নিজস্ব প্রতিনিধি , কলকাতা - দুর্গোৎসবের আবেশ কাটতে না কাটতেই রাজ্যে শুরু হল আলোর উৎসবের প্রস্তুতি। আগামী সোমবার কালীপুজো। তার আগেই শুক্রবার শহরের একাধিক নামী কালীপুজোর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গিরিশ পার্ক ফাইভ স্টার স্পোর্টিং ক্লাবের মণ্ডপ থেকে সূচনা করে তিনি আলোর উৎসব। পাশপাশি, মঞ্চ থেকে গুরুত্বপূর্ণ বার্তা দিলেন মুখ্যমন্ত্রী।
সূত্রের খবর, শুক্রবার বিকেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গিরিশ পার্ক ফাইভ স্টার স্পোর্টিং ক্লাবের কালীপুজোর উদ্বোধন করেন। এরপর জানবাজারের সম্মিলিত কালীপুজো সমিতি ও শেক্সপিয়র সরণির ইয়ুথ ফ্রেন্ডস ক্লাবের পুজোরও উদ্বোধন করেন তিনি। উৎসবের শুভেচ্ছা জানাতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ' কলকাতায় বহিরাগতরা এসে বড় বড় বাড়ি তৈরি করছে, আর তার জেরে স্থানীয় বসতিবাসীদের উচ্ছেদ করা হচ্ছে। এটা চলতে দেওয়া যায় না। বাংলায় সর্বধর্ম-সম্প্রদায়ের মানুষ মিলেমিশে থাকেন।'
তিনি আরও বলেন, 'আমি দলের কাউন্সিলরদের মিটিংয়ে বলেছিলাম, বস্তি থেকে গরিব মানুষকে উচ্ছেদ করা হচ্ছে, তোমরা ওদের থাকার জন্য বাংলার বাড়ি বানাচ্ছো না কেন? বস্তিতে থাকা অপরাধ নয়। কেউ যদি জমি কিনে নেন, আর তার জন্য ২০০ জন মানুষকে তাড়িয়ে দেন তা মানবিক নয়। আমি সেটাই বোঝাতে চেয়েছিলাম।'
উদ্বোধনের মঞ্চ থেকে SIR প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, ' ভবানীপুরটা পুরো আউটসাইডারদের দিয়ে ভরিয়ে দেওয়া হচ্ছে। বাইরে থেকে এসে অনেকেই জায়গা কিনে বাড়ি তৈরি করছে। কিন্তু ফ্ল্যাটে থাকলেও তারা পাচ্ছে না জল, ড্রেনেজ, পরিকাঠামোও নেই।' মুখ্যমন্ত্রীর বক্তব্যের অপব্যাখ্যা করা হচ্ছে। এই নিয়ে সরব হয়ে তিনি বলেন, ' আমার কথাটার ভুল ব্যাখ্যা করা হয়েছে। গোদি মিডিয়া, বলি এক করি আর এক। ওরা ভুল তথ্য ছড়াতে ওস্তাদ।'
নিজের মন্তব্যের ব্যাখ্যা করে মুখ্যমন্ত্রী বলেন, 'আমি আমার দলের নেতাদের সতর্ক করেছিলাম, গরিব মানুষের পাশে থাকো। কাউকে অন্যায়ভাবে সরিয়ে দিও না। মানবিকতা নিয়েই আমাদের কাজ করতে হয়। কিন্তু সেটাকেই এমনভাবে প্রচার করা হল যাতে মানুষ বিভ্রান্ত হয়।'
কেন্দ্রর সঙ্গে যৌথভাবে কাজ করছে রাজ্য
বাংলার পরীক্ষার্থীদের শুভেচ্ছাবার্তা মুখ্যমন্ত্রীর
রাতারাতি অস্ত্রোপচার করা হয় কুকুরটির
পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠি কমিশনের
রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে এলাকায়
কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে গোটা এলাকা
আগামী ১৯ জানুয়ারি হাজিরা দেওয়ার নির্দেশ
ইনচার্জদের তালিকায় শমীক ঘনিষ্ঠরা
বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে ইডির দায়ের করা মামলার শুনানি
শুক্রবার শিলিগুড়ি সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী
কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে চলছে তল্লাশি অভিযান
কুয়াশার সতর্কতা জারি হাওয়া অফিসের
আগামী ২৭ জানুয়ারি থেকে শুরু হবে সাক্ষ্যগ্রহণ
রঞ্জিত মল্লিকের হাতে উন্নয়ন পাঁচালি তুলে দেন অভিষেক
ইমনকে সঙ্গে নিয়ে কালীঘাটে মুখ্যমন্ত্রী
ইরানে ভারতীয় পড়ুয়ার সংখ্যা প্রায় ১০ হাজার
অস্থির পরিস্থিতির মাঝে ট্রাম্প হুঙ্কার
নজিরবিহীন সিদ্ধান্ত ট্রাম্প প্রশাসনের
অগ্নিগর্ভ পরিস্থিতির মাঝে চরমে ইরান এবং আমেরিকার সংঘাত
যাত্রীদের জন্য অ্যাডভাইজরি জারি বিমান সংস্থাগুলির