নিজস্ব প্রতিনিধি , নদীয়া - প্রচার অভিযান চলাকালীন হঠাৎ দুষ্কৃতী হামলা। গাড়ি সহ প্রচার মাইক ভাংচুরের অভিযোগ। সিপিআইএম কর্মীদের মারধর করা হয়। হামলার পর পলাতক দুষ্কৃতীরা। ঘটনায় শাসক দলের বিরুদ্ধে আঙুল তুলেছে সিপিআইএম। পলাতক দুষ্কৃতীরা। তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে বাগ দেবীপুর এলাকায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
সূত্রের খবর , ঘটনাটি শান্তিপুর। থানার অন্তর্গত বাগ দেবীপুর এলাকার। হরিপুর অঞ্চল কমিটির তরফে বাংলা বাঁচাও অভিযানের ডাক দেওয়া হয়। রবিবার সকাল থেকে একটি চার চাকা গাড়ি নিয়ে সেই প্রচার অভিযান শুরু হয়। বাগ দেবীপুর এলাকায় সেই মিছিল ঢুকলেই একদল দুষ্কৃতী তাদের ওপর হামলা চালায়। গাড়ি আটকে ড্রাইভারকে মারধর করে। মাইক , গাড়ি সব ভাংচুর করা হয়। অকথ্য ভাষায় গালিগালাজ সহ সিপিআইএম কর্মীদের মারধর করা হয়। বেশ কয়েকজন ঘটনাস্থল ছেড়ে পালিয়েও যায়।

ঘটনার খবর পেয়ে কিছুক্ষণ পরই সেখানে যায় শান্তিপুর থানার পুলিশ। বেশকিছু স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করা হয়। শান্তিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন সিপিআইএম নেতৃত্ব। পুরো ঘটনার দায়ভার শাসক দলের ওপর চাপাচ্ছে সিপিআইএম কর্মীরা। ঘটনায় ভীষণই আতঙ্কিত এলাবাসীরা।

ঘটনা প্রসঙ্গে আরও এক সিপিআইএম কর্মী জানিয়েছেন , "ওইসব দুষ্কৃতীদের ওপর ভীষণই অতিষ্ট স্থানীয়রা। প্রথমে ভোট লুট করে। তারপর আবার পরিকল্পনার সঙ্গে হামলা চালায়। সবটা জেনে শুনে তৈরি হয়েই এই হামলা করেছে। পুরোটাই তৃণমূলের কাজ। ওদের মদত না থাকলে এটা হতে পারত না। আমরা তাই সিপিআইএম দলের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে অভিযোগ জানাচ্ছি। এদের একটা ব্যবস্থা হওয়া দরকার।"
আরও এক সিপিআইএম কর্মী জানিয়েছেন , "বাংলা বাঁচাও মিছিলের মাঝে হঠাৎ ৪-৫ জন এসে পরিস্থিতি বেসামাল করে তোলে। গাড়ির চাবি কেড়ে নিল। এরপর ড্রাইভারকে গাড়ি থেকে বার করে দিল। আমি যখনই পুলিশে ফোন করতে যাই আমার ফোন কেড়ে নিল। আমি বাড়ি পৌঁছে থানায় ফোন করি। শাসক দল চাইছে না আমরা এই অভিযানে নামি। সরাসরি কারোর দিকে আঙুল না তুলল আমার মনে হয় এটা শাসক দলেরই কাজ।"
ফারাক্কার পর চাকুলিয়ায় তুমুল উত্তেজনা
নির্বাচন কমিশনের গাইডলাইন অমান্য করে বেপরোয়া কাজের অভিযোগ BLOর বিরুদ্ধে
রাজনীতিতে নন্দীগ্রাম থেকে হাতেখড়ি দেবদীপের
ইচ্ছাকৃতভাবে খুনের অভিযোগ গাড়ি চালকের বিরুদ্ধে
এলাকাবাসীদের দাবি রাতের অন্ধকারে পরিকল্পিতভাবে এই কাজ করা হয়েছে
বৃহস্পতিবার থেকে নন্দীগ্রামে শুরু হচ্ছে সেবাশ্রয় ক্যাম্প
বুধবার বৃদ্ধকে SIR শুনানির জন্য ডাকা হয়
পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছান বিধায়ক মনিরুল ইসলাম
পুরপিতাহীন পুরসভায় দীর্ঘদিন ধরে বেতন না মেলায় ক্ষোভে ফেটে পড়লেন সাফাইকর্মীরা
মুর্শিদাবাদে SIR নিয়ে বিক্ষোভ BLO দের
তিন যুবকের বিরুদ্ধে নৃশংস অত্যাচারের অভিযোগ
চোখের সামনে নদীগর্ভে তলিয়ে গেল ফসলসহ একাধিক চাষযোগ্য জমি
পুণ্যলগ্নের আগেই ৬০ লক্ষ পুণ্যার্থী, দাবি মন্ত্রী অরূপ বিশ্বাসের
৩০০ বেশি ছাত্র-ছাত্রী নিয়ে একটি ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন
আগামী ১৮ জানুয়ারি সিঙ্গুরে সভা করতে চলেছেন প্রধানমন্ত্রী
ভারতীয় নাগরিকদের সতর্কবার্তা দূতাবাসের
পরিবারের সঙ্গে মাত্র ১০ মিনিট দেখা করার অনুমতি
সোশ্যাল মিডিয়ায় মুহূর্তের মধ্যে ভাইরাল ভিডিও
‘নো বোট নো ভোট’
নিউ ইয়র্কের জেলে বন্দি মাদুরো