নিজস্ব প্রতিনিধি , কলকাতা - SIR ফর্ম জমা নেওয়ার সময়সীমা বাড়তেই নতুন করে বিতর্কের কেন্দ্রবিন্দুতে এল রাজ্য নির্বাচন কমিশনের কার্যপ্রণালী। গুরুতর অভিযোগ নিয়ে সোমবার মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে হাজির হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার অভিযোগ, মাত্র তিন দিনে রাতারাতি বিপুল সংখ্যক সন্দেহজনক এন্ট্রি হয়েছে।
আগামী ১১ ডিসেম্বর পর্যন্ত SIR ফর্ম জমা দেওয়ার সময়সীমা বাড়িয়েছে নির্বাচন কমিশন। এদিকে কাজ প্রায় শেষ পর্যায়ে পৌঁছতেই শুভেন্দু অধিকারী দাবি করছেন, ' ২৬, ২৭ ও ২৮ নভেম্বরের BLO দের চাপ দিয়ে তাদের কাছ থেকে OTP নিয়ে আইপ্যাক সমস্ত বাংলাদেশি ও মৃত ভোটারদের নাম রেখে দিয়েছে। ১৭ হাজার ১১১ বুথের অভিযোগ সিরিয়াল নম্বর , ডাটা সিইওকে দিয়েছি।' তার দাবি, সমস্ত এন্ট্রি আধুনিক পদ্ধতিতে পর্যবেক্ষকদের দিয়ে অডিট করাতে হবে।
শুভেন্দুর দাবি, এই বিপুল এন্ট্রি প্রক্রিয়ায় যুক্ত ছিলেন এইআরও, ইআরও এবং ভোটকুশলী সংস্থা আইপ্যাক। এটা বড়সড় একটা স্ক্যাম। এখানে সমস্ত এন্ট্রিটা সিসিটিভি পর্যবেক্ষণের মধ্যে করতে হবে।' পাশাপাশি প্রশ্ন তুলেছেন ইআরও নিয়োগ নিয়েও। সারা দেশে যেখানে এসডিও-দেরই ইআরও করা হয়, সেখানে পশ্চিমবঙ্গে ল্যান্ড অফিসারকে দায়িত্ব দেওয়া হল কেন তাও জানতে চান তিনি। তার বক্তব্য, ERO হিসেবে কেবল বিসিএস ও আইএএস অফিসারদেরই দায়িত্ব দেওয়া উচিত।
বিরোধী দলনেতার অভিযোগ আরও বিস্তৃত। তার দাবি, SIR মাধ্যমে বহু বাংলাদেশি মুসলমান ও মৃত ব্যক্তির নাম ভোটার তালিকায় ঢোকানো হয়েছে। এই ইস্যুতে সোমবার সিইও দফতরে ডেপুটেশন দেন বিজেপি বিধায়করা। এদিন বিরোধী দলনেতা নেতৃত্বে সিইও দফতরে ডেপুটেশন দিলেন বিজেপি বিধায়করা।
অন্যদিকে, দফতরের বাইরে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। তৃণমূলপন্থী বিএলও-দের বিক্ষোভ আচমকাই চরম আকার নেয়। দফায় দফায় স্লোগান ও বচসায় উত্তেজনা ছড়িয়ে পড়ে সিইও দফতরের চত্বরজুড়ে। সিইও দফতর থেকে বেরিয়ে পাল্টা তৃণমূল পন্থী BLO দের উদ্দেশ্যে 'চোর চোর' স্লোগান দিতে শোনা যায় শুভেন্দু অধিকারীকে।
শনিবার সমাজমাধ্যমে পোস্ট করে সরব হয়েছেন শুভেন্দু অধিকারী
বিরাট দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন যাত্রীরা
শনিবার মালদহের সভায় থাকছেন না দিলীপ ঘোষ
ঘন কুয়াশার সতর্কতা জারি
২ দিনের বঙ্গ সফরে আসছেন প্রধানমন্ত্রী
মোট ৪ হাজার কোটি টাকারও বেশি প্রকল্পের শিলান্যাস করতে চলেছেন প্রধানমন্ত্রী
শুক্রবার এই বিষয়ে সমাজমাধ্যমে পোস্ট করেন বিরোধী দলনেতা
বিজেপি-তৃণমূলকে আক্রমণ হুমায়ুন কবীরের
মন্দিরতলায় ধর্ণা করার অনুমতি দিয়েছিল আদালত
ঘটনাস্থলে দমকলের ১১ টি ইঞ্জিন
আগামী ৩ ফেব্রুয়ারি I-PAC মামলার পরবর্তী শুনানি
দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছে অভিষেক
সংখ্যালঘুদের শান্ত থাকার আর্জি মুখ্যমন্ত্রীর
শুভেন্দুদের সুপ্রিম নোটিশ
শপথবাক্য পাঠ করান রাজ্যপাল
হাদির মৃত্যুতে গর্জে ওঠেন ওমর
হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে
দিনভর বৈঠকের পরও একতরফা আসন ঘোষণা জামাতের
পাকিস্তানের মাথাব্যাথার কারণ টিটিপি
গত ২৮ ডিসেম্বর থেকে বিদ্রোহের আগুনে জ্বলছে ইরান