নিজস্ব প্রতিনিধি , মুর্শিদাবাদ - ভিন্ন রাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিকদের হেনস্থার ঘটনায় কার্যত উত্তপ্ত বঙ্গ রাজনীতি। আর সেই আবহে ফের অন্ধ্রপ্রদেশে রহস্য মৃত্যু বাংলার শ্রমিকের। একদিন নিখোঁজ থাকার পর রেললাইনের ধার থেকে উদ্ধার তার মৃতদেহ।
সূত্রের খবর, একাধিকবার ভিন্ন রাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিকদের হেনস্থার ঘটনা সামনে এসেছে। আর এই ইস্যুকে কেন্দ্র করে শাসক দল প্রতিবাদে সরব। মুখ্যমন্ত্রী একাধিকবার এর প্রতিবাদে পথেও নেমেছে। আর এরই মাঝে সামনে এলো অন্ধ্রপ্রদেশের ঘটনা। অন্ধ্রপ্রদেশে রহস্যজনকভাবে মৃত্যু হল মুর্শিদাবাদের ফরাক্কার এক পরিযায়ী শ্রমিকের। মৃতের নাম কাদির শেখ (৩২)। বাড়ি ফরাক্কা ব্লকের ইমামনগর পঞ্চায়েতের ইমামনগর এলাকায়। প্রায় আট থেকে নয় বছর ধরে ভিনরাজ্যে রাজমিস্ত্রীর কাজ করছিলেন কাদির।
পরিবারের পক্ষ থেকে জানা যায়, প্রায় ২০-২২ দিন আগে অন্ধ্রপ্রদেশে কাজে গিয়েছিলেন তিনি। তিন বছর ধরে এক ঠিকাদারের অধীনে কাজ করছিলেন। অভিযোগ, ওই ঠিকাদারের কাছেই লক্ষাধিক টাকা পাওনা ছিল কাদিরের। শুক্রবার থেকে নিখোঁজ ছিলেন কাদির। শনিবার রাতে তার পরিবারের কাছে কাদিরের মৃত্যুর খবর আসে। রেললাইন থেকে উদ্ধার হয় তার দেহ।
পরিবারের অভিযোগ, ঠিকাদারের কাছে অনেক টাকা পেত কাদির। যার জন্য মাঝে কাজ বন্ধও করে দিয়েছিল। পরে ফের কাজে যোগদান করে। আর সেই টাকা চাইতে যাওয়ায় ঠিকাদার ও তার সহযোগীরা তাকে পিটিয়ে খুন করে দেহ রেললাইনের ধারে ফেলে দিয়েছে। ঘটনায় ইতিমধ্যেই পরিবারের পক্ষ থেকে অন্ধ্রপ্রদেশ পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। রবিবার অন্ধপ্রদেশের একটি হাসপাতালে কাদেরের দেহ ময়নাতদন্ত হয়। এরপর পরিবারের লোকেরা সেই দেহ গ্রামে ফিরিয়ে নিয়ে আসবেন। - ভিন্ন রাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিকদের হেনস্থার ঘটনায় কার্যত উত্তপ্ত বঙ্গ রাজনীতি। আর সেই আবহে ফের অন্ধ্রপ্রদেশে রহস্য মৃত্যু বাংলার শ্রমিকের। একদিন নিখোঁজ থাকার পর রেললাইনের ধার থেকে উদ্ধার তার মৃতদেহ।
সূত্রের খবর, একাধিকবার ভিন্ন রাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিকদের হেনস্থার ঘটনা সামনে এসেছে। আর এই ইস্যুকে কেন্দ্র করে শাসক দল প্রতিবাদে সরব। মুখ্যমন্ত্রী একাধিকবার এর প্রতিবাদে পথেও নেমেছে। আর এরই মাঝে সামনে এলো অন্ধ্রপ্রদেশের ঘটনা। অন্ধ্রপ্রদেশে রহস্যজনকভাবে মৃত্যু হল মুর্শিদাবাদের ফরাক্কার এক পরিযায়ী শ্রমিকের। মৃতের নাম কাদির শেখ (৩২)। বাড়ি ফরাক্কা ব্লকের ইমামনগর পঞ্চায়েতের ইমামনগর এলাকায়। প্রায় আট থেকে নয় বছর ধরে ভিনরাজ্যে রাজমিস্ত্রীর কাজ করছিলেন কাদির।
পরিবারের পক্ষ থেকে জানা যায়, প্রায় ২০-২২ দিন আগে অন্ধ্রপ্রদেশে কাজে গিয়েছিলেন তিনি। তিন বছর ধরে এক ঠিকাদারের অধীনে কাজ করছিলেন। অভিযোগ, ওই ঠিকাদারের কাছেই লক্ষাধিক টাকা পাওনা ছিল কাদিরের। শুক্রবার থেকে নিখোঁজ ছিলেন কাদির। শনিবার রাতে তার পরিবারের কাছে কাদিরের মৃত্যুর খবর আসে। রেললাইন থেকে উদ্ধার হয় তার দেহ।
পরিবারের অভিযোগ, ঠিকাদারের কাছে অনেক টাকা পেত কাদির। যার জন্য মাঝে কাজ বন্ধও করে দিয়েছিল। পরে ফের কাজে যোগদান করে। আর সেই টাকা চাইতে যাওয়ায় ঠিকাদার ও তার সহযোগীরা তাকে পিটিয়ে খুন করে দেহ রেললাইনের ধারে ফেলে দিয়েছে। ঘটনায় ইতিমধ্যেই পরিবারের পক্ষ থেকে অন্ধ্রপ্রদেশ পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। রবিবার অন্ধপ্রদেশের একটি হাসপাতালে কাদেরের দেহ ময়নাতদন্ত হয়। এরপর পরিবারের লোকেরা সেই দেহ গ্রামে ফিরিয়ে নিয়ে আসবেন।
BSF'র বিরুদ্ধে পাল্টা অভিযোগ অভিযুক্তের
যুবকের মানবিকতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ শিশুর পরিবারের
আগামী ১৯ জানুয়ারি হাজিরা দেওয়ার নির্দেশ
যুবকের পরিবার-সহ কৃতজ্ঞ গোটা এলাকাবাসী
পশ্চিমবঙ্গ সরকারের উচ্চ শিক্ষা দফতরের নির্দেশিকা মেনে আয়োজন করা হলো একদিনের খাদ্য উৎসব
ফারাক্কার পর চাকুলিয়ায় তুমুল উত্তেজনা
ছোটোখেলনা সুরেন্দ্র স্মৃতি বিদ্যামন্দিরে আয়োজিত হল সাতদিনব্যাপী বইমেলা
নির্বাচন কমিশনের গাইডলাইন অমান্য করে বেপরোয়া কাজের অভিযোগ BLOর বিরুদ্ধে
২ বছর ধরে টাকা ফেরতের দাবিতে ঘুরেও মেলেনি সমাধান
সংঘর্ষের তীব্রতায় ৩ জন বাইক আরোহী মাটিতে ছিটকে পড়ে আহত হন
রাজনীতিতে নন্দীগ্রাম থেকে হাতেখড়ি দেবদীপের
ইচ্ছাকৃতভাবে খুনের অভিযোগ গাড়ি চালকের বিরুদ্ধে
এলাকাবাসীদের দাবি রাতের অন্ধকারে পরিকল্পিতভাবে এই কাজ করা হয়েছে
বৃহস্পতিবার থেকে নন্দীগ্রামে শুরু হচ্ছে সেবাশ্রয় ক্যাম্প
বুধবার বৃদ্ধকে SIR শুনানির জন্য ডাকা হয়
ভারতীয় নাগরিকদের সতর্কবার্তা দূতাবাসের
পরিবারের সঙ্গে মাত্র ১০ মিনিট দেখা করার অনুমতি
সোশ্যাল মিডিয়ায় মুহূর্তের মধ্যে ভাইরাল ভিডিও
‘নো বোট নো ভোট’
নিউ ইয়র্কের জেলে বন্দি মাদুরো