নিজস্ব প্রতিনিধি , কলকাতা - মাঠে যেমন রিচা , স্মৃতিরা বীরত্ব দেখাতে পারে ঠিক তেমনই একঘেয়েমি কাটিয়ে ঘরের মা বোনেরাও ক্রিকেটের ব্যাট বল হাতে তুলে নিতে পারে। গত তিন বছর ধরে তেমনই একটি উদ্যোগ নিয়েছে DCN পরিবার। ডায়মন্ড সিটির সকল অ্যাপার্টমেন্টের পরিবারকে নিয়ে আয়োজিত হয়েছে পরিবার প্রিমিয়ার লিগ। যেখানে কোনো বয়সভিত্তিক ক্রিকেট নয় , বরং ৮-৮০ সকলেই অংশগ্রহণ করেন। শুক্রবার এই ক্রিকেট লিগের শুভ উদ্বোধনে উপস্থিত ছিলেন বাংলার রঞ্জি দলের বোলিং কোচ শিবশঙ্কর পাল।

নাগেরবাজার থেকে কিছুটা দূরে ডায়মন্ড প্লাজা মলের পেছনে রয়েছে ডায়মন্ড সিটি অ্যাপার্টমেন্ট। সেই অ্যাপার্টমেন্টের মা বোন, ভাই , দাদা সকলকে নিয়েই এই ক্রিকেট লিগ। যেখানে সকলেই স্বেচ্ছায় অংশগ্রহণ করেন। তিন দিনব্যাপী এই ক্রিকেট টুর্নামেন্টের আমেজ এতটাই সুন্দর যেন দেখে মনে হবে এক উৎসব। হ্যাঁ , উৎসবই বটে। মা, বোন , ভাইদের হাসি থেকেই স্পষ্ট তারা কতটা উপভোগ করে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।
৮ থেকে ৮০ সব বয়সের মানুষেরাই এই ক্রিকেট টুর্নামেন্টে অংশ নেন। মোট ১৮ টা দল নিয়ে আয়োজিত হয় ৪৮ টি ম্যাচ। ৬ টি দল আছে ৪০ বছরের ঊর্ধ্বে। ৩ টি ছেলেদের। ৩ টি রয়েছে মহিলাদের। এছাড়া বাকি ৩ টি রয়েছে খুদেদের। অ্যাপার্টমেন্টের মহিলারা শুধু এই তিনদিন নয় , গত একমাস ধরে এই টুর্নামেন্টের জন্য সময় বের করে প্রস্তুতি নিচ্ছেন। প্রত্যেকটি দলের আলাদা নামসহ তাদের জার্সি নির্ধারণ করা হয়েছে। টুর্নামেন্টকে আরও সাফল্যমণ্ডিত করে তুলতে , সকলের আগ্রহ আরও বাড়িয়ে দিতে প্রত্যেকটি ম্যাচে সেরার পুরস্কার রাখা হয়েছে। এমনকি গোটা টুর্নামেন্টের সেরা বোলার , সেরা ব্যাটার-সহ ম্যান অফ দি সিরিজের পুরস্কার রয়েছে।

টুর্নামেন্টের উদ্বোধনী দিনে উপস্থিত ছিলেন বাংলার বোলিং কোচ শিবশঙ্কর পাল। তিনি সকল মহিলা প্রতিযোগীদের উদ্দেশ্যে বলেছেন , "সবসময়ই তো হাতাখুন্তির মধ্যে দিন চলে যায়। সেই জায়গা থেকে একটু খেলাধুলার সুযোগ পেলে কার না ভালো লাগে। একঘেয়েমি থেকে বেরিয়ে আসতে এমন একটি সুন্দর প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে। যেখানে এসে আমার দারুণ লাগছে। সকল মা বোনেদের বলব আপনারা সময় করে একটু খেলাধুলার সঙ্গে যুক্ত থাকুন। সন্তানদেরও মাঠমুখী করে তোলার চেষ্টা করুন। এই টুর্নামেন্টের জন্য সকলকে আমার অনেক শুভেচ্ছা। শুধু মজা নয় , প্রতিযোগিতার আকারেও খেলা হবে তাই সকলেই নিজেদের খেয়াল রেখে খেলাধুলা করুন। এই পরিবেশে এসে সত্যিই ভাল লাগছে।"
টুর্নামেন্টে অংশগ্রহণকারী ছোটদের জন্য বাংলার বোলিং কোচের উপদেশ , "রোজের কার্যক্রমের মাঝখান থেকে ১ ঘণ্টা হলেও খেলাধুলায় দাও। সেটা যে খেলাই হোক না কেন। ৭ ঘণ্টা অবশ্যই ঘুমাতে হবে। এছাড়া প্রায় ৬ ঘণ্টা বিদ্যালয়ে কেটে যায়। এরপর যদি বাকি সময়ের মধ্যে সঠিকভাবে সবকিছু ঠিক করা যায় তাহলেই খেলার সময় বেরিয়ে আসবে।খেলাধুলা করলে শরীর , মন সবকিছুই ভাল থাকে। সবথেকে বড় ব্যাপার অনেকটাই ফিট হতে হবে। সবরকম পরীক্ষার জন্য আগে থেকে প্রস্তুতি দরকার। বিরাট কোহলি বাইরে থাকলেও সিরিজের আগে ঠিকই নেটে অনুশীলন করতে চলে আসে। ঠিক তেমনই সকলকে অনুশীলন করতে হবে। তাহলেই সবাই সফল হবে।"

প্রতিযোগিতার অন্যতম প্রধান উদ্যোক্তা সঞ্জয় পাসারি বলেছেন , "প্রতিযোগিতা আয়োজন করার শুরু থেকেই আমরা সকলের সহযোগিতা পেয়েছি। এখন টার্ফ টুর্নামেন্ট অনেক বেড়ে গেছে। তাই সেই আকারেই এই টুর্নামেন্টের আয়োজন করেছি আমরা। সকলেই খুব আনন্দের সঙ্গে ওই টুর্নামেন্টে অংশ নেয়। আমাদের ডায়মন্ড সিটির পরিবেশকে আরও উন্নত করে তোলে।"

টুর্নামেন্টের অন্যতম আয়োজক সুরাজ রাজগরিয়া বলেছেন , "এমন নয় যে প্রত্যেকে জোর করে খেলছে , সকলেই স্বেচ্ছায় খেলতে এসেছে। মা বোনেরা ভীষণই মজা করে এই টুর্নামেন্টে অংশগ্রহণ করে। আমি যেহেতু ছোটবেলা থেকে এখনও অবধি ক্রিকেট খেলছি আমি জানি খেলাধুলার গুরুত্বটা ঠিক কতটা। এমনকি একমাস আগে থেকে অনুশীলনের আয়োজন করেছি আমরা। আমি সকল মহিলাদের ক্রিকেট শেখাই। প্রথম বছর ৬ ওভারে ১৬-২০ রান হত। এই বছর মহিলারা অনুশীলন ম্যাচে ৫৪-৬০ রান করেছে। বোঝাই যাচ্ছে তারা খেলাটা কতটা মন দিয়ে উপভোগ করছেন। আমি সকলকেই বলেছিলাম এই বছর মহিলাদের খেলাটা দেখার মত হবে। সেই আশাতেই আছি। এছাড়া বাচ্চাদের মধ্যেও ক্রিকেটের জনপ্রিয়তা প্রচুর। অ্যাপার্টমেন্টের অনেক বাচ্চাই ক্রিকেট শেখে।"
ওপার বাংলায় হিন্দু অত্যাচারের পরই ক্রমশ খারাপ হয়েছে ভারত বাংলাদেশ সম্পর্ক
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ সম্মান জানানো হবে ফেডেরারকে
ভাল প্রদর্শন করলে বিশ্বকাপের দরজা খুলে যেতে পারে আইয়ারের
মহাকালেশ্বর মন্দিরে বিরাটের ভিডিও রীতিমত ভাইরাল সোশ্যাল মিডিয়ায়
একাধিক ব্যাটারকে টপকে তৃতীয় স্থানে বিরাট
১৪ টি দল নিয়েই শুরু হচ্ছে আইএসএল
একসময় নিয়মিত আফগানিস্তানের বোলিং বিভাগকে নেতৃত্ব দিতেন শাপুর
আগামী ১৫ ই ফেব্রুয়ারি মুখোমুখি হবে দুই চিরশত্রু
দুটি কিডনি হারিয়ে প্রায় মৃত্যুর মুখে আকাশ
দুই পক্ষই সিদ্ধান্তে বহাল থাকায় জল গড়িয়েছে বহুদূর
আইএসএলের মঞ্চে ছন্দহীন ফুটবলার খেলাতে নারাজ ইস্টবেঙ্গল
ম্যাচ শেষে দিল্লির দূষণ নিয়েও সমস্যায় কিয়ান
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬২ বছর
নাজমুলের স্পষ্ট বক্তব্য হজম করতে পারেননি ক্রিকেটাররা
রশিদদের ওপর এবার বড় সিদ্ধান্ত
হাদির মৃত্যুতে গর্জে ওঠেন ওমর
হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে
দিনভর বৈঠকের পরও একতরফা আসন ঘোষণা জামাতের
পাকিস্তানের মাথাব্যাথার কারণ টিটিপি
গত ২৮ ডিসেম্বর থেকে বিদ্রোহের আগুনে জ্বলছে ইরান