নিজস্ব প্রতিনিধি , জলপাইগুড়ি - বন্যায় ক্ষতিগ্রস্তদের সরকারি সাহায্যের বিনিময়ে টাকা নেওয়ার বিস্ফোরক দাবি উঠেছে পঞ্চায়েতের বিরুদ্ধে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ধূপগুড়ি মহকুমার পারকুমলাই মুসলিম পাড়া এলাকায়। প্রকৃত দুর্গতদের বঞ্চিত করে ভুয়ো নাম অন্তর্ভুক্ত করা হয়েছে তালিকায়-এমন অভিযোগকে কেন্দ্র করে বিতর্ক আরও তীব্র হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সাম্প্রতিক বন্যার ফলে বহু বাড়িতে জল ঢুকে বিপুল ক্ষয়ক্ষতি হয়। প্রশাসনের নির্দেশে পরিদর্শনে আসেন এলাকার নির্দল পঞ্চায়েত সদস্য আফতারুদ্দিন মিঞা। এরপর এলাকার বহু পরিবার অর্থসাহায্য পেলেও, প্রায় চল্লিশ জন প্রকৃত ক্ষতিগ্রস্তের নাম নেই তালিকায়। উল্টে যাদের তেমন ক্ষতি হয়নি, তারাই নাকি টাকা পেয়েছেন। পরে অভিযুক্ত পঞ্চায়েতের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন তোলেননি।

স্থানীয় বাসিন্দা দীনবন্ধু রায় জানান, 'আমার বাড়ি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রায় এক মানুষ জলে ডুবেছিল। সব নষ্ট হয়ে গিয়েছে। পরিদর্শন করে ছবি পর্যন্ত তুলে নিয়ে গিয়েছিল, তবু আমাদের নাম নেই তালিকায়। প্রশাসনকে এ ব্যাপারে জানিয়েছি, সমাধান না হলে অঞ্চল ঘেরাও করব'।
আরেক বাসিন্দা রামচন্দ্র রায় জানান, 'আমাদেরও ক্ষতি হয়েছে। নিয়ম অনুযায়ী সরকারি সাহায্য পাওয়ার কথা ছিল, কিন্তু পাইনি। অথচ যাদের তেমন ক্ষতি হয়নি তারাই টাকা পেয়েছে। পঞ্চায়েত কারও কাছ থেকে পাঁচ হাজার, আবার কারও থেকে দশ হাজার টাকা পর্যন্ত নিয়েছে বলে আমরা শুনছি। প্রকাশ্যে ঘুষ নিয়ে কাজ করছে। এমনটা মেনে নেওয়া যায় না '।
তালিকায় নাম থাকা এক মহিলা জানান, 'পঞ্চায়েত আমাদের বাড়ি এসে বলেছিলেন টাকা দিলে তবেই নাকি ঘরের ক্ষতিপূরণ পাওয়া যাবে। আমার ছেলে প্রথমে এক হাজার টাকা দিলে উনি নিতে চাননি, পরে পাঁচ হাজারে রাজি হয়েছেন। তারপর আমাদের অ্যাকাউন্টে ঘরের জন্য ভাতা জমা হয়েছে'।
BSF'র বিরুদ্ধে পাল্টা অভিযোগ অভিযুক্তের
আগামী ১৯ জানুয়ারি হাজিরা দেওয়ার নির্দেশ
ফারাক্কার পর চাকুলিয়ায় তুমুল উত্তেজনা
নির্বাচন কমিশনের গাইডলাইন অমান্য করে বেপরোয়া কাজের অভিযোগ BLOর বিরুদ্ধে
২ বছর ধরে টাকা ফেরতের দাবিতে ঘুরেও মেলেনি সমাধান
সংঘর্ষের তীব্রতায় ৩ জন বাইক আরোহী মাটিতে ছিটকে পড়ে আহত হন
রাজনীতিতে নন্দীগ্রাম থেকে হাতেখড়ি দেবদীপের
ইচ্ছাকৃতভাবে খুনের অভিযোগ গাড়ি চালকের বিরুদ্ধে
এলাকাবাসীদের দাবি রাতের অন্ধকারে পরিকল্পিতভাবে এই কাজ করা হয়েছে
বৃহস্পতিবার থেকে নন্দীগ্রামে শুরু হচ্ছে সেবাশ্রয় ক্যাম্প
বুধবার বৃদ্ধকে SIR শুনানির জন্য ডাকা হয়
পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছান বিধায়ক মনিরুল ইসলাম
পুরপিতাহীন পুরসভায় দীর্ঘদিন ধরে বেতন না মেলায় ক্ষোভে ফেটে পড়লেন সাফাইকর্মীরা
মুর্শিদাবাদে SIR নিয়ে বিক্ষোভ BLO দের
তিন যুবকের বিরুদ্ধে নৃশংস অত্যাচারের অভিযোগ
ভারতীয় নাগরিকদের সতর্কবার্তা দূতাবাসের
পরিবারের সঙ্গে মাত্র ১০ মিনিট দেখা করার অনুমতি
সোশ্যাল মিডিয়ায় মুহূর্তের মধ্যে ভাইরাল ভিডিও
‘নো বোট নো ভোট’
নিউ ইয়র্কের জেলে বন্দি মাদুরো