নিজস্ব প্রতিনিধি , বীরভূম - দলেরই বিধায়কের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়লেন তৃণমূল কর্মীরা! তৃণমূল কর্মীদের একাংশের অভিযোগ, তাঁদের মতামত বা পরিশ্রমকে উপেক্ষা করে বিধায়ক কেবল নিজের ঘনিষ্ঠ কিছু নেতাকে দিয়ে সংগঠন চালাচ্ছেন। স্থানীয় উন্নয়নমূলক প্রকল্প হোক বা দলীয় কর্মসূচি, সব জায়গাতেই চলছে পক্ষপাতিত্ব ও গোষ্ঠীদ্বন্দ্ব। ঘটনায় রীতিমত অস্বস্তিতে তৃণমূল নেতৃত্ব।
সূত্রের খবর, সিউড়িতে চরম গোষ্ঠীদ্বন্দ্বে ফের উত্তপ্ত হয়ে উঠল তৃণমূল। শুক্রবার দুপুরে সিউড়ি থানার সামনে দলের সামনে জমায়েত হয়ে স্লোগান, পোস্টার, বিক্ষোভে সরগরম হয়ে ওঠে এলাকা। বিক্ষোভকারীদের দাবি, দীর্ঘদিন ধরে তাঁরা এই অন্যায়ের প্রতিবাদ জানিয়ে আসছেন, কিন্তু কোনও সুরাহা না হওয়ায় অবশেষে পথে নামতেই হয়েছে। এক বিক্ষোভকারী বলেন, “আমরা দলের সাধারণ সৈনিক। অথচ আমাদের কথার কোনো দাম নেই। বিধায়ক শুধু নিজের লোকজনকেই সুযোগ দিচ্ছেন। আমরা চুপ করে থাকলে দলটা নষ্ট হয়ে যাবে।”
অভিযোগ আরও, দলেরই এক প্রভাবশালী নেতার মদতে বিধায়ক তাঁদের হুমকি দিয়েছেন ও কাজের সুযোগ থেকে বঞ্চিত করছেন। এদিন বিক্ষোভকারীরা “দুর্নীতির বিরুদ্ধে লড়ব”, “স্বজনপোষণ বন্ধ করো”, “দলের মর্যাদা রক্ষা করো” - এই স্লোগানে পুরো এলাকা মুখর করে তোলেন। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে, কিন্তু দীর্ঘক্ষণ ধরে উত্তেজনা ছড়িয়ে পড়ে থানার সামনে। এই ঘটনার পরেই জেলা নেতৃত্বে দেখা দিয়েছে তীব্র অস্বস্তি। এক স্থানীয় নেতা জানান, “দলের ভেতরের সমস্যা নিয়ে প্রকাশ্যে পথে নামা অত্যন্ত দুঃখজনক। আমরা বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছি। কারা এই ঘটনার পিছনে, তা খতিয়ে দেখা হবে।”
অন্যদিকে বিধায়ক নিজের অবস্থান স্পষ্ট রেখে বলেন, “সবই সাজানো নাটক। কয়েকজন অসন্তুষ্ট প্রাক্তন কর্মী ও বহিষ্কৃত নেতা পরিকল্পনা করে এই বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। আমি দলের প্রতি অনুগত, আমার ভাবমূর্তি নষ্ট করতেই এই চক্রান্ত।” স্থানীয় রাজনৈতিক মহলের মতে, পঞ্চায়েত ভোটের পর থেকেই সংগঠনের অভ্যন্তরে অসন্তোষ দানা বাঁধছিল। এবার সেই অসন্তোষই বিস্ফোরিত রূপে সামনে এল। রাজনৈতিক পর্যবেক্ষকদের মন্তব্য, “দলের অভ্যন্তরীণ এই গোষ্ঠীদ্বন্দ্ব যদি এভাবেই চলতে থাকে, তাহলে সামনে বড় বিপদের মুখে পড়তে পারে তৃণমূলের সংগঠন।”
রাজনীতিতে নন্দীগ্রাম থেকে হাতেখড়ি দেবদীপের
ইচ্ছাকৃতভাবে খুনের অভিযোগ গাড়ি চালকের বিরুদ্ধে
এলাকাবাসীদের দাবি রাতের অন্ধকারে পরিকল্পিতভাবে এই কাজ করা হয়েছে
বৃহস্পতিবার থেকে নন্দীগ্রামে শুরু হচ্ছে সেবাশ্রয় ক্যাম্প
বুধবার বৃদ্ধকে SIR শুনানির জন্য ডাকা হয়
পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছান বিধায়ক মনিরুল ইসলাম
পুরপিতাহীন পুরসভায় দীর্ঘদিন ধরে বেতন না মেলায় ক্ষোভে ফেটে পড়লেন সাফাইকর্মীরা
মুর্শিদাবাদে SIR নিয়ে বিক্ষোভ BLO দের
তিন যুবকের বিরুদ্ধে নৃশংস অত্যাচারের অভিযোগ
চোখের সামনে নদীগর্ভে তলিয়ে গেল ফসলসহ একাধিক চাষযোগ্য জমি
পুণ্যলগ্নের আগেই ৬০ লক্ষ পুণ্যার্থী, দাবি মন্ত্রী অরূপ বিশ্বাসের
৩০০ বেশি ছাত্র-ছাত্রী নিয়ে একটি ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন
আগামী ১৮ জানুয়ারি সিঙ্গুরে সভা করতে চলেছেন প্রধানমন্ত্রী
দিনের আলোয় রমরমিয়ে চলছে বিজেপি নেতার জুয়ার ঠেক
তার স্ত্রীকেও দেওয়া হয়েছে SIR নোটিশ
ভারতীয় নাগরিকদের সতর্কবার্তা দূতাবাসের
পরিবারের সঙ্গে মাত্র ১০ মিনিট দেখা করার অনুমতি
সোশ্যাল মিডিয়ায় মুহূর্তের মধ্যে ভাইরাল ভিডিও
‘নো বোট নো ভোট’
নিউ ইয়র্কের জেলে বন্দি মাদুরো