নিজস্ব প্রতিনিধি , বুয়েনাস এয়ার্স - লিগস কাপে সেমি ফাইনালে জয়ের পরই ভেনেজুয়েলা ম্যাচ নিয়ে ইঙ্গিত দেন লিওনেল মেসি। জানান , এই ম্যাচ তার কাছে বিশেষ হতে চলেছে। পরে আর খেলবেন নাকি তা নিয়ে সংশয় রয়েছে। তার কথায় কিছুটা অবসরের আভাস পাওয়া যায়। শুক্রবার রাতে যোগ্যতা অর্জন পর্বে ভেনেজুয়েলার মুখোমুখি হতে চলেছে আর্জেন্টিনা। এই ম্যাচের আগে এবার মেসির অবসর জল্পনা খানিকটা উস্কে দিলেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি।
শুক্রবার ভোরেই হয়তো দেশের মাটিতে আর্জেন্টিনার হয়ে শেষ ম্যাচ খেলতে চলেছেন মেসি। খানিকটা এমনই ইঙ্গিত দিলেন স্কালোনি। তিনি বলেছেন, "বিশেষ একটা ম্যাচ হতে চলেছে। মেসি আগেই জানায় এই ম্যাচে অনেকটাই আবেগের। কারণ যোগ্যতা অর্জন পর্বে দেশের মাটিতে এটাই আমাদের শেষ ম্যাচ। আমাদের উচিত প্রতিটা মিনিট উপভোগ করা। সবচেয়ে বেশি উপভোগ করব আমি। লিওকে কোচিং করানো আমার জীবনে সবচেয়ে আনন্দের অনুভূতি। আশা করি সমর্থকেরা এই ম্যাচটা পুরোপুরি উপভোগ করবেন।"
এরপরই আবার আর্জেন্টিনা কোচ বলেছেন, "মেসি যখন অনুশীলন আসে , সবথেকে আলাদা মনে হয়। করেই ও এমন কিছু তাই। মেসি আরও খেলার যোগ্য। আমরা আরও একটা ম্যাচ খেলতে চাই। ব্যক্তি হিসেবেও মেসি সকলের চেয়ে অনেক আলাদা একজন।"
উল্লেখ্য , চোট সরিয়ে ফিরেই লিগস কাপের সেমিতে জোড়া গোল করেছেন। তার ছন্দ দেখে অনেকেই বলেছেন, নিঃসন্দেহে ২০২৬ বিশ্বকাপ খেলা উচিত। এখনও ও দলকে ভরসা জিগায় , নেতৃত্বও দেওয়ার ক্ষমতা রাখে। সত্যিই অসামান্য ফুটবল খেলে চলেছেন তিনি। নামলেই গোল করছেন। বিপক্ষ খেলোয়াড়দের ভেল্কি দিচ্ছেন। ইতিমধ্যেই বিশ্বকাপের যোগ্যতা অর্জন করে ফেলেছে আর্জেন্টিনা। নিজেও বিশ্বকাপ খেলার ব্যাপারে আশাবাদী। তবে হঠাৎই এমন জল্পনা সমর্থকদের মনে গভীর প্রভাব ফেলেছে। ম্যাচ শেষে মেসির থেকে সম্পূর্ণ ভিন্ন বার্তার অপেক্ষায় থাকবেন ফুটবলপ্রেমীরা।
গোয়ার ফতোরদাহর জহরলাল নেহেরু স্টেডিয়ামে হবে এই ম্যাচ
শুধু জরিমানাই নয় ভবিষ্যতের উদ্দেশ্যে প্রতিরোধ মূলক ব্যবস্থাও গ্রহণ করবে ফিফা
আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ তিন বার হ্যাটট্রিকের নজির রয়েছে অমিতের
টেনিসে নামা মানেই গ্র্যান্ড স্ল্যাম জেতার স্বপ্ন মন্তব্য় ভাম্বরির
বয়ান নথিভুক্ত করা হবে ধাওয়ানের
এই প্রথম কোনো গ্র্যান্ড স্ল্যামের কোয়ার্টার ফাইনালে দুই ইটালীয় মুখোমুখি হন
২০২০ সালে ইউরো কাপে কোকা কোলার বোতল সরিয়ে দেন রোনাল্ডো
২০১৩ সালের আইপিএলে স্পট ফিক্সিংয়ের অভিযোগে আইনি মামলায় জড়ান শ্রীনিবাসন
ভারত - ২
দক্ষিণ কোরিয়া - ২
শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজে অনবদ্য প্রদর্শন করে সফলতা পেলেন সিকান্দার
আগামী ৯ ই সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে এশিয়া কাপ
ইরান ম্যাচে চোয়ালে চোট পেয়ে ছিটকে গেলেন ভারতীয় দলের সবচেয়ে অভিজ্ঞ ডিফেন্ডার
কয়েকদিন আগে দল পাঠানোর কথা জানালেও হটাৎই সুর বদল পাকিস্তানের
অভিজ্ঞার সাফল্যে উচ্ছ্বসিত তার পরিবার স্কুল সহ গোটা এলাকাবাসী
মৃত্যুপুরীতে পরিণত হয়েছে আফগানিস্তান
অতিরিক্ত শুল্ক আরোপ নিয়ে ঘরে-বাইরে সমালোচিত মার্কিন প্রেসিডেন্ট
আদালতের রোষের মুখে মার্কিন প্রেসিডেন্ট
দুই বন্ধু দেশের পাশে দাঁড়ালেন রুশ প্রেসিডেন্ট
পর্যটকদের আকর্ষিত রেল জার্নি এখন দুঃস্বপ্নের যাত্রা