নিজস্ব প্রতিনিধি , দিল্লি - ২৪৮ রানে ওয়েস্ট ইন্ডিজকে গুটিয়ে দেওয়ার পর আত্মবিশ্বাসের সঙ্গে ফলো অন দেয় ভারত। ফলো অন পেয়ে তা সামালও দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ক্যাম্পবেল, হোপ শতরান করেন। তবে এরপরই সমস্যায় পরে তারা। যদিও দশম উইকেটে বড় অংশীদারিত্ব করেন গ্রিভস ও সিলস। দ্বিতীয় ইনিংসে ৩৯০ করেছে ওয়েস্ট ইন্ডিজ। ভারতকে ১২১ রানের লক্ষ্যমাত্রা দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ।
ব্যাটে নেমে অল্প রান দেখে চতুর্থ দিনেই ম্যাচ শেষ করার মানসিকতা ছিল যশস্বীর। প্রথম বল থেকেই তা বুঝিয়ে দেন। যদিও প্রথম বল প্যাডে লাগে। ২ টি চার মেরেই অ্যান্ডারসন ফিলিপের হাতে ধরা দেন তিনি। এরপর মাঠে আসেন সাই সুদর্শন।রান যত কমই হোক না কেন স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় থেকে সরেননি রাহুল-সাই। পঞ্চম দিনে মাত্র ৫৮ রান দরকার ভারতের। যেহেতু মাঠে সাই রাহুল সেহেতু বলা মুশকিল যে ঠিক কত ওভারে জিতবে ভারত। কারণ , অযথা ঝুঁকি নিতে নারাজ দুই তারকাই। কেএল রাহুল ২৫ ও সাই সুদর্শন ৩০ রানে অপরাজিত।
তৃতীয় দিনের শেষে মাত্র ১৮ রানে পিছিয়ে ছিল ওয়েস্ট ইন্ডিজ। ৭৮ ওভার শেষে ৩ উইকেটের বিনিময়ে ২৫২ রানে ছিল অতিথি দল। ফলো অন পেয়ে চন্দ্রোপলকে ১০ রানে সাজঘরে ফেরান মহম্মদ সিরাজ। আথানাজেকে প্যাভিলিয়নের রাস্তা দেখান ওয়াশিংটন সুন্দর। ক্যাম্পবেল শতরান করেছেন। ১১৫ রান করে রবীন্দ্র জাদেজার শিকার হন। প্রথম টেস্ট শতরান করলেন তিনি। ১০৩ করেন হোপ। ৪০ করে সাজঘরে ফেরেন রস্টন চেজ।
এরপর দশম উইকেটে গ্রিভস ও সিলসের মধ্যে বড় রানের অংশীদারিত্ব হয়। অর্ধ শতরান করেন গ্রিভস। সিলস করেন ৩২ রান। ভারতের হয়ে ৩ উইকেট নেন জাসপ্রীত বুমরা , কুলদীপ যাদব। ২ টি উইকেট নেন মহম্মদ সিরাজ। ১ টি করে উইকেট পান রবীন্দ্র জাদেজা , ওয়াশিংটন সুন্দর।
ভারতের ব্যাটিংয়ে প্রথম ইনিংসে রান তাড়া করতে নেমে ক্যাম্পবেল ১০ , আথানাজে ৪১ , চন্দ্রোপল ৩৪ করেন। সাই হোপ ৩৬ রানে সাজঘরে ফেরেন। ইমলাখ ২১ , গ্রিভস ১৭ করে আউট হন। কোনো ব্যাটারই ভারতীয় স্পিনারদের সামনে টিকতে পারেননি। ফিলিপ করেছেন ২৪ রান। জেডন সিলস করেছেন ১৩। শেষ উইকেটের সঙ্গে ফাইফার পূর্ণ করেন কুলদীপ।
প্রথম দিকে ধীর গতিতেই শুরু করেন কেএল রাহুল। তবে ৩৮ রানে সাজঘরে ফেরেন তিনি। সুন্দর ছন্দে ছিলেন সাই সুদর্শন। তবে ৮৭ রানেই থেমে গেল তার দুরন্ত ইনিংস। ১২ টি চার মেরেছেন তিনি। শতরান হাতছাড়া করলেও যথেষ্ট প্রশংসনীয় ইনিংস খেলেছেন তিনি। শতরান হাতছাড়া করেছেন সাই সুদর্শন।
অসামান্য ব্যাটিং করেন জসওয়াল। রান আউটের পর ভীষণই হতাশ তিনি। গিলের সঙ্গে ভুল বোঝাবুঝির জেরে আউট হন যশস্বী। যে ছন্দে ছিলেন বলা যায়না ২০০ কেন ৩০০ করে ফেলতে পারতেন। সেখানে এই আউট ভীষণই হতাশাজনক। লাঞ্চের পূর্বে অধিনায়ক শুভমন গিল ৭৫ রানে অপরাজিত ছিলেন। এরপর শতরান পূরণ করেন। অধিনায়ক হিসেবে ৫ নম্বর শতরান করে ফেললেন তিনি। এছাড়া টেস্টে করেছেন ১০ টি শতরান।
ধ্রুব জুরেল ৬ মেরে অর্ধ শতরান করার চেষ্টা করেন তবে বিফলে যায় সেই প্রচেষ্টা। ৪৪ রানে আউট হওয়ার পরেই ডিক্লেয়ার দেন গিল। শতরানের পর হাত খোলেন গিল। ১ টি ছয় ছাড়াও বেশ কয়েকটি চার মারেন। ১৬ টি চার সহ ২ টি ছয় মেরেছেন ভারতীয় অধিনায়ক। ধ্রুব জুরেল মেরেছেন ৫ টি চার। নীতিশ কুমার রেড্ডি ৪৩ করে আউট হন।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬২ বছর
নাজমুলের স্পষ্ট বক্তব্য হজম করতে পারেননি ক্রিকেটাররা
রশিদদের ওপর এবার বড় সিদ্ধান্ত
ভিসা বিতর্কে মুখ খুলল মার্কিন ক্রিকেট সংস্থা
বিশ্বকাপের আগে সুন্দরের সুস্থ হয়ে ওঠা নিয়ে সংশয়
ঘটনার তদন্ত শুরু পুলিশের
নিজেকে প্রমাণ করে টি টোয়েন্টি দলে সুযোগ পেয়েছেন রিঙ্কু সিং
ভারত - ২৮৪/৭(৫০)
নিউজিল্যান্ড - ২৮৬/৩(৪৭.৩)
আগামী ১৫ জানুয়ারি থেকে শুরু অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ
বাঁকুড়ার মুখ উজ্জ্বল করল রাজন্যা
বিপজ্জনক স্তরে দিল্লির বাতাসের মান
সিংহাসনচ্যুত হয়েছেন রোহিত
গ্রুপের প্রথম ভাগে ভালো অবস্থানে রয়েছে বাংলা
৩০০ বেশি ছাত্র-ছাত্রী নিয়ে একটি ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন
নিজেই সোশ্যাল মিডিয়ায় ঘোষণা পাক বংশোদ্ভূত ব্যাটারের
ইরানে ভারতীয় পড়ুয়ার সংখ্যা প্রায় ১০ হাজার
অস্থির পরিস্থিতির মাঝে ট্রাম্প হুঙ্কার
নজিরবিহীন সিদ্ধান্ত ট্রাম্প প্রশাসনের
অগ্নিগর্ভ পরিস্থিতির মাঝে চরমে ইরান এবং আমেরিকার সংঘাত
যাত্রীদের জন্য অ্যাডভাইজরি জারি বিমান সংস্থাগুলির