নিজস্ব প্রতিনিধি , হুগলী - পুজো পরবর্তী সময়েও ফের রাজনৈতিক রেষারেষিতে রক্ত গরম রাজনীতির মাটি খানাকুল। খানাকুলের মাড়োখানা সংলগ্ন অঞ্চলে তৃণমূলের অঞ্চল সহ সভাপতি বরুণ মণ্ডলকে বেধড়ক মারধরের অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে। আক্রান্ত নেতা বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন।
সূত্রের খবর, শুক্রবার গভীর রাতে স্থানীয় বাজার থেকে বাড়ি ফেরার পথে আচমকাই একদল দুষ্কৃতী বরুণবাবুর উপর হামলা চালায়। অভিযোগ, কিল- চড়, ঘুষি তো বটেই, লাঠি- বাঁশ নিয়েও নির্বিচারে মারধর করা হয় তাঁকে। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাঁকে খানাকুল গ্রামীণ হাসপাতালে। পরে আরামবাগ মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়েছে।
ঘটনার অভিযোগের তীর উঠেছে সোজা বিজেপির দিকে। তৃণমূল নেতৃত্বের দাবি, খানাকুল-২ ব্লকে সম্প্রতি কমিটির পরিবর্তন হওয়ার পর থেকেই বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষের অনুগামীরা পরিকল্পিতভাবে তৃণমূল কর্মীদের ওপর হামলার ছক কষছে। বরুণ মণ্ডলের উপর হামলাও সেই রাজনৈতিক ষড়যন্ত্রের অংশ বলেই অভিযোগ তৃণমূলের।
আক্রান্ত তৃণমূল নেতা তথা অঞ্চল সহ সভাপতি বরুণ মণ্ডল জানান, পঞ্চায়েত গোড়া থেকে বাড়ি ফেরার সময় গ্পঞ্চায়েত প্রধানের স্বামী সহ কয়েকজন ছেলে প্রথমে আমাকে ঘিরে ধরে বেধড়ক মারধর করে, জলে ফেলে দেওয়ার হুমকিও দেয়।এরপর মেরে আমাকে জঙ্গলে ফেলে দেওয়া হয়। মহিলা সংক্রান্ত যে অভিযোগ উঠেছে তা সম্পূর্ণ মিথ্যে।ওরাই ফোন করে ওই মহিলাদের ওখানে ডেকে পাঠায়।এরপর আমার বিরুদ্ধে মিথ্যে অভিযোগ করতে বাধ্য করে।
তৃণমূল নেতা রোমেন প্রামাণিক জানান, “বিজেপি আশ্রিত দুষ্কৃতী অর্থাৎ স্থানীয় প্রধানের স্বামীর নেতৃত্বে ও উন্মাদ বিধায়কের উসকানিতে খানাকুল জুড়ে একের পর এক অশান্তি তৈরি হয়েছে। তৃণমূলের দলীয় রদ বদল হওয়ার পর থেকে কখনও বিডিও অফিসে কখনো বা বুথের কর্মীকে আক্রমণ করা হয়েছে। সুযোগ পেয়ে বিজেপিরা ক্রমে অরাজকীয়তা বাড়িয়ে দিয়েছে। আমরা এই ঘটনার তীব্র ধিক্কার জানাচ্ছি।উৎসবের মরশুমে কোনোরকম অশান্তিতে তৃনমূল জড়িয়ে মানুষের শান্তি বিঘ্নিত করত্র চায়না। তবে আগামী দিনে ইটের জবাব পাথরে তৃণমূল দেবেই।”
অপরদিকে তৃণমূলের বিরুদ্ধে তীব্র সমালোচনা ও ক্ষোভ প্রকাশ করেছেন খানাকুলের বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষ। তিনি জানান, “ওইদিন সন্ধ্যেবেলা কিছু স্কুল পড়ুয়া মেয়ে জন্মদিন পালনের জন্য ওই এলাকায় এসেছিলো। কেক কিনে বাড়ি যাওয়ার সময় তাদের ওপর জোর জবস্তি চলে। মাঠের ধারে মদ্যপ অবস্থায় তৃণমূল নেতার নেতৃত্বে এই কাজ করা হয়। সারা পশ্চিমবাংলা জুড়ে মহিলারা যেখানে অসুরক্ষিত সেখানে মুখমন্ত্রীর অধীনে থাকা পুলিশ প্রশাসন নিশ্চুপ। তিনি দাবি করেন ৩ বার থানাকুলের ওসিকে ফোন করে অভিযোগ জানাতে চাইলেও তিনি ফোন তোলেননি। নারীদের সুরক্ষা নিয়ে এত অবহেলা কেন? আমরা এর শেষ দেখে ছাড়বো। দরকার পড়লে ব্যাপক আন্দোলনে সামিল হবো।”
রাস্তার সিসিটিভি খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে পুলিশ
পাথর বোঝাই ট্রাক থেকে ঘুষ নেওয়ার অভিযোগ
রাতেই থানায় লিখিত অভিযোগ দায়ের ও অভিযুক্ত গ্রেফতার
২২ ফুট উচ্চতার বড়মা কালীর নিত্যপুজো ও মানত পূরণের ভক্তি
বুধবার আদালতে পেশ করা হবে নির্যাতিতার সহপাঠীকে
সোশ্যাল মিডিয়ায় তোপ বিজেপি বিধায়িকার , সাবিনার মন্তব্যে রাজ্য রাজনীতিতে নতুন বিতর্ক
মালদহের রথবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান শামসুন নেহার অভিযোগ করলেন, দলেরই একাংশের চক্রান্তে প্রাণনাশের হুমকি, স্বামীর উপর হামলার পর আতঙ্কে দিন কাটছে তাঁর
শিলিগুড়ির অন্যতম আকর্ষণ এই পুজো
অন্যান্য বছরের তুলনায় দাম বেড়েছে প্রদীপের
মন্দির ঘিরে রয়েছে নানা অলৌকিক কাহিনী
সভামঞ্চে ডাকা হয়নি মহিলা নেত্রীদের, জেলা নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়া কর্মীদের কান্না – প্রকাশ্যে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব
“আমি অ্যাক্সিডেন্টাল বিধায়ক, রাজনীতিবিদের চেয়ে অভিনেতা হিসেবেই থাকতে চাই” - বিজয়া সম্মেলনীর মঞ্চে অকপট চিরঞ্জিৎ চক্রবর্তী
দলীয় কর্মীদের মনোবল বাড়াতে ভোটের আগে মালদহ সফর শুভঙ্কর সরকারের
পুলিশের তোলাবাজির ঘটনায় উত্তাল সিউড়ি
ধৃতের সংখ্যা বেড়ে ৬
ইজরায়েল-হামাস যুদ্ধে নয়া মোড়
ট্রাম্পের নোবেল হাতছাড়া হওয়ার ক্ষতে প্রলেপ
বিক্ষোভ রুখতে নির্মম দমননীতির পথ বেছে নিয়েছে শাহবাজ শরিফের প্রশাসন
স্বাভাবিক ছন্দে ফিরতে চলেছে গাজা
হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ প্রশাসনের