নিজস্ব প্রতিনিধি , কলকাতা - শহরে যাতায়াতের অন্যতম মাধ্যম হচ্ছে মেট্রো। সেই মেট্রো এই বছর ৪১ তম বর্ষে পদার্পণ করলো। সেই জন্মদিন উপলক্ষ্যে এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে আয়োজন করা হয় এক সাংস্কৃতিক অনুষ্ঠানের। এই অনুষ্ঠানে মেট্রোর সাফল্য গাথা তুলে ধরা হয়।
সূত্রের খবর, কলকাতা মেট্রো এই বছর ৪১তম জন্মদিন উদযাপন করা হল ধর্মতলা মেট্রো স্টেশনে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেট্রোর জিএম, পিসিওএম সাত্যকি নাথ এবং চিত্র পরিচালক অশোক বিশ্বনাথ। এই অনুষ্ঠান থেকে মেট্রোর জিএম ভবিষ্যৎ মেট্রোর একাধিক প্রকল্পের কথা ঘোষণা করেন। প্রথম থেকেই মেট্রোকে শহরের ‘প্রাণ’ বলা হয়।
অনুষ্ঠান থেকে মেট্রোর জিএম ঘোষণা করেন, ' শহিদ ক্ষুদিরাম মেট্রো স্টেশনের পর ক্রস ওভারের কাজ ছট পুজোর পরেই শুরু করা হবে। আগামী সপ্তাহ থেকেই এই কাজ শুরু হবে। ব্লু লাইনের যে নিয়মিত সমস্যা রয়েছে সেটা নিয়ে রাইটস কাজ করছে। CBTC এর কাজ শুরু করার জন্য অনুমতি নেওয়া হয়েছে। তিন থেকে চার বছরের মধ্যে সমস্যার সমাধান করা হবে।'
একইসঙ্গে , তিনি আরও জানান, ' চিংড়িঘাটার মেট্রোর সম্প্রসারণের কাজ যেটা আটকে ছিল সেটি নভেম্বর মাস থেকে শুরু হবে। নভেম্বরে দ্বিতীয় সপ্তাহ থেকে শুরু হওয়ার কথা। রাজ্য সরকারের সঙ্গে কথা বলে দিনক্ষণ চূড়ান্ত করা হয়েছে। সেক্ষেত্রে ২০২৬ এর ডিসেম্বরের মধ্যে কবি সুভাষ থেকে এয়ারপোর্ট পর্যন্ত অরেঞ্জ লাইন চালু করা সম্ভব হবে।'
মেট্রোরেল আরও সম্প্রসারণ করা হচ্ছে। আরও ৫৭ কিলোমিটার নতুন যাত্রাপথের অনুমতি ইতিমধ্যেই মিলেছে। এর মধ্যে ২৯ কিলোমিটার কাজ সম্পন্ন হওয়ার পর ১৯ কিলোমিটার যাত্রীদের জন্য চালু করা সম্ভব হবে। ফলে পার্পেল লাইন জোঁকা থেকে ধর্মতলা পর্যন্ত বিস্তৃত হওয়ার কথা তা ২০২৯ সালের মধ্যে সম্পন্ন হবে। এছাড়াও, মাইকেল নগরও ২০২৯ সালের মধ্যে অরেঞ্জ লাইনের সঙ্গে যুক্ত হবে এয়ারপোর্টে।
এসএসকেএম ও উলুবেড়িয়া ঘটনার পর প্রশ্নের মুখে হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা
শুভেন্দুর হাইকোর্টের রায় নিয়ে সরগরম রাজনীতি
অভিযোগ অস্বীকার পুলিশের
নির্যাতিতার গোপন জবানবন্দি নেওয়ার প্রস্তুতি নিছে পুলিশ
যে কোনো সময় বাংলায় শুরু হতে পারে SIR
তবে বিজেপি নেতা আগাম জামিন নিতে পারবে নির্দেশ হাইকোর্টের
মৃতের পরিচয় সম্পর্কে এখনও জানা যায়নি
হাসপাতালে উপযুক্ত নিরাপত্তার দাবিতে পথে কংগ্রেস
ঘটনার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ
শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে হওয়া ১৫ টি মামলা খারিজ হাইকোর্টের
ঘটনায় এখনও গ্রেফতারি শুন্য
আগামী ৭২ ঘন্টার মধ্যে রিপোর্ট পেশ করার নির্দেশ স্বাস্থ্য দফতরের
ছটপুজো উপলক্ষ্যে অস্থায়ী ঘাটের ব্যবস্থা প্রশাসনের
এনকেডিএ চেয়ারম্যানের উপস্থিতিতে তৃণমূল শিবিরে কানাঘুষো
আহত যুবকের শরীরের নীচের অংশ পুড়ে গেছে
ভারতের পথেই হাঁটছে আফগানিস্তান
ঠাণ্ডা লড়াই শুরু রাশিয়া-আমেরিকার মধ্যে
মোট ৪৫ টি সংস্থার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে ইউরোপীয় ইউনিয়ন
রোজ মিলবে 2 GB হাইস্পিড ডেটা-ফ্রি কল
ধৃত জঙ্গিদের সঙ্গে পাকিস্তানের যোগ