নিজস্ব প্রতিনিধি , পূর্ব মেদিনীপুর - প্রতিশ্রুতি মিলেছে, চাকরি নয়। এই ক্ষোভেই পাণ্ডবেশ্বর কোলিয়ারির প্রধান গেট আটকে বিক্ষোভে নামেন জমিদাতারা। ২০১৮ সালে জমি দিয়েও এখনও হাতে আসেনি প্রতিশ্রুত চাকরি, তাই পরিবহন ও কনভেয়ার বেল্ট বন্ধ রেখে শুরু হয়েছে আন্দোলন।

সূত্রের খবর, পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বর কোলিয়ারিতে মঙ্গলবার সকাল থেকে শুরু হয় উত্তেজনা। কোলিয়ারির প্রধান গেট আটকে বিক্ষোভে নামলেন জমিদাতারা। তাদের দাবি, ২০১৮ সালে ইসিএল সিবি অ্যাক্টের মাধ্যমে জমি নেওয়া হয়েছিল মোট ২২ জন জমিদাতার কাছ থেকে। তখনই প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল জমির বিনিময়ে চাকরির। কিন্তু এতদিন কেটে গেলেও সেই প্রতিশ্রুতি রক্ষিত হয়নি।
জমিদাতা পবন ব্যানার্জি বলেন, “আমরা ২২ জন জমিদাতা ২০১৮ সালে ইসিএল-এর হাতে জমি দিয়েছিলাম। তখন স্পষ্ট প্রতিশ্রুতি ছিল জমির বিনিময়ে প্রত্যেককে চাকরি দেওয়া হবে। সাত বছর পার হয়ে গেল, কিন্তু এখনও আমরা শুধু আশ্বাসই শুনছি। পরিবারের ভরনপোষণের জন্য এই চাকরি আমাদের একান্ত প্রয়োজন।”
আরেক জমিদাতা রানা গোস্বামীর অভিযোগ, “কোলিয়ারির আধিকারিকেরা বারবার বৈঠক ডেকে বলেছেন কাজ হবে, কিন্তু বাস্তবে কিছুই ঘটেনি। তাই বাধ্য হয়ে আজ আমরা গেট বন্ধ করে আন্দোলনে নামতে বাধ্য হয়েছি।”
অন্যদিকে, আন্দোলনকারীদের পাশে এসে দাঁড়ান দুর্গাপুর ফরিদপুর ব্লক সভাপতি শতদ্বীপ ঘটক। তিনি বলেন, “জমিদাতাদের এই দাবি একেবারেই ন্যায্য। ইসিএল কর্তৃপক্ষ প্রতিশ্রুতি দিয়ে কথা রাখেনি। আমরা শ্রমিক সংগঠন ও দলীয় স্তর থেকে তাদের পাশে আছি এবং দাবি মানা না হলে আরও বড় আন্দোলন হবে।”

শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি ও কে কে এস সির- এরিয়া সেক্রেটারি বিন্দু দেব জসও হুঁশিয়ারি দিয়ে বলেন, “যতদিন না প্রতিশ্রুতি পূরণ হচ্ছে, এই আন্দোলন চলবে। প্রয়োজনে আমরা বৃহত্তর কর্মসূচি নেব। জমিদাতাদের কড়া বার্তা দিয়ে তিনি বলেন, দ্রুত চাকরির ব্যবস্থা না হলে আগামী দিনে আরও বড় বিক্ষোভ হবে, এমনকি আমরণ অনশনেও বসতে পিছপা হবেন না তারা।
ফারাক্কার পর চাকুলিয়ায় তুমুল উত্তেজনা
নির্বাচন কমিশনের গাইডলাইন অমান্য করে বেপরোয়া কাজের অভিযোগ BLOর বিরুদ্ধে
রাজনীতিতে নন্দীগ্রাম থেকে হাতেখড়ি দেবদীপের
ইচ্ছাকৃতভাবে খুনের অভিযোগ গাড়ি চালকের বিরুদ্ধে
এলাকাবাসীদের দাবি রাতের অন্ধকারে পরিকল্পিতভাবে এই কাজ করা হয়েছে
বৃহস্পতিবার থেকে নন্দীগ্রামে শুরু হচ্ছে সেবাশ্রয় ক্যাম্প
বুধবার বৃদ্ধকে SIR শুনানির জন্য ডাকা হয়
পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছান বিধায়ক মনিরুল ইসলাম
পুরপিতাহীন পুরসভায় দীর্ঘদিন ধরে বেতন না মেলায় ক্ষোভে ফেটে পড়লেন সাফাইকর্মীরা
মুর্শিদাবাদে SIR নিয়ে বিক্ষোভ BLO দের
তিন যুবকের বিরুদ্ধে নৃশংস অত্যাচারের অভিযোগ
চোখের সামনে নদীগর্ভে তলিয়ে গেল ফসলসহ একাধিক চাষযোগ্য জমি
পুণ্যলগ্নের আগেই ৬০ লক্ষ পুণ্যার্থী, দাবি মন্ত্রী অরূপ বিশ্বাসের
৩০০ বেশি ছাত্র-ছাত্রী নিয়ে একটি ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন
আগামী ১৮ জানুয়ারি সিঙ্গুরে সভা করতে চলেছেন প্রধানমন্ত্রী
ভারতীয় নাগরিকদের সতর্কবার্তা দূতাবাসের
পরিবারের সঙ্গে মাত্র ১০ মিনিট দেখা করার অনুমতি
সোশ্যাল মিডিয়ায় মুহূর্তের মধ্যে ভাইরাল ভিডিও
‘নো বোট নো ভোট’
নিউ ইয়র্কের জেলে বন্দি মাদুরো