নিজস্ব প্রতিনিধি , কলকাতা - নাগরাকাটায় বিজেপি সাংসদ খগেন মুর্মু ও বিধায়ক শঙ্কর ঘোষের উপর হামলার ঘটনায় উত্তাল রাজনীতি। এই ঘটনায় নিন্দা জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক্স হ্যান্ডেলে পোস্ট করতেই তার জবাবে তীব্র ভাষায় পালটা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গের ভয়াবহ দুর্যোগের মধ্যে প্রধানমন্ত্রী রাজনীতি করছেন বলে অভিযোগ করেন তিনি।
সূত্রের খবর, সোমবার নাগরাকাটায় বিজেপি সাংসদ ও বিধায়ক আক্রান্ত হওয়ার পর থেকেই উত্তপ্ত রাজ্যের রাজনীতি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক্স হ্যান্ডেলে বাংলায় ও ইংরেজিতে পোস্ট করে ঘটনাটির তীব্র নিন্দা করেন। তিনি রাজ্য সরকার ও তৃণমূল কংগ্রেসের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন এবং প্রশাসনিক ব্যর্থতার অভিযোগ করেন। এরপরেই তার পাল্টা জবাব দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার অভিযোগ, 'প্রধানমন্ত্রী কোনও তদন্ত বা প্রমাণের অপেক্ষা না করেই একটি ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের সময়ে রাজনৈতিক সুবিধা নিচ্ছেন।'
মুখ্যমন্ত্রী আরও লেখেন, 'যখন উত্তরবঙ্গের মানুষ বন্যা ও ধসের কারণে চরম বিপর্যয়ের মুখে, তখন প্রধানমন্ত্রী সেই পরিস্থিতিকেও রাজনীতিকরণ করছেন এটা গভীরভাবে উদ্বেগজনক। বিজেপি নেতারা কেন্দ্রীয় বাহিনীর কনভয় নিয়ে দুর্গত এলাকায় গিয়েছিলেন, অথচ স্থানীয় প্রশাসন বা পুলিশের কোনও অনুমতি ছাড়াই। এই অবস্থায় রাজ্য সরকার বা তৃণমূল কংগ্রেসকে দায়ী করা অযৌক্তিক।'
প্রধানমন্ত্রীর টুইটকে ‘সুবিধাবাদী রাজনৈতিক নাটক’ বলে আখ্যা দিয়ে মমতা বলেন, 'কোনও যাচাই করা প্রমাণ বা প্রশাসনিক রিপোর্ট ছাড়াই প্রধানমন্ত্রী রাজ্য সরকারকে দোষারোপ করছেন এটি শুধু নিম্নমানের রাজনীতি নয়, সাংবিধানিক দায়িত্বেরও লঙ্ঘন।' তিনি আরও লেখেন, 'প্রধানমন্ত্রীকে মনে রাখতে হবে, তিনি কেবল বিজেপির নেতা নন, ভারতের প্রধানমন্ত্রী। তার দায়িত্ব জাতি গঠনের, বিভাজন নয়। এই সংকটময় মুহূর্তে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করা উচিত।'
দমদম থেকে ময়দান পর্যন্ত ব্যাহত মেট্রো পরিষেবা
অভিযুক্ত সহপাঠীকে গ্রেফতার করেছে পুলিশ
শিয়ালদা স্টেশন চত্বরে মাদ্রাসা টিচার্স অ্যাসোসিয়েশনের নবান্নের উদ্দেশ্যে মিছিল
রাজ্যে বেকারত্ব, দুর্নীতি ও নারী নির্যাতন নিয়ে সরব বিজেপি রাজ্য সভাপতির সাংবাদিক সম্মেলন
উত্তরবঙ্গে বিপর্যস্ত মানুষের পাশে দাঁড়াতে ত্রাণ সংগ্রহ এসএফএইয়ের
পুলিশ কমিশনারেটকে নির্দেশ হাইকোর্টের
মৃতদের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ মুখ্যমন্ত্রীর
স্বজনহারাদের খোঁজ নেন মমতা
১৬ অক্টোবর মামলার শুনানি
মহিলা সুরক্ষায় লঙ্কার গুঁড়ো বিতরণ
২৬ অক্টোবরের পর অন্ধ্রে ভারী বৃষ্টির আশঙ্কা
ধর্ষনের ফলে একাধিকবার অন্তসত্ত্বা হয়ে পড়ে নাবালিকা
আগামী ১৩ ই ডিসেম্বর কলকাতায় আসছেন মেসি
হনুমন্ত কথা বাতিল হল ধীরেন্দ্র শাস্ত্রীর
আগামী শুক্রবার মামলার পরবর্তী শুনানির দিন স্থির করা হয়েছে
ইজরায়েল-হামাস যুদ্ধে নয়া মোড়
ট্রাম্পের নোবেল হাতছাড়া হওয়ার ক্ষতে প্রলেপ
বিক্ষোভ রুখতে নির্মম দমননীতির পথ বেছে নিয়েছে শাহবাজ শরিফের প্রশাসন
স্বাভাবিক ছন্দে ফিরতে চলেছে গাজা
হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ প্রশাসনের