নিজস্ব প্রতিনিধি , হুগলী - শেষ মুহূর্তে পুলিশের সাহায্যে পরীক্ষার্থী পৌঁছালেন সরকারি চাকরির পরীক্ষার কেন্দ্রে! পরীক্ষা শুরু হওয়ার মুহূর্তে বিপাকে পড়েছিলেন এক অভাবী মেধাবী পরীক্ষার্থী। ভুল স্টেশনে নেমে যান, হাতে ভাড়া করার টাকাও নেই। ঠিক তখনই পুলিশের সহানুভূতি এসে পাল্টে দিল তার জীবনের একটি গুরুত্বপূর্ণ দিন।
সূত্রের খবর, পূর্ব বর্ধমানের সুরজ কুমার সাউ পুলিশ সাব-ইন্সপেক্টর পদে পরীক্ষা দিতে এসেছিলেন। তার পরীক্ষা কেন্দ্র ছিল সাহাগঞ্জ শ্যামা প্রসাদ জাতীয় বিদ্যালয়। কিন্তু ভুলবশত তিনি চুঁচুড়া স্টেশনে নামেন। হাতে সময়ও ছিলো কম। টাকার স্বচ্ছলতা না থাকায় সেসময় টোটো বা অন্য কোনো পরিবহন ভাড়া করতে পারছিলেন না। বিপাকে পড়ে পুলিশের সাহায্যের জন্য এগিয়ে আসেন সুরজ।
তখন চুঁচুড়া থানার পুলিশের সাব-ইন্সপেক্টর সমীর কর্মকার দ্রুত গাড়ি করে ওই পরীক্ষার্থীকে পরীক্ষার কেন্দ্রে পৌঁছে দেন। এই মানবিক সাহায্যের কারণে পরীক্ষার্থী সময়মতো উপস্থিত হতে সক্ষম হন এবং গভীর কৃতজ্ঞতা জানান।
পুলিশ তরফে জানিয়েছে, চুঁচুড়া শহরের বিভিন্ন স্কুলে সাব-ইন্সপেক্টর পরীক্ষার কেন্দ্র করা হয়। ভিন জেলা থেকে আসা পরীক্ষার্থীদের যাতে কোনো অসুবিধা না হয়, তার জন্য সকাল থেকেই পুলিশ টহল দেয়, বাইক ও গাড়ি দিয়ে নজর রাখে। সুরজ কুমার সাউ বর্ধমান স্টেশন থেকে ট্রেনে করে চুঁচুড়ায় এসেছিলেন। শ্যামা প্রসাদ স্কুলে পৌঁছাতে হলে তাকে বাঁদেল স্টেশনে নামতে হতো। কিন্তু ভুল করে চুঁচুড়া স্টেশনে নামায় সমস্যায় পড়েন।
পুলিশের দ্রুত সহায়তায় পরীক্ষার্থী পরীক্ষার কেন্দ্রে পৌঁছান এবং তার স্বপ্ন পূরণ হয়। শেষ মুহূর্তের এই সাহায্য, পুলিশের মানবিকতা এবং পরীক্ষার্থীর দৃঢ় ইচ্ছাশক্তি একসঙ্গে মিলিয়ে তৈরি করল এক অনন্য ঘটনা, যা পরীক্ষার্থীদের জন্য একটি প্রেরণার উদাহরণ হয়ে রইল।
শিলিগুড়ির অন্যতম আকর্ষণ এই পুজো
অন্যান্য বছরের তুলনায় দাম বেড়েছে প্রদীপের
মন্দির ঘিরে রয়েছে নানা অলৌকিক কাহিনী
সভামঞ্চে ডাকা হয়নি মহিলা নেত্রীদের, জেলা নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়া কর্মীদের কান্না – প্রকাশ্যে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব
“আমি অ্যাক্সিডেন্টাল বিধায়ক, রাজনীতিবিদের চেয়ে অভিনেতা হিসেবেই থাকতে চাই” - বিজয়া সম্মেলনীর মঞ্চে অকপট চিরঞ্জিৎ চক্রবর্তী
দলীয় কর্মীদের মনোবল বাড়াতে ভোটের আগে মালদহ সফর শুভঙ্কর সরকারের
পুলিশের তোলাবাজির ঘটনায় উত্তাল সিউড়ি
ধৃতের সংখ্যা বেড়ে ৬
রাতের অন্ধকারে এই দুর্ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়
রাজনীতির মঞ্চে ‘ভুয়ো সই’ কাণ্ডে নতুন বিতর্ক, তৃণমূলের অন্দরেও চাঞ্চল্য, প্রশাসনও নড়েচড়ে বসেছে
SIR নিয়ে বিজেপিকে কটাক্ষ উদয়ন গুহের
অভিযুক্তদের কাছ থেকে চুরি যাওয়া চাল সঙ্গে পিকআপ ভ্যান উদ্ধার করেছে পুলিশ
দুর্গাপুর ধর্ষণকাণ্ডে তোলপাড় রাজ্য রাজনীতি
বিপুল সংখ্যক দর্শনার্থীদের ব্যাপারে আশাবাদী পুজো কমিটি
প্রায় ১৫০ জন কর্মী সমর্থক যোগ দেন তৃণমূলে
ইজরায়েল-হামাস যুদ্ধে নয়া মোড়
ট্রাম্পের নোবেল হাতছাড়া হওয়ার ক্ষতে প্রলেপ
বিক্ষোভ রুখতে নির্মম দমননীতির পথ বেছে নিয়েছে শাহবাজ শরিফের প্রশাসন
স্বাভাবিক ছন্দে ফিরতে চলেছে গাজা
হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ প্রশাসনের