নিজস্ব প্রতিনিধি , কলকাতা - নাগরাকাটায় বিজেপি সাংসদ খগেন মুর্মু ও বিধায়ক শঙ্কর ঘোষের উপর হামলার ঘটনায় উত্তাল রাজনীতি। এই ঘটনায় নিন্দা জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক্স হ্যান্ডেলে পোস্ট করতেই তার জবাবে তীব্র ভাষায় পালটা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গের ভয়াবহ দুর্যোগের মধ্যে প্রধানমন্ত্রী রাজনীতি করছেন বলে অভিযোগ করেন তিনি।
সূত্রের খবর, সোমবার নাগরাকাটায় বিজেপি সাংসদ ও বিধায়ক আক্রান্ত হওয়ার পর থেকেই উত্তপ্ত রাজ্যের রাজনীতি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক্স হ্যান্ডেলে বাংলায় ও ইংরেজিতে পোস্ট করে ঘটনাটির তীব্র নিন্দা করেন। তিনি রাজ্য সরকার ও তৃণমূল কংগ্রেসের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন এবং প্রশাসনিক ব্যর্থতার অভিযোগ করেন। এরপরেই তার পাল্টা জবাব দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার অভিযোগ, 'প্রধানমন্ত্রী কোনও তদন্ত বা প্রমাণের অপেক্ষা না করেই একটি ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের সময়ে রাজনৈতিক সুবিধা নিচ্ছেন।'
মুখ্যমন্ত্রী আরও লেখেন, 'যখন উত্তরবঙ্গের মানুষ বন্যা ও ধসের কারণে চরম বিপর্যয়ের মুখে, তখন প্রধানমন্ত্রী সেই পরিস্থিতিকেও রাজনীতিকরণ করছেন এটা গভীরভাবে উদ্বেগজনক। বিজেপি নেতারা কেন্দ্রীয় বাহিনীর কনভয় নিয়ে দুর্গত এলাকায় গিয়েছিলেন, অথচ স্থানীয় প্রশাসন বা পুলিশের কোনও অনুমতি ছাড়াই। এই অবস্থায় রাজ্য সরকার বা তৃণমূল কংগ্রেসকে দায়ী করা অযৌক্তিক।'
প্রধানমন্ত্রীর টুইটকে ‘সুবিধাবাদী রাজনৈতিক নাটক’ বলে আখ্যা দিয়ে মমতা বলেন, 'কোনও যাচাই করা প্রমাণ বা প্রশাসনিক রিপোর্ট ছাড়াই প্রধানমন্ত্রী রাজ্য সরকারকে দোষারোপ করছেন এটি শুধু নিম্নমানের রাজনীতি নয়, সাংবিধানিক দায়িত্বেরও লঙ্ঘন।' তিনি আরও লেখেন, 'প্রধানমন্ত্রীকে মনে রাখতে হবে, তিনি কেবল বিজেপির নেতা নন, ভারতের প্রধানমন্ত্রী। তার দায়িত্ব জাতি গঠনের, বিভাজন নয়। এই সংকটময় মুহূর্তে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করা উচিত।'
বাংলার পরীক্ষার্থীদের শুভেচ্ছাবার্তা মুখ্যমন্ত্রীর
রাতারাতি অস্ত্রোপচার করা হয় কুকুরটির
পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠি কমিশনের
রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে এলাকায়
কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে গোটা এলাকা
আগামী ১৯ জানুয়ারি হাজিরা দেওয়ার নির্দেশ
ইনচার্জদের তালিকায় শমীক ঘনিষ্ঠরা
বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে ইডির দায়ের করা মামলার শুনানি
শুক্রবার শিলিগুড়ি সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী
কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে চলছে তল্লাশি অভিযান
কুয়াশার সতর্কতা জারি হাওয়া অফিসের
আগামী ২৭ জানুয়ারি থেকে শুরু হবে সাক্ষ্যগ্রহণ
রঞ্জিত মল্লিকের হাতে উন্নয়ন পাঁচালি তুলে দেন অভিষেক
ইমনকে সঙ্গে নিয়ে কালীঘাটে মুখ্যমন্ত্রী
বৃদ্ধ অসুস্থদের জন্য সহানুভূতির আবেদন দেবের
ইরানে ভারতীয় পড়ুয়ার সংখ্যা প্রায় ১০ হাজার
অস্থির পরিস্থিতির মাঝে ট্রাম্প হুঙ্কার
নজিরবিহীন সিদ্ধান্ত ট্রাম্প প্রশাসনের
অগ্নিগর্ভ পরিস্থিতির মাঝে চরমে ইরান এবং আমেরিকার সংঘাত
যাত্রীদের জন্য অ্যাডভাইজরি জারি বিমান সংস্থাগুলির