নিজস্ব প্রতিনিধি , কলকাতা - কালীপুজো ও দীপাবলির আগেই আনুষ্ঠানিকভাবে শুরু হল ধর্মতলার ঐতিহ্যবাহী বাজি বাজার। বৃহস্পতিবার শহিদ মিনারে বাজারের উদ্বোধনে হাজির হয়ে নিষিদ্ধ বাজি নিয়ে কড়া সতর্কবার্তা দিলেন কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা।
সূত্রের খবর, আসন্ন উৎসবের মরশুমে শহরজুড়ে উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে। সেই আবহেই বৃহস্পতিবার থেকে আনুষ্ঠানিকভাবে চালু হল ধর্মতলার বাজি বাজার। এদিন বাজার ঘুরে দেখেন নগরপাল মনোজ ভার্মা। কলকাতা পুলিশের তরফে স্পষ্টভাবে জানানো হয়েছে, মোট ১,৪০৩টি বাজি প্রস্তুতকারক সংস্থার তৈরি বাজিকেই বৈধ বলে গণ্য করা হবে। বাজি বাজারে কোনও অবস্থাতেই নিষিদ্ধ বাজি বিক্রি করা যাবে না। প্রতিটি দোকানের মধ্যে যথাযথ দূরত্ব বজায় রাখা হচ্ছে কিনা, তাও কড়া নজরে থাকবে।

ধর্মতলার শহিদ মিনারে এই বছর মোট ৩৭টি স্টল স্থাপন করা হয়েছে। আগামী ২১ অক্টোবর পর্যন্ত চলবে এই বাজার, যা পরিচালনার দায়িত্বে রয়েছে বড়বাজার ফায়ারওয়ার্কস ডিলারস অ্যাসোসিয়েশন। ক্রেতা ও বিক্রেতা উভয়ের নিরাপত্তার স্বার্থে কলকাতা পুলিশ বিশেষ নজরদারি চালাবে বলে জানানো হয়েছে।
এই প্রসঙ্গে কলকাতা পুলিশ কমিশনার মনোজ বর্মা বলেন, 'গতবছর আমাদের যা অভিজ্ঞতা আছে সেই মোতাবেক দূষণ অনেকটাই কমেছে। আশা করছি এই বছরেও অনেকটাই রোধ করা সম্ভব হবে। তবে আমাদের পক্ষ থেকে যতটা সতর্কতা অবলম্বন করা সম্ভব আমরা করছি। ইতিমধ্যেই, বেশ কয়েকটি বাজির দোকান বন্ধ করা হয়েছে। তাদের বিরুদ্ধে কেসও হয়েছে। শুধুমাত্র পরিবেশবান্ধব ও বৈধ সবুজ বাজি বিক্রির অনুমতি দেওয়া হয়েছে।'
নগরপাল আরও জানান, ' পুলিশের পক্ষ থেকে সমস্ত বড় বড় বিল্ডিং , বাড়ি সমস্ত জায়গায় গিয়েই সতর্কতা চালানো হবে। পাশপাশি, সোশ্যাল মিডিয়ায়ও সতর্কতা জারি থাকবে। বাচ্চা, বয়স্ক, মহিলাদের যাতে করে কোনোরকম কোনো অসুবিধা না হয় সেদিকটা বিশেষ করে লক্ষ্য রাখতে হবে। সবাইকেই সতর্ক থাকার বার্তা দেওয়া হয়েছে। ফানুশ নিয়ে দমকল বিভাগের একটা নিষেধাজ্ঞা তো জারি করাই আছে।'
বাংলার পরীক্ষার্থীদের শুভেচ্ছাবার্তা মুখ্যমন্ত্রীর
রাতারাতি অস্ত্রোপচার করা হয় কুকুরটির
পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠি কমিশনের
রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে এলাকায়
কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে গোটা এলাকা
আগামী ১৯ জানুয়ারি হাজিরা দেওয়ার নির্দেশ
ইনচার্জদের তালিকায় শমীক ঘনিষ্ঠরা
বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে ইডির দায়ের করা মামলার শুনানি
শুক্রবার শিলিগুড়ি সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী
কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে চলছে তল্লাশি অভিযান
কুয়াশার সতর্কতা জারি হাওয়া অফিসের
আগামী ২৭ জানুয়ারি থেকে শুরু হবে সাক্ষ্যগ্রহণ
রঞ্জিত মল্লিকের হাতে উন্নয়ন পাঁচালি তুলে দেন অভিষেক
ইমনকে সঙ্গে নিয়ে কালীঘাটে মুখ্যমন্ত্রী
বৃদ্ধ অসুস্থদের জন্য সহানুভূতির আবেদন দেবের
ভারতীয় নাগরিকদের সতর্কবার্তা দূতাবাসের
পরিবারের সঙ্গে মাত্র ১০ মিনিট দেখা করার অনুমতি
সোশ্যাল মিডিয়ায় মুহূর্তের মধ্যে ভাইরাল ভিডিও
‘নো বোট নো ভোট’
নিউ ইয়র্কের জেলে বন্দি মাদুরো