নিজস্ব প্রতিনিধি , হুগলী - দুর্গাপুজোর মেতে উঠেছে বাঙালি। শহর থেকে মফস্বল সেজে উঠেছে উৎসবের রঙে। শ্রীরামপুরে শতবর্ষেরও প্রাচীন দুর্গাপুজোর উদ্বোধন করলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি, বাংলার দুর্গাপুজোর মহিমা উপভোগ করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমন্ত্রণও জানান তিনি।
সূত্রের খবর, শ্রীরামপুরের ৫ ও ৬ নম্বর পল্লীগোষ্ঠী ও ব্যবসায়ী সমিতির দুর্গাপুজো এবার পৌঁছল ১১২ বছরে। এই বছরের তাদের থিম কোনারকের সূর্য মন্দির। পুজো মণ্ডপে থিমের ছোঁয়া থাকলেও মায়ের প্রতিমায় রয়েছে সাবেকিয়ানার সাজ। ষষ্ঠীর সন্ধ্যায় প্রধান পৃষ্ঠপোষক হিসেবে মণ্ডপে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর দেওয়া উপহার , সি-গ্রীন রঙের পাঞ্জাবী পরে তিনি মণ্ডপে ফিতে কেটে প্রদীপ প্রজ্বলন করে আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
উদ্বোধনের মঞ্চ থেকেই প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, 'বাংলার দুর্গাপূজা কেবল উৎসব নয়, মানুষের আবেগ। প্রধানমন্ত্রীকেও পুজোতে স্বাগত জানাই। তিনি এসে দেখুক এই আনন্দ। কেমন হয় বাংলার দুর্গাপুজো। এই উন্মাদনা নিজের চোখে দেখে যান।'
সম্প্রতি প্রধানমন্ত্রী সম্প্রতি মন কি বাতে দাবি করেছিলেন, দুর্গাপুজোয় ইউনেস্কোর স্বীকৃতি এসেছে কেন্দ্রের প্রচেষ্টায়। সেই প্রসঙ্গে কল্যাণের কটাক্ষ, 'বাংলায় মোদির জন্মের বহু আগে থেকেই দুর্গাপূজা হচ্ছে। দুর্গাপুজো হচ্ছে বাঙালির আবেগ এর জন্য সারাবছর মানুষ অপেক্ষা করে থাকে। সারা বিশ্বে ছড়িয়ে এই দুর্গাপুজো। সব থেকে বড় উৎসব। কমিটি অনুযায়ী শ্রেষ্টত্ব প্রমাণ হয় আর সেখানে মোদি নেই। ওনার স্বভাবই যা কিছু হয় তার কৃতিত্ব নেওয়া। সেটা অপারেশন সিঁদুর হোক বা চন্দ্রযান।
একইসঙ্গে, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সোনার বাংলা বক্তব্যেরও পাল্টা আক্রমণ শানান কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ' বাংলায় সবার আমন্ত্রণ আছে সবাই আসতেই পারে। কিন্তু বাংলার বাইরে সবার আমন্ত্রণ নেই। সেখানে গিয়ে বাংলায় কথা বললে বাংলাদেশি বলে ছুঁড়ে ফেলে দেওয়া হয়। এর আগেও এসেছে, পরেও আসবে। যতবার আসবে ততবারই হারবে।'
রাস্তার সিসিটিভি খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে পুলিশ
পাথর বোঝাই ট্রাক থেকে ঘুষ নেওয়ার অভিযোগ
রাতেই থানায় লিখিত অভিযোগ দায়ের ও অভিযুক্ত গ্রেফতার
২২ ফুট উচ্চতার বড়মা কালীর নিত্যপুজো ও মানত পূরণের ভক্তি
বুধবার আদালতে পেশ করা হবে নির্যাতিতার সহপাঠীকে
সোশ্যাল মিডিয়ায় তোপ বিজেপি বিধায়িকার , সাবিনার মন্তব্যে রাজ্য রাজনীতিতে নতুন বিতর্ক
মালদহের রথবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান শামসুন নেহার অভিযোগ করলেন, দলেরই একাংশের চক্রান্তে প্রাণনাশের হুমকি, স্বামীর উপর হামলার পর আতঙ্কে দিন কাটছে তাঁর
শিলিগুড়ির অন্যতম আকর্ষণ এই পুজো
অন্যান্য বছরের তুলনায় দাম বেড়েছে প্রদীপের
মন্দির ঘিরে রয়েছে নানা অলৌকিক কাহিনী
সভামঞ্চে ডাকা হয়নি মহিলা নেত্রীদের, জেলা নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়া কর্মীদের কান্না – প্রকাশ্যে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব
“আমি অ্যাক্সিডেন্টাল বিধায়ক, রাজনীতিবিদের চেয়ে অভিনেতা হিসেবেই থাকতে চাই” - বিজয়া সম্মেলনীর মঞ্চে অকপট চিরঞ্জিৎ চক্রবর্তী
দলীয় কর্মীদের মনোবল বাড়াতে ভোটের আগে মালদহ সফর শুভঙ্কর সরকারের
পুলিশের তোলাবাজির ঘটনায় উত্তাল সিউড়ি
ধৃতের সংখ্যা বেড়ে ৬
ইজরায়েল-হামাস যুদ্ধে নয়া মোড়
ট্রাম্পের নোবেল হাতছাড়া হওয়ার ক্ষতে প্রলেপ
বিক্ষোভ রুখতে নির্মম দমননীতির পথ বেছে নিয়েছে শাহবাজ শরিফের প্রশাসন
স্বাভাবিক ছন্দে ফিরতে চলেছে গাজা
হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ প্রশাসনের