নিজস্ব প্রতিনিধি , পূর্ব বর্ধমান - আর.জি.কর, কসবা ল কলেজের পর রাজ্যে ফের শিক্ষা প্রতিষ্ঠানে ধর্ষণের ঘটনা সামনে আসছে। দুর্গাপুরের এক বেসরকারি মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে বঙ্গ রাজনীতিতে। অভিযুক্তদের কঠোর শাস্তি ও নির্ভুল তদন্তের দাবিতে কলেজ চত্বরে বিক্ষোভে সরব ছাত্রছাত্রী থেকে শুরু করে বামপন্থী সংগঠন সিপিআইএম।
সূত্রের খবর, ওড়িশার জলেশ্বরের বাসিন্দা, দ্বিতীয় বর্ষের এমবিবিএস ছাত্রী দুর্গাপুরের একটি বেসরকারি মেডিকেল কলেজের হোস্টেলে থাকতেন। অভিযোগ, শুক্রবার রাতে এক সহপাঠীর সঙ্গে খাবার খেতে বেরিয়ে কলেজ চত্বর সংলগ্ন নির্জন জঙ্গলে তাকে গণধর্ষণ করা হয়। আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার পর শনিবার সকাল থেকেই উত্তেজনা ছড়ায় কলেজ ক্যাম্পাসে। সহপাঠীদের অনেকেই ন্যায়ের দাবিতে কলেজ প্রাঙ্গণে অবস্থান বিক্ষোভে বসেন। তারা অভিযোগ তোলেন, কলেজ কর্তৃপক্ষ নিরাপত্তায় গাফিলতি করেছে এবং ঘটনার পরও যথাযথ ব্যবস্থা নেয়নি।

নির্যাতিতার সহপাঠীরা রীতিমতো কলেজে চত্বরে মৌন প্রতিবাদে শামিল হয়। এরপর অধ্যক্ষের উপস্থিতিতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠে। অধ্যক্ষকে ঘিরে স্লোগান তুলতে থাকে বিক্ষোভকারীরা। যদিও এই বিষয়ে কলেজের অধ্যক্ষ কিছু জানাননি।
অন্যদিকে, ঘটনার নিন্দায় সরব হয়েছে সিপিআইএম। পশ্চিম বর্ধমান জেলার সিপিআইএম নেতৃত্ব এদিন কলেজ চত্বরে পৌঁছে বিক্ষোভে যোগ দেন। কলেজের নিরাপত্তারক্ষীরা তাদের বাধা দিলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। সিপিএমের প্রতিনিধি দল নির্যাতিতার সঙ্গে সাক্ষাৎ করতে চাইলে সেটাও করতে দেওয়া হয়নি বলে অভিযোগ।
সিপিএম নেতৃত্বদের দাবি, 'এখানে আমরা কলেজ কর্তৃপক্ষের সঙ্গে দেখা করতে এসেছিলাম কিন্তু সেটা আমাদের করতে দেওয়া হয়নি। আমরা FIR এ কি রিপোর্ট লিখেছে সেই বিষয়ে জানতে চাইলেও কলেজ কর্তৃপক্ষ এড়িয়ে যায়। সম্পূর্ণভাবে তাদের গাফিলতির জন্য আজ এরম একটা ঘটনা ঘটে গেল। এই রাজ্যে কার্নিভালের জন্য কোটি কোটি টাকা খরচ করা হয় অথচ মেয়েদের সুরক্ষার জন্য কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়না।'
মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে
মুখ্যমন্ত্রীকে সরাসরি আক্রমণ অর্জুন সিংয়ের
আরও বড় আন্দোলনের হুমকি বিরোধীদের
বৈধ নাগরিক হয়েও ডিটেনশন ক্যাম্পে বীরভূমের ৫ যুবক
স্থানীয়দের আশ্বাস উত্তর মালদহের বিজেপি সাংসদ খগেন মুর্মুর
তদন্তে নেমেছে অশোকনগর থানার পুলিশ
সীমান্ত অনুপ্রবেশে বাড়ছে উদ্বেগ
অতিরিক্ত কাজের চাপে অসুস্থ দাবি পরিবারের
বিশালাকার মিছিল নিয়ে ডেপুটেশন কর্মসূচি পালন
৯ ডিসেম্বর কোচবিহারে মুখ্যমন্ত্রীর সভা
আহত হাতিটিকে হাসপাতালে ভর্তি করেছে বন দফতরের কর্মীরা
সরকারকে ইমেল করা হলেও জবাব পায়নি বলে দাবি পরীক্ষার্থীর
ঘটনার তদন্ত শুরু পুলিশের
শাসক দলের কৰ্মসূচিতে যোগদান না করায় মারধরের অভিযোগ
বিশেষ চেকিংয়ের পরেই কেন্দ্রে প্রবেশাধিকার পেয়েছেন পরীক্ষার্থীরা
হামলার কথা স্বীকার ইজরায়েলের
সতর্কতামূলক পদক্ষেপ এয়ারবাসের
সোশ্যাল মিডিয়ায় মুহূর্তের মধ্যে ভাইরাল ভিডিও
বিবৃতি জারি ট্রাম্প প্রশাসনের
আপাত বন্ধ স্কুল-অফিস