নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - বছরের শুরুতেই হঠাৎ স্বাধীনতা- পূর্ব প্রবর্তক জুটমিল বন্ধ হওয়ায় বিক্ষোভে নামলেন শ্রমিকরা। ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়েছে কামারহাটিতে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বেলঘরিয়া থানার পুলিশ। তবে এ বিষয়ে কোনও প্রতিক্রিয়া মেলেনি মালিকপক্ষ থেকে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার কাজে এসে শ্রমিকরা মিলের গেটে একটি নোটিস দেখতে পান। যেখানে লেখা- অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হলো প্রবর্তক জুটমিল লিমিটেড। এই ঘোষণায় কার্যত দিশেহারা হয়ে পড়েন প্রায় ১০০০ কর্মী। কবে দরজা খুলবে, কবে কাজে ফিরতে পারবেন, এই প্রশ্নের উত্তর না পেয়ে ক্ষোভে ফেটে পড়েন তাঁরা।

শ্রমিকদের অভিযোগ, মিল বন্ধের বিষয়ে আগে থেকে কিছুই জানানো হয়নি। কারখানায় পর্যাপ্ত কাঁচামাল রয়েছে, উৎপাদন চলছিল স্বাভাবিকভাবে। তা সত্ত্বেও হঠাৎ এমন সিদ্ধান্তে বাধ্য হয়ে এদিন বিটি রোড অবরোধ করে বিক্ষোভে সামিল হন তাঁরা। ফলে দীর্ঘক্ষণ যান চলাচল ব্যাহত হয়। পরিস্থিতি সামাল দিতে গেলে পুলিশের সঙ্গেও বচসা বাঁধে তাঁদের।
আন্দোলনরত শ্রমিক বিল্টু দত্ত জানান, 'ম্যানেজমেন্ট আমাদের সঙ্গে প্রতারণা করেছে। নতুন বছরের শুরুতেই যখন ছেলেমেয়েদের স্কুলে ভর্তি হয়েছে, তখন কাজ না থাকলে কিভাবে চলবে। ইউনিয়নকেও কিছু জানানো হয়নি। অবিলম্বে কাজ ফিরিয়ে না দিলে আন্দোলন আরও জোরদার হবে'।
সিপিএম রাজ্য কমিটির সদস্য সায়নদ্বীপ মিত্র জানান, 'বহু প্রাচীন এই মিল শ্রমিকদের ত্যাগে টিকে ছিল। তারপরেও তাঁদের ঠকানো হয়েছে। রাজ্য প্রশাসনের নীরবতা প্রশ্ন তুলছে। এর পিছনে কোনও অসাধু উদ্দেশ্য রয়েছে কি না তা খতিয়ে দেখা দরকার। অবিলম্বে কর্মসংস্থান ফিরিয়ে দিতে হবে'।
অন্যদিকে অঞ্চলের কাউন্সিলর বিমল সাহা জানান, 'এই সিদ্ধান্ত অন্যায়ভাবে নেওয়া হয়েছে। সমস্যা যাই থাকুক, শ্রমিক বা রাজ্য সরকারের সঙ্গে আলোচনা করা উচিত ছিল। মিলের মালিক বিজেপির দালাল, তাই এই অন্যায় করতে সাহস পেয়েছে। মিল খোলার জন্য যতদূর যেতে হয়, আমি যাব'।
ফারাক্কার পর চাকুলিয়ায় তুমুল উত্তেজনা
নির্বাচন কমিশনের গাইডলাইন অমান্য করে বেপরোয়া কাজের অভিযোগ BLOর বিরুদ্ধে
রাজনীতিতে নন্দীগ্রাম থেকে হাতেখড়ি দেবদীপের
ইচ্ছাকৃতভাবে খুনের অভিযোগ গাড়ি চালকের বিরুদ্ধে
এলাকাবাসীদের দাবি রাতের অন্ধকারে পরিকল্পিতভাবে এই কাজ করা হয়েছে
বৃহস্পতিবার থেকে নন্দীগ্রামে শুরু হচ্ছে সেবাশ্রয় ক্যাম্প
বুধবার বৃদ্ধকে SIR শুনানির জন্য ডাকা হয়
পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছান বিধায়ক মনিরুল ইসলাম
পুরপিতাহীন পুরসভায় দীর্ঘদিন ধরে বেতন না মেলায় ক্ষোভে ফেটে পড়লেন সাফাইকর্মীরা
মুর্শিদাবাদে SIR নিয়ে বিক্ষোভ BLO দের
তিন যুবকের বিরুদ্ধে নৃশংস অত্যাচারের অভিযোগ
চোখের সামনে নদীগর্ভে তলিয়ে গেল ফসলসহ একাধিক চাষযোগ্য জমি
পুণ্যলগ্নের আগেই ৬০ লক্ষ পুণ্যার্থী, দাবি মন্ত্রী অরূপ বিশ্বাসের
৩০০ বেশি ছাত্র-ছাত্রী নিয়ে একটি ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন
আগামী ১৮ জানুয়ারি সিঙ্গুরে সভা করতে চলেছেন প্রধানমন্ত্রী
ভারতীয় নাগরিকদের সতর্কবার্তা দূতাবাসের
পরিবারের সঙ্গে মাত্র ১০ মিনিট দেখা করার অনুমতি
সোশ্যাল মিডিয়ায় মুহূর্তের মধ্যে ভাইরাল ভিডিও
‘নো বোট নো ভোট’
নিউ ইয়র্কের জেলে বন্দি মাদুরো