নিজস্ব প্রতিনিধি , কলকাতা - রবিবার মেট্রো পরিষেবা নিয়ে যাত্রীদের অস্বস্তির সম্মুখীন হওয়া নতুন নয়। এবার সেই সমস্যা মেটাতে নতুন বছরের শুরুতেই বিরাট ঘোষণা রেল কর্তৃপক্ষের। পরপর চার রবিবার মিলবে বাড়তি মেট্রো পরিষেবা। ৪, ১১, ১৮ ও ২৫ ই জানুয়ারি কলকাতা মেট্রোর ব্লু লাইন ও গ্রিন লাইনে বাড়তি পরিষেবা চালু করা হচ্ছে। যাত্রীদের ভিড় ও চাহিদার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নিয়েছে মেট্রো কর্তৃপক্ষ।
মেট্রো কর্তৃপক্ষের ঘোষণা অনুযায়ী , এই চারটি রবিবার ৮০ টি আপ ও ৮০ টি ডাউন মিলিয়ে মোট ১৬০ টি মেট্রো চলবে। সাধারণত রবিবারে যেখানে ১৩০টি মেট্রো চলে। ৩০ টি মেট্রো বাড়িয়ে দেওয়ায় বিরাট স্বস্তিতে থাকবেন যাত্রীরা।
আপ লাইনে দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম প্রথম মেট্রো চলবে সকাল ৯ টায়।আবার উল্টোদিকে শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বরের প্রথম মেট্রো থাকবে সকাল ৯টায়।এমনকি নোয়াপাড়া থেকে শহিদ ক্ষুদিরামের মেট্রো সকাল ৯টায়।
একইভাবে দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরামের শেষ মেট্রোর সময় রাত ৯টা ৩৩ মিনিটে। উল্টোদিকে থেকে শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বরের মেট্রোও একই সময়ে। আবার ক্ষুদিরাম থেকে দমদমের শেষ মেট্রো রাত ৯ টা ৪৪ মিনিটে।
অন্যদিকে , গ্রিন লাইনে ৬২ টি আপ ও ৬২ টি ডাউন মিলিয়ে এই চার রবিবার ১২৪টি মেট্রো চালানো হবে। সাধারণ দিনে যেখানে ১০৮টি ট্রেন চলে। গ্রিন লাইনে বিকেল ৪ টে থেকে ২ মিনিট থেকে রাত ৮ টা ৩০ মিনিট পর্যন্ত ১৫ মিনিটের বদলে প্রতি ১০ মিনিট অন্তর মেট্রো পরিষেবা মিলবে।
সল্টলেক সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দানের প্রথম মেট্রো সকাল ৯টা ২ মিনিটে। হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভের প্রথম মেট্রো সকাল ৯ টায়। সিটি সেন্টার থেকে হাওড়া ময়দানগামী প্রথম মেট্রো সকাল ৯ টায়।
একইভাবে , সল্টলেক সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দানের শেষ মেট্রো রাত ৯ টা ৫৫ মিনিটে।হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভের শেষ মেট্রো রাত ৯টা ৫৫ মিনিটে। আবার , হাওড়া ময়দান থেকে সেন্ট্রাল পার্কের শেষ মেট্রো রাত ১০টা ৫ মিনিটে।
উল্লেখ্য , ইয়েলো লাইনে এই রবিবারগুলিতে স্বাভাবিক পরিষেবা চালু থাকবে। তবে অরেঞ্জ লাইন ও পার্পল লাইনে আগের মতোই কোনও মেট্রো চলবে না। তবে গ্রিন ও ব্লু লাইনে বাড়তি পরিষেবা পাওয়ায় বিশেষ সুবিধে পাবেন যাত্রীরা।
ইনচার্জদের তালিকায় শমীক ঘনিষ্ঠরা
বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে ইডির দায়ের করা মামলার শুনানি
শুক্রবার শিলিগুড়ি সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী
কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে চলছে তল্লাশি অভিযান
কুয়াশার সতর্কতা জারি হাওয়া অফিসের
আগামী ২৭ জানুয়ারি থেকে শুরু হবে সাক্ষ্যগ্রহণ
রঞ্জিত মল্লিকের হাতে উন্নয়ন পাঁচালি তুলে দেন অভিষেক
ইমনকে সঙ্গে নিয়ে কালীঘাটে মুখ্যমন্ত্রী
বৃদ্ধ অসুস্থদের জন্য সহানুভূতির আবেদন দেবের
আইপ্যাক কাণ্ডে তৃণমূলের মামলা নিষ্পত্তি আদালতের
সমাজমাধ্যমে মুখ্যমন্ত্রীকে তোপ শুভেন্দুর
১০ টি ইঞ্জিন মিলে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে
আক্রান্ত দুজনকে বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি করা হয়েছে
শীতের আমেজ সরস্বতী পুজোয়
চাইলে বাড়িতে হতে পারে টুটু বোসের SIR শুনানি
ভারতীয় নাগরিকদের সতর্কবার্তা দূতাবাসের
পরিবারের সঙ্গে মাত্র ১০ মিনিট দেখা করার অনুমতি
সোশ্যাল মিডিয়ায় মুহূর্তের মধ্যে ভাইরাল ভিডিও
‘নো বোট নো ভোট’
নিউ ইয়র্কের জেলে বন্দি মাদুরো