নিজস্ব প্রতিনিধি , কলকাতা - দুর্গোৎসবের আবহেই মহানগরের পুজো উদ্বোধনে অংশ নিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শনিবার সকালে সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোর উদ্বোধন করেন অমিত শাহ। সাধারণকে দুর্গাপুজোর শুভেচ্ছা বার্তা দেওয়ার পাশাপশি পরিবর্তনের ডাকও দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।
সূত্রের খবর, শুক্রবার রাতেই কলকাতায় এসে পৌঁছান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। শনিবার সকালে ঘরোয়া বৈঠক শেষে তিনি যান উত্তর কলকাতার সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো উদ্বোধনে। সেখানে পৌঁছনোর সঙ্গে সঙ্গেই বিজেপি কর্মী-সমর্থকরা ‘জয় শ্রী রাম’ ধ্বনি দিয়ে তাকে স্বাগত জানান। সঙ্গে উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য সহ একাধিক নেতৃত্ব।
পুজো মণ্ডপে প্রবেশ করে প্রতিমার সামনে মোমবাতি প্রজ্বলন করে পুজোর উদ্বোধন করেন তিনি। এরপর সরাসরি সভামঞ্চে উঠে পাহেলগাঁও হামলার অডিও-ভিজুয়াল প্রেজেন্টেশন দেখেন তিনি। এরপর রাজ্যের রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি নিয়ে বার্তা দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
প্রথমেই তিনি সাধারণের উদ্দেশ্যে শুভেচ্ছা বার্তা দিয়ে বলেন, ' দুর্গাপুজোয় সকলে অনেক শুভেচ্ছা। বাংলার পুজো এখন শুধু কলকাতা নয় সমগ্র দেশে এমনকি বিদেশের মাটিতেও বেশ খ্যাতি লাভ করেছে। ভারতের এই আদর্শকে পুরো বিশ্ব গ্রহণ করেছে। আগামী ১৫ দিন সমগ্র বাংলার মানুষ ছোট থেকে বড় সকলে আনন্দের সঙ্গে এই পুজোয় অংশ নেয়।'
এরপরেই অমিত শাহের গলায় শোনা যায় পরিবর্তনের সুর। নাম না করে রাজ্য সরকারকে নিশানা করে বলেন, ' ভগবানের কাছে প্রার্থনা করলাম যাতে পরবর্তী নির্বাচনে বাংলায় এমন সরকার আসুক যে বাংলাকে সোনার বাংলা গড়ে তুলতে পারবে। বাংলা আবার সুরক্ষিত, সুজলা, সুফলা হয়ে উঠবে। যাতে আমরা এখানে কবিগুরুর কল্পনার বাংলা এখানে গড়ে তুলতে পারি।'
পাশপাশি, বিদ্যাসাগরের জন্মদিনে তার প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করে অমিত শাহ বলেন, 'বিদ্যাসাগর শুধু বাংলা নয় সমগ্র ভারতে ব্রিটিশ সময়ে শিক্ষা ব্যবস্থায় জন্য তিনি যা করেছেন সেটা কেউ ভোলাতে পারবে না। বাংলা ভাষা, বাঙালির সংস্কৃতি বিশেষ করে মহিলাদের জন্য তার সারাজীবন সমর্পণ করেছে। আমার তরফ থেকে ওনার প্রতি বিনম্র প্রণাম।'
একইসঙ্গে, জলমগ্ন শহরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃতদের প্রতি সমবেদনা জ্ঞাপন করতেও দেখা যায় অমিত শাহকে। তিনি বলেন, ' দুর্গাপুজোর আগেই শহরে জমা জলে প্রায় ১০ জনের অধিক মানুষের মৃত্যু হয়। তাদের প্রতি আমাদের ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে সমবেদনা ও শ্রদ্ধাঞ্জলি ।'
এছাড়াও, মোদির বিকশিত ভারতের প্রসঙ্গ টেনে অমিত শাহ বলেন, ' দুর্গাপুজো বাংলাকে আরও শুভ দিকে নিয়ে যাক। যাতে বাংলার মধ্যে দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিকশিত ভারতের স্বপ্ন পূরণ হতে পারে।'
উৎসবের ভিড় নিয়ন্ত্রণে নতুন প্ল্যাটফর্ম নিয়ম শিয়ালদহে
পরিবেশ দফতর ও NIRI-র প্রতিনিধি অনুপস্থিততে স্থগিত রইলো টেস্টিং প্রক্রিয়া
নির্বাচন কমিশনের বিরুদ্ধে প্রদেশ কংগ্রেসের তোপ
সতর্কবার্তা রাজ্য ড্রাগ কন্ট্রোলের
বদলা চাইলে বদল চাই, রাজ্য সরকাকে নিশানা শুভেন্দু
নোটিশ পাঠিয়ে আধিকারিককে তলব কেন্দ্রীয় সংস্থার
১৬ অক্টোবরের মধ্যে মজুত ওষুধের তালিকা পাঠানোর নির্দেশ স্বাস্থ্য ভবনের
দমদম থেকে ময়দান পর্যন্ত ব্যাহত মেট্রো পরিষেবা
অভিযুক্ত সহপাঠীকে গ্রেফতার করেছে পুলিশ
শিয়ালদা স্টেশন চত্বরে মাদ্রাসা টিচার্স অ্যাসোসিয়েশনের নবান্নের উদ্দেশ্যে মিছিল
রাজ্যে বেকারত্ব, দুর্নীতি ও নারী নির্যাতন নিয়ে সরব বিজেপি রাজ্য সভাপতির সাংবাদিক সম্মেলন
উত্তরবঙ্গে বিপর্যস্ত মানুষের পাশে দাঁড়াতে ত্রাণ সংগ্রহ এসএফএইয়ের
পুলিশ কমিশনারেটকে নির্দেশ হাইকোর্টের
মৃতদের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ মুখ্যমন্ত্রীর
স্বজনহারাদের খোঁজ নেন মমতা
নেপালের পর জেন জি-র বিক্ষোভে সরকার পতন মাদাগাস্কারে
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর
২০১৪ সালে মার্কিন পাসপোর্ট ছিল বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট
বিরল খনিজকে কেন্দ্র করে চীন-আমেরিকার সংঘাত চরমে
চীনের আধিকারিকদের সঙ্গে গোপনে সাক্ষাৎ করার অভিযোগ