নিজস্ব প্রতিনিধি , পূর্ব বর্ধমান - আর.জি.কর, কসবা ল কলেজের পর রাজ্যে ফের শিক্ষা প্রতিষ্ঠানে ধর্ষণের ঘটনা সামনে আসছে। দুর্গাপুরের এক বেসরকারি মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে বঙ্গ রাজনীতিতে। অভিযুক্তদের কঠোর শাস্তি ও নির্ভুল তদন্তের দাবিতে কলেজ চত্বরে বিক্ষোভে সরব ছাত্রছাত্রী থেকে শুরু করে বামপন্থী সংগঠন সিপিআইএম।
সূত্রের খবর, ওড়িশার জলেশ্বরের বাসিন্দা, দ্বিতীয় বর্ষের এমবিবিএস ছাত্রী দুর্গাপুরের একটি বেসরকারি মেডিকেল কলেজের হোস্টেলে থাকতেন। অভিযোগ, শুক্রবার রাতে এক সহপাঠীর সঙ্গে খাবার খেতে বেরিয়ে কলেজ চত্বর সংলগ্ন নির্জন জঙ্গলে তাকে গণধর্ষণ করা হয়। আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার পর শনিবার সকাল থেকেই উত্তেজনা ছড়ায় কলেজ ক্যাম্পাসে। সহপাঠীদের অনেকেই ন্যায়ের দাবিতে কলেজ প্রাঙ্গণে অবস্থান বিক্ষোভে বসেন। তারা অভিযোগ তোলেন, কলেজ কর্তৃপক্ষ নিরাপত্তায় গাফিলতি করেছে এবং ঘটনার পরও যথাযথ ব্যবস্থা নেয়নি।

নির্যাতিতার সহপাঠীরা রীতিমতো কলেজে চত্বরে মৌন প্রতিবাদে শামিল হয়। এরপর অধ্যক্ষের উপস্থিতিতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠে। অধ্যক্ষকে ঘিরে স্লোগান তুলতে থাকে বিক্ষোভকারীরা। যদিও এই বিষয়ে কলেজের অধ্যক্ষ কিছু জানাননি।
অন্যদিকে, ঘটনার নিন্দায় সরব হয়েছে সিপিআইএম। পশ্চিম বর্ধমান জেলার সিপিআইএম নেতৃত্ব এদিন কলেজ চত্বরে পৌঁছে বিক্ষোভে যোগ দেন। কলেজের নিরাপত্তারক্ষীরা তাদের বাধা দিলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। সিপিএমের প্রতিনিধি দল নির্যাতিতার সঙ্গে সাক্ষাৎ করতে চাইলে সেটাও করতে দেওয়া হয়নি বলে অভিযোগ।
সিপিএম নেতৃত্বদের দাবি, 'এখানে আমরা কলেজ কর্তৃপক্ষের সঙ্গে দেখা করতে এসেছিলাম কিন্তু সেটা আমাদের করতে দেওয়া হয়নি। আমরা FIR এ কি রিপোর্ট লিখেছে সেই বিষয়ে জানতে চাইলেও কলেজ কর্তৃপক্ষ এড়িয়ে যায়। সম্পূর্ণভাবে তাদের গাফিলতির জন্য আজ এরম একটা ঘটনা ঘটে গেল। এই রাজ্যে কার্নিভালের জন্য কোটি কোটি টাকা খরচ করা হয় অথচ মেয়েদের সুরক্ষার জন্য কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়না।'
BSF'র বিরুদ্ধে পাল্টা অভিযোগ অভিযুক্তের
যুবকের মানবিকতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ শিশুর পরিবারের
আগামী ১৯ জানুয়ারি হাজিরা দেওয়ার নির্দেশ
যুবকের পরিবার-সহ কৃতজ্ঞ গোটা এলাকাবাসী
পশ্চিমবঙ্গ সরকারের উচ্চ শিক্ষা দফতরের নির্দেশিকা মেনে আয়োজন করা হলো একদিনের খাদ্য উৎসব
ফারাক্কার পর চাকুলিয়ায় তুমুল উত্তেজনা
ছোটোখেলনা সুরেন্দ্র স্মৃতি বিদ্যামন্দিরে আয়োজিত হল সাতদিনব্যাপী বইমেলা
নির্বাচন কমিশনের গাইডলাইন অমান্য করে বেপরোয়া কাজের অভিযোগ BLOর বিরুদ্ধে
২ বছর ধরে টাকা ফেরতের দাবিতে ঘুরেও মেলেনি সমাধান
সংঘর্ষের তীব্রতায় ৩ জন বাইক আরোহী মাটিতে ছিটকে পড়ে আহত হন
রাজনীতিতে নন্দীগ্রাম থেকে হাতেখড়ি দেবদীপের
ইচ্ছাকৃতভাবে খুনের অভিযোগ গাড়ি চালকের বিরুদ্ধে
এলাকাবাসীদের দাবি রাতের অন্ধকারে পরিকল্পিতভাবে এই কাজ করা হয়েছে
বৃহস্পতিবার থেকে নন্দীগ্রামে শুরু হচ্ছে সেবাশ্রয় ক্যাম্প
বুধবার বৃদ্ধকে SIR শুনানির জন্য ডাকা হয়
ভারতীয় নাগরিকদের সতর্কবার্তা দূতাবাসের
পরিবারের সঙ্গে মাত্র ১০ মিনিট দেখা করার অনুমতি
সোশ্যাল মিডিয়ায় মুহূর্তের মধ্যে ভাইরাল ভিডিও
‘নো বোট নো ভোট’
নিউ ইয়র্কের জেলে বন্দি মাদুরো