নিজস্ব প্রতিনিধি, হুগলী - ভোরের শান্ত পরিবেশ মুহূর্তে ভয়ঙ্কর আতঙ্কে পরিণত হল। হঠাৎ করেই শোনা গেল পরপর তিনটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের প্রচণ্ড শব্দ। বিস্ফোরণের সেই তীব্র কম্পনে চমকে ওঠেন এলাকাবাসী। কয়েক সেকেন্ডের মধ্যেই আগুন দাউ দাউ করে ছড়িয়ে পড়ে চারদিক জুড়ে।
স্থানীয় সূত্রে খবর, শনিবার ভোরে প্রথমে একটি চপের দোকান থেকেই আগুনের সূত্রপাত হয়। প্রচণ্ড তাপে আশপাশের দোকানগুলো মুহূর্তে আগুনে গ্রাস হয়ে যায়। সেই দোকানের পাশাপাশি দুটি রেস্তোরাঁ, একটি ফুলের দোকান ও আরও কয়েকটি ছোট দোকান মিলিয়ে মোট ছয়টি দোকান সম্পূর্ণরূপে পুড়ে ছাই হয়ে যায়। আগুনের তীব্রতা এতটাই ছিল যে কিছু বোঝার আগেই দোকানের ভেতরের সমস্ত জিনিসপত্র ধ্বংস হয়ে যায়।
প্রত্যক্ষদর্শীদের দাবি, বিস্ফোরণের সঙ্গে সঙ্গে প্রচণ্ড শব্দেকেঁপে ওঠে আশপাশ। স্থানীয়রা প্রাণপণে জল ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও লাভ হয়নি। দ্রুত খবর দেওয়া হয় দমকল বিভাগ ও পুলিশকে। একটি ইঞ্জিন নিয়ে দমকলকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। সৌভাগ্যবশত কোনো প্রাণহানি ঘটেনি, তবে কয়েক মিনিটের মধ্যে সব কিছু পুড়ে ছাই হয়ে যাওয়ায় ক্ষতির পরিমাণ বিপুল।
দমকলের প্রাথমিক অনুমান, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। তবে কেন সিলিন্ডার বিস্ফোরণ ঘটল, সেই কারণ এখনো পরিষ্কার নয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ও দমকল বিভাগ । দমকল ও পুলিশের তরফে জানানো হয়েছে, আগুনের উৎস এবং বিস্ফোরণের আসল কারণ খুঁজে বের করতে ফরেনসিক দলও তদন্তে নামবে। ক্ষতিগ্রস্ত দোকানদারদের অভিযোগ, বিশ্বকর্মা পুজোর ঠিক আগে এমন দুর্ঘটনা তাঁদের জীবিকায় বড় ধাক্কা দিল।
উৎসবের মরসুমে নতুন পণ্য মজুত করে ব্যবসার প্রস্তুতি নিচ্ছিলেন তাঁরা। মুহূর্তের মধ্যে সেই সমস্ত পণ্য, দোকানের আসবাব, যন্ত্রপাতি সব শেষ হয়ে গেছে। ক্ষতির অঙ্ক কোটি ছুঁতে পারে বলে আশঙ্কা। স্থানীয়রা জানিয়েছেন, সময়মতো দমকল না এলে আগুন আরও ভয়ঙ্কর আকার নিত ও আশপাশের বাড়িঘরও বিপদের মুখে পড়ত।
দোকানদার পুলক বেরা জানান “আমি কাল দোকান থেকে বেরোনোর পরেও সব স্বাভাবিক ছিলো। হঠাৎ সকাল ৭ টা নাগাদ দোকান আসবো বলে বেরোনোর সময় ফোন আসে। এখানে এসে দোকানের কাছে যেতেই পারিনি, সব পুড়ে ছাই হয়ে গেছে। ধার করে অনেক জিনিস কিনেছিলাম। পুজোর আগে কিকরে সামাল দেবো এমন পরিস্থিতি সত্যি বুঝতে পারছিনা।”
স্থানীয় বাসিন্দা পার্থপ্রতিম পাল জানান, “যেসব দোকানগুলি আগুনে ভস্মীভূত হয়েছে তাদের বেশিরভাগের ক্ষেত্রেই দোকান তাই তাদের একমাত্র আর্থিক খরচ চালানোর সম্বল ছিল।এমন পরিস্থিতিতে তাদের পায়ের তোলার মাটি সরে যাওয়ার জোগাড় হয়েছে।খুব শীঘ্রই যেন এই গরিবমানুষ গুলোর জীবনবাপনে স্বাভাভিকতা ফিরে আসে, এটাই প্রার্থনা করব।”
ডিজাস্টার রিলিফ ফান্ডে সাহায্যের আহ্বান মুখ্যমন্ত্রীর
রাস্তার সিসিটিভি খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে পুলিশ
পাথর বোঝাই ট্রাক থেকে ঘুষ নেওয়ার অভিযোগ
রাতেই থানায় লিখিত অভিযোগ দায়ের ও অভিযুক্ত গ্রেফতার
২২ ফুট উচ্চতার বড়মা কালীর নিত্যপুজো ও মানত পূরণের ভক্তি
বুধবার আদালতে পেশ করা হবে নির্যাতিতার সহপাঠীকে
সোশ্যাল মিডিয়ায় তোপ বিজেপি বিধায়িকার , সাবিনার মন্তব্যে রাজ্য রাজনীতিতে নতুন বিতর্ক
মালদহের রথবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান শামসুন নেহার অভিযোগ করলেন, দলেরই একাংশের চক্রান্তে প্রাণনাশের হুমকি, স্বামীর উপর হামলার পর আতঙ্কে দিন কাটছে তাঁর
শিলিগুড়ির অন্যতম আকর্ষণ এই পুজো
অন্যান্য বছরের তুলনায় দাম বেড়েছে প্রদীপের
মন্দির ঘিরে রয়েছে নানা অলৌকিক কাহিনী
সভামঞ্চে ডাকা হয়নি মহিলা নেত্রীদের, জেলা নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়া কর্মীদের কান্না – প্রকাশ্যে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব
“আমি অ্যাক্সিডেন্টাল বিধায়ক, রাজনীতিবিদের চেয়ে অভিনেতা হিসেবেই থাকতে চাই” - বিজয়া সম্মেলনীর মঞ্চে অকপট চিরঞ্জিৎ চক্রবর্তী
দলীয় কর্মীদের মনোবল বাড়াতে ভোটের আগে মালদহ সফর শুভঙ্কর সরকারের
পুলিশের তোলাবাজির ঘটনায় উত্তাল সিউড়ি
ইজরায়েল-হামাস যুদ্ধে নয়া মোড়
ট্রাম্পের নোবেল হাতছাড়া হওয়ার ক্ষতে প্রলেপ
বিক্ষোভ রুখতে নির্মম দমননীতির পথ বেছে নিয়েছে শাহবাজ শরিফের প্রশাসন
স্বাভাবিক ছন্দে ফিরতে চলেছে গাজা
হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ প্রশাসনের