নিজস্ব প্রতিনিধি , কলকাতা - মাদ্রাসা টিচার্স অ্যাসোসিয়েশন (পূর্বতন বেঙ্গল মাদ্রাসা টিচার্স ফোরাম)-এর পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর উদ্দেশে মিছিল ও ডেপুটেশন প্রদান করা হল। মঙ্গলবার সকালে শিয়ালদা স্টেশন চত্বরে জমায়েত করে সংগঠনের সদস্যরা নবান্নের উদ্দেশে মিছিল বার করেন। তবে ধর্মতলায় পৌঁছনোর পর পুলিশের অনুমতি না থাকায় মিছিলটি সেখানেই শেষ করতে বলা হয়।
সূত্রের খবর, সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয়েছে, রাজ্যের ২৩৫টি রিকগনাইজড আন-এইডেড মাদ্রাসা গত ১২ বছর ধরে সরকারি সহায়তা থেকে বঞ্চিত। এই প্রতিষ্ঠানগুলিতে প্রায় ৪৫ হাজার ছাত্রছাত্রী পড়াশোনা করছে, কিন্তু তারা মিড-ডে মিল, পোশাক, জুতো, ব্যাগ বা অন্য কোনো সরকারি প্রকল্পের সুবিধা পাচ্ছে না। শিক্ষকদের অভিযোগ, এইভাবে চলতে থাকলে মাদ্রাসাগুলো ধীরে ধীরে বন্ধ হয়ে যাবে।
তাদের বক্তব্য, ২০২১ সালের বাজেট অধিবেশনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন যে এই ২৩৫টি মাদ্রাসাকে “এইডেড” করা হবে। কিন্তু প্রায় পাঁচ বছর পেরিয়ে গেলেও সেই ঘোষণার বাস্তবায়ন হয়নি। এতে যেমন শিক্ষক-শিক্ষিকারা আর্থিকভাবে বিপাকে পড়েছেন, তেমনি শিক্ষার্থীরাও বঞ্চিত হচ্ছেন নানা সুযোগ সুবিধা থেকে।
মিছিলে সংগঠনের দাবিগুলি ছিলো, ছাত্রছাত্রীদের জন্য মিড-ডে মিল, পোশাক, জুতো ও ব্যাগসহ সরকারি সুবিধা চালু করা। মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকাদের বেতন বৃদ্ধি ও নির্দিষ্ট বেতন স্কেল প্রয়োগ করা, সিনিয়র ও হাই মাদ্রাসার বঞ্চিত শিক্ষকদের বেতন প্রদান, অবসরকালীন বয়সসীমা ৬০ থেকে ৬৫ বছর করা এবং পেনশন বা ভাতা সুবিধা চালু করা, চাকরিরত অবস্থায় কোনো কর্মী মৃত্যুবরণ করলে পরিবারের একজনকে চাকরির সুযোগ দেওয়া, শিক্ষকদের জন্য বিশেষ প্রশিক্ষণ এবং মাদ্রাসাগুলির পরিকাঠামো উন্নয়নের জন্য সরকারি গ্রান্ট বরাদ্দ করা।
মাদ্রাসা শিক্ষক সংগঠনের রাজ্য সভাপতি ফুরসত শেখ জানান, “আমরা মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করছি, আপনি যেভাবে ২০২১ সালে ঘোষণা করেছিলেন, সেই অনুযায়ী দ্রুত পদক্ষেপ নিন। কেননা আজকের বাজারে ওই টাকায় বেঁচে থাকা কঠিন হয়ে পড়েছে। সংখ্যালঘুদের শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে এই মাদ্রাসাগুলোকে রক্ষা করা এখন অত্যন্ত জরুরি। নইলে হাজার হাজার ছাত্রছাত্রীর ভবিষ্যৎ অন্ধকারে হারিয়ে যাবে।”
রাজ্যে বেকারত্ব, দুর্নীতি ও নারী নির্যাতন নিয়ে সরব বিজেপি রাজ্য সভাপতির সাংবাদিক সম্মেলন
উত্তরবঙ্গে বিপর্যস্ত মানুষের পাশে দাঁড়াতে ত্রাণ সংগ্রহ এসএফএইয়ের
পুলিশ কমিশনারেটকে নির্দেশ হাইকোর্টের
মৃতদের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ মুখ্যমন্ত্রীর
স্বজনহারাদের খোঁজ নেন মমতা
১৬ অক্টোবর মামলার শুনানি
মহিলা সুরক্ষায় লঙ্কার গুঁড়ো বিতরণ
২৬ অক্টোবরের পর অন্ধ্রে ভারী বৃষ্টির আশঙ্কা
ধর্ষনের ফলে একাধিকবার অন্তসত্ত্বা হয়ে পড়ে নাবালিকা
আগামী ১৩ ই ডিসেম্বর কলকাতায় আসছেন মেসি
হনুমন্ত কথা বাতিল হল ধীরেন্দ্র শাস্ত্রীর
আগামী শুক্রবার মামলার পরবর্তী শুনানির দিন স্থির করা হয়েছে
জ্বর না কমায় হাসপাতালে চিকিৎসাধীন শমীক ভট্টাচার্য
নিম্নচাপের জেরে কিছুটা আর্দ্রতাজনিত আবহাওয়া বিরাজ করবে
আদালতে ১০ দিনের পুলিশ হেফাজতে ধৃত রাজীব, তদন্তে উঠে আসছে আন্তঃরাজ্য প্রতারণা চক্রের যোগ
ইজরায়েল-হামাস যুদ্ধে নয়া মোড়
ট্রাম্পের নোবেল হাতছাড়া হওয়ার ক্ষতে প্রলেপ
বিক্ষোভ রুখতে নির্মম দমননীতির পথ বেছে নিয়েছে শাহবাজ শরিফের প্রশাসন
স্বাভাবিক ছন্দে ফিরতে চলেছে গাজা
হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ প্রশাসনের