নিজস্ব প্রতিনিধি , দিল্লি - তৃতীয় দিন লাঞ্চের আগে ২ উইকেট তুলতে পারল না ভারত। ব্যাটের পর দাপট ছিল বোলিংয়ে। নেপথ্যে , কুলদীপ যাদব, রবীন্দ্র জাদেজা। তৃতীয় দিন লাঞ্চের আগে ৮ উইকেট খুইয়ে ২৭২ রানে ওয়েস্ট ইন্ডিজ। ভারতের চাই মাত্র ২ উইকেট। ৩০১ রানে পিছিয়ে ক্যারিবিয়ান শিবির।
রান তাড়া করতে নেমে ক্যাম্পবেল ১০ , আথানাজে ৪১ , চন্দ্রোপল ৩৪ করেন। সাই হোপ ৩৬ রানে সাজঘরে ফেরেন। ইমলাখ ২১ , গ্রিভস ১৭ করে আউট হন। কোনো ব্যাটারই ভারতীয় স্পিনারদের সামনে টিকতে পারেননি। এখন ক্রিজে রয়েছেন খ্যারি পিয়েরে ও অ্যান্ডারসন ফিলিপ। দু'জনেই ১৯ রানে অপরাজিত।
প্রথম দিকে ধীর গতিতেই শুরু করেন কেএল রাহুল। তবে ৩৮ রানে সাজঘরে ফেরেন তিনি। সুন্দর ছন্দে ছিলেন সাই সুদর্শন। তবে ৮৭ রানেই থেমে গেল তার দুরন্ত ইনিংস। ১২ টি চার মেরেছেন তিনি। শতরান হাতছাড়া করলেও যথেষ্ট প্রশংসনীয় ইনিংস খেলেছেন তিনি। শতরান হাতছাড়া করেছেন সাই সুদর্শন।
অসামান্য ব্যাটিং করেন জসওয়াল। রান আউটের পর ভীষণই হতাশ তিনি। গিলের সঙ্গে ভুল বোঝাবুঝির জেরে আউট হন যশস্বী। যে ছন্দে ছিলেন বলা যায়না ২০০ কেন ৩০০ করে ফেলতে পারতেন। সেখানে এই আউট ভীষণই হতাশাজনক। লাঞ্চের পূর্বে অধিনায়ক শুভমন গিল ৭৫ রানে অপরাজিত ছিলেন। এরপর শতরান পূরণ করেন। অধিনায়ক হিসেবে ৫ নম্বর শতরান করে ফেললেন তিনি। এছাড়া টেস্টে করেছেন ১০ টি শতরান।
ধ্রুব জুরেল ৬ মেরে অর্ধ শতরান করার চেষ্টা করেন তবে বিফলে যায় সেই প্রচেষ্টা। ৪৪ রানে আউট হওয়ার পরেই ডিক্লেয়ার দেন গিল। শতরানের পর হাত খোলেন গিল। ১ টি ছয় ছাড়াও বেশ কয়েকটি চার মারেন। ১৬ টি চার সহ ২ টি ছয় মেরেছেন ভারতীয় অধিনায়ক। ধ্রুব জুরেল মেরেছেন ৫ টি চার। নীতিশ কুমার রেড্ডি ৪৩ করে আউট হন।
সমাজ মাধ্যমে নিজেই দুঃসংবাদ জানালেন ইস্ট মোহনের প্রাক্তন ফুটবলার
পর্তুগাল - ২
হাঙ্গেরি - ২
ইংল্যান্ড - ৫
লাতভিয়া - ০
ভারত - ৩
পাকিস্তান - ৩
ভারত - ১
সিঙ্গাপুর - ২
ব্রাজিল - ২
জাপান - ৩
ইস্টবেঙ্গল - ২
নামধারী এফসি - ০
সিদ্ধান্ত নিয়ে বিতর্কের শেষ নেই
রঞ্জি ট্রফি খেলতে কলকাতায় শামি
অস্ট্রেলিয়া সিরিজে মাঠে নামতে চলেছেন রোহিত কোহলি
কোচ হিসেবে অধ্যায় শেষ ইকবালের
স্বাধীনতার ৫০ বছরে এই বিরাট সাফল্য চিরস্মরণীয় হয়ে থাকবে
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৫ বছর
ভারত - ১২৪/৩(৫১৮/৫)(D)
ওয়েস্ট ইন্ডিজ - ৩৯০(২৪৮)
মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে ক্রীড়াবিশ্বে
ইজরায়েল-হামাস যুদ্ধে নয়া মোড়
ট্রাম্পের নোবেল হাতছাড়া হওয়ার ক্ষতে প্রলেপ
বিক্ষোভ রুখতে নির্মম দমননীতির পথ বেছে নিয়েছে শাহবাজ শরিফের প্রশাসন
স্বাভাবিক ছন্দে ফিরতে চলেছে গাজা
হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ প্রশাসনের