নিজস্ব প্রতিনিধি , দিল্লি - ২৪৮ রানে ওয়েস্ট ইন্ডিজকে গুটিয়ে দেওয়ার পর ফলো অন দেয় ভারত। ফলো অন পেয়ে তা সামাল দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। তবে শুধু সেটা সামাল দেওয়ার পরই সমস্যায় পরে তারা। যদিও দশম উইকেটে বড় অংশীদারিত্ব করেন গ্রিভস ও সিলস। দ্বিতীয় ইনিংসে ৩৯০ করেছে ওয়েস্ট ইন্ডিজ। যার মধ্যে ১২০ রানে এগিয়ে আছে তারা। ভারতের জিততে চাই ১২১ রান। আজ চতুর্থ দিন।
তৃতীয় দিনের শেষে মাত্র ১৮ রানে পিছিয়ে ছিল ওয়েস্ট ইন্ডিজ। ৭৮ ওভার শেষে ৩ উইকেটের বিনিময়ে ২৫২ রানে ছিল অতিথি দল। ফলো অন পেয়ে চন্দ্রোপলকে ১০ রানে সাজঘরে ফেরান মহম্মদ সিরাজ। আথানাজেকে প্যাভিলিয়নের রাস্তা দেখান ওয়াশিংটন সুন্দর। ক্যাম্পবেল শতরান করেছেন। ১১৫ রান করে রবীন্দ্র জাদেজার শিকার হন। প্রথম টেস্ট শতরান করলেন তিনি। ১০৩ করেন হোপ। ৪০ করে সাজঘরে ফেরেন রস্টন চেজ।
এরপর দশম উইকেটে গ্রিভস ও সিলসের মধ্যে বড় রানের অংশীদারিত্ব হয়। অর্ধ শতরান করেন গ্রিভস। সিলস করেন ৩২ রান। ভারতের হয়ে ৩ উইকেট নেন জাসপ্রীত বুমরা , কুলদীপ যাদব। ২ টি উইকেট নেন মহম্মদ সিরাজ। ১ টি করে উইকেট পান রবীন্দ্র জাদেজা , ওয়াশিংটন সুন্দর।
ভারতের ব্যাটিংয়ে প্রথম ইনিংসে রান তাড়া করতে নেমে ক্যাম্পবেল ১০ , আথানাজে ৪১ , চন্দ্রোপল ৩৪ করেন। সাই হোপ ৩৬ রানে সাজঘরে ফেরেন। ইমলাখ ২১ , গ্রিভস ১৭ করে আউট হন। কোনো ব্যাটারই ভারতীয় স্পিনারদের সামনে টিকতে পারেননি। ফিলিপ করেছেন ২৪ রান। জেডন সিলস করেছেন ১৩। শেষ উইকেটের সঙ্গে ফাইফার পূর্ণ করেন কুলদীপ।
প্রথম দিকে ধীর গতিতেই শুরু করেন কেএল রাহুল। তবে ৩৮ রানে সাজঘরে ফেরেন তিনি। সুন্দর ছন্দে ছিলেন সাই সুদর্শন। তবে ৮৭ রানেই থেমে গেল তার দুরন্ত ইনিংস। ১২ টি চার মেরেছেন তিনি। শতরান হাতছাড়া করলেও যথেষ্ট প্রশংসনীয় ইনিংস খেলেছেন তিনি। শতরান হাতছাড়া করেছেন সাই সুদর্শন।
অসামান্য ব্যাটিং করেন জসওয়াল। রান আউটের পর ভীষণই হতাশ তিনি। গিলের সঙ্গে ভুল বোঝাবুঝির জেরে আউট হন যশস্বী। যে ছন্দে ছিলেন বলা যায়না ২০০ কেন ৩০০ করে ফেলতে পারতেন। সেখানে এই আউট ভীষণই হতাশাজনক। লাঞ্চের পূর্বে অধিনায়ক শুভমন গিল ৭৫ রানে অপরাজিত ছিলেন। এরপর শতরান পূরণ করেন। অধিনায়ক হিসেবে ৫ নম্বর শতরান করে ফেললেন তিনি। এছাড়া টেস্টে করেছেন ১০ টি শতরান।
ধ্রুব জুরেল ৬ মেরে অর্ধ শতরান করার চেষ্টা করেন তবে বিফলে যায় সেই প্রচেষ্টা। ৪৪ রানে আউট হওয়ার পরেই ডিক্লেয়ার দেন গিল। শতরানের পর হাত খোলেন গিল। ১ টি ছয় ছাড়াও বেশ কয়েকটি চার মারেন। ১৬ টি চার সহ ২ টি ছয় মেরেছেন ভারতীয় অধিনায়ক। ধ্রুব জুরেল মেরেছেন ৫ টি চার। নীতিশ কুমার রেড্ডি ৪৩ করে আউট হন।
ভারত - ১
সিঙ্গাপুর - ২
ব্রাজিল - ২
জাপান - ৩
ইস্টবেঙ্গল - ২
নামধারী এফসি - ০
সিদ্ধান্ত নিয়ে বিতর্কের শেষ নেই
রঞ্জি ট্রফি খেলতে কলকাতায় শামি
অস্ট্রেলিয়া সিরিজে মাঠে নামতে চলেছেন রোহিত কোহলি
কোচ হিসেবে অধ্যায় শেষ ইকবালের
স্বাধীনতার ৫০ বছরে এই বিরাট সাফল্য চিরস্মরণীয় হয়ে থাকবে
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৫ বছর
ভারত - ১২৪/৩(৫১৮/৫)(D)
ওয়েস্ট ইন্ডিজ - ৩৯০(২৪৮)
মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে ক্রীড়াবিশ্বে
রঞ্জি ট্রফিতে নতুন দায়িত্বে বৈভব
ফুটবল বিশ্বকাপ শুরু হতে বাকি আর মাত্র পাঁচ মাস
ভারত - ৬৩/১(১৮)৫১৮/৫(D)
ওয়েস্ট ইন্ডিজ - ৩৯০(২৪৮)
২৭০ রানের লিড নিয়ে নিশ্চিন্ত ছিল ভারত
ইজরায়েল-হামাস যুদ্ধে নয়া মোড়
ট্রাম্পের নোবেল হাতছাড়া হওয়ার ক্ষতে প্রলেপ
বিক্ষোভ রুখতে নির্মম দমননীতির পথ বেছে নিয়েছে শাহবাজ শরিফের প্রশাসন
স্বাভাবিক ছন্দে ফিরতে চলেছে গাজা
হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ প্রশাসনের