসলাম
পুরপিতাহীন পুরসভায় দীর্ঘদিন ধরে বেতন না মেলায় ক্ষোভে ফেটে পড়লেন সাফাইকর্মীরা
মুর্শিদাবাদে SIR নিয়ে বিক্ষোভ BLO দের
তিন যুবকের বিরুদ্ধে নৃশংস অত্যাচারের অভিযোগ
চোখের সামনে নদীগর্ভে তলিয়ে গেল ফসলসহ একাধিক চাষযোগ্য জমি
ভারতীয় নাগরিকদের সতর্কবার্তা দূতাবাসের
পরিবারের সঙ্গে মাত্র ১০ মিনিট দেখা করার অনুমতি
সোশ্যাল মিডিয়ায় মুহূর্তের মধ্যে ভাইরাল ভিডিও
‘নো বোট নো ভোট’
নিউ ইয়র্কের জেলে বন্দি মাদুরো