নিজস্ব প্রতিনিধি , কলকাতা - শহরে যাতায়াতের অন্যতম মাধ্যম হচ্ছে মেট্রো। সেই মেট্রো এই বছর ৪১ তম বর্ষে পদার্পণ করলো। সেই জন্মদিন উপলক্ষ্যে এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে আয়োজন করা হয় এক সাংস্কৃতিক অনুষ্ঠানের। এই অনুষ্ঠানে মেট্রোর সাফল্য গাথা তুলে ধরা হয়।
সূত্রের খবর, কলকাতা মেট্রো এই বছর ৪১তম জন্মদিন উদযাপন করা হল ধর্মতলা মেট্রো স্টেশনে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেট্রোর জিএম, পিসিওএম সাত্যকি নাথ এবং চিত্র পরিচালক অশোক বিশ্বনাথ। এই অনুষ্ঠান থেকে মেট্রোর জিএম ভবিষ্যৎ মেট্রোর একাধিক প্রকল্পের কথা ঘোষণা করেন। প্রথম থেকেই মেট্রোকে শহরের ‘প্রাণ’ বলা হয়।
অনুষ্ঠান থেকে মেট্রোর জিএম ঘোষণা করেন, ' শহিদ ক্ষুদিরাম মেট্রো স্টেশনের পর ক্রস ওভারের কাজ ছট পুজোর পরেই শুরু করা হবে। আগামী সপ্তাহ থেকেই এই কাজ শুরু হবে। ব্লু লাইনের যে নিয়মিত সমস্যা রয়েছে সেটা নিয়ে রাইটস কাজ করছে। CBTC এর কাজ শুরু করার জন্য অনুমতি নেওয়া হয়েছে। তিন থেকে চার বছরের মধ্যে সমস্যার সমাধান করা হবে।'
একইসঙ্গে , তিনি আরও জানান, ' চিংড়িঘাটার মেট্রোর সম্প্রসারণের কাজ যেটা আটকে ছিল সেটি নভেম্বর মাস থেকে শুরু হবে। নভেম্বরে দ্বিতীয় সপ্তাহ থেকে শুরু হওয়ার কথা। রাজ্য সরকারের সঙ্গে কথা বলে দিনক্ষণ চূড়ান্ত করা হয়েছে। সেক্ষেত্রে ২০২৬ এর ডিসেম্বরের মধ্যে কবি সুভাষ থেকে এয়ারপোর্ট পর্যন্ত অরেঞ্জ লাইন চালু করা সম্ভব হবে।'
মেট্রোরেল আরও সম্প্রসারণ করা হচ্ছে। আরও ৫৭ কিলোমিটার নতুন যাত্রাপথের অনুমতি ইতিমধ্যেই মিলেছে। এর মধ্যে ২৯ কিলোমিটার কাজ সম্পন্ন হওয়ার পর ১৯ কিলোমিটার যাত্রীদের জন্য চালু করা সম্ভব হবে। ফলে পার্পেল লাইন জোঁকা থেকে ধর্মতলা পর্যন্ত বিস্তৃত হওয়ার কথা তা ২০২৯ সালের মধ্যে সম্পন্ন হবে। এছাড়াও, মাইকেল নগরও ২০২৯ সালের মধ্যে অরেঞ্জ লাইনের সঙ্গে যুক্ত হবে এয়ারপোর্টে।
রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে এলাকায়
কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে গোটা এলাকা
আগামী ১৯ জানুয়ারি হাজিরা দেওয়ার নির্দেশ
ইনচার্জদের তালিকায় শমীক ঘনিষ্ঠরা
বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে ইডির দায়ের করা মামলার শুনানি
শুক্রবার শিলিগুড়ি সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী
কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে চলছে তল্লাশি অভিযান
কুয়াশার সতর্কতা জারি হাওয়া অফিসের
আগামী ২৭ জানুয়ারি থেকে শুরু হবে সাক্ষ্যগ্রহণ
রঞ্জিত মল্লিকের হাতে উন্নয়ন পাঁচালি তুলে দেন অভিষেক
ইমনকে সঙ্গে নিয়ে কালীঘাটে মুখ্যমন্ত্রী
বৃদ্ধ অসুস্থদের জন্য সহানুভূতির আবেদন দেবের
আইপ্যাক কাণ্ডে তৃণমূলের মামলা নিষ্পত্তি আদালতের
সমাজমাধ্যমে মুখ্যমন্ত্রীকে তোপ শুভেন্দুর
১০ টি ইঞ্জিন মিলে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে
ভারতীয় নাগরিকদের সতর্কবার্তা দূতাবাসের
পরিবারের সঙ্গে মাত্র ১০ মিনিট দেখা করার অনুমতি
সোশ্যাল মিডিয়ায় মুহূর্তের মধ্যে ভাইরাল ভিডিও
‘নো বোট নো ভোট’
নিউ ইয়র্কের জেলে বন্দি মাদুরো