নিজস্ব প্রতিনিধি , মেলবোর্ন - রবিবার নিয়মরক্ষার ম্যাচে অস্ট্রেলিয়াকে রীতিমত একাধিক প্রশ্নের মুখে ফেলল দক্ষিণ আফ্রিকা। প্রথম দুই ম্যাচে জিতে সিরিজ পকেটে পুরলেও তৃতীয় ওয়ান ডেতে ২৭৬ রানের ব্যবধানে জিতল অস্ট্রেলিয়া। প্রথম তিন ব্যাটার শতরান করেছেন। বল হাতে পাঁচ উইকেট নিয়েছেন কুপার কনোলি। শেষ ম্যাচে সম্মানজনক জয় পেয়েছে আয়োজক শিবির।
প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ২ উইকেটের বিনিময়ে ৪৩১ রান তোলে অস্ট্রেলিয়া। ট্রাভিস হেড ১৪২ , মিচেল মার্শ ১০০ করেছেন। ক্যামেরন গ্রিন ১১৮ রানে অপরাজিত ছিলেন। অর্ধ শতরান করে ম্যাচ শেষ গ্রিনের সঙ্গে দাঁড়িয়ে ছিলেন আলেক্স ক্যারি। জবাবে ব্যাট করতে নেমে মাত্র ১৭৫ রানেই গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকা। পাঁচ উইকেট নেন কুপার কনোলি।
এই ম্যাচে একাধিক নজির গড়েছে অস্ট্রেলিয়া। এক নজরে দেখে নেওয়া যাক সেই নজিরগুলি -
১.এক দিনের ক্রিকেটে রানের ব্যবধানে দক্ষিণ আফ্রিকার সবচেয়ে বড় হার। এর আগে ২০২৩ বিশ্বকাপে ভারতের কাছে ২৪৩ রানে হেরেছিল তারা।
২.অস্ট্রেলিয়া দ্বিতীয় সর্বোচ্চ বড় জয় পেল তৃতীয় ম্যাচে।
৩.এক দিনের ক্রিকেটে অস্ট্রেলিয়ার দ্বিতীয় সর্বোচ্চ স্কোর ৪৩১/২। এর আগে প্রথম সর্বোচ্চ স্কোর রয়েছে ৪৩৪/৪। সেটাও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে।
৪.অস্ট্রেলিয়ার প্রথম তিন ব্যাটারই শতরান করেছেন। এক দিনের ক্রিকেটে দ্বিতীয় বার এমন ঘটনা ঘটল। প্রথম বার হয়েছিল ২০১৫-এ দক্ষিণ আফ্রিকা বনাম ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে।
৫.হেড-মার্শ ২৫০ রানের পার্টনারশিপ করেন। এক দিনের ক্রিকেটে অস্ট্রেলিয়ার হয়ে পঞ্চম সর্বোচ্চ জুটি।
৬.এক দিনের ক্রিকেটে প্রথম শতরান করতে ৪৭ বল নিয়েছেন ক্যামেরন গ্রিন। অস্ট্রেলিয়ার হয়ে দ্বিতীয় দ্রুততম শতরান করেছেন তিনি।
৭.এক দিনের ক্রিকেটে অস্ট্রেলিয়ার তরুণতম বোলার হিসেবে পাঁচ উইকেট নিলেন কনোলি। পেরিয়ে গেলেন ক্রেগ ম্যাকডারমটকে। তিনি পাঁচ উইকেট নিয়েছিলেন ২২ বছর ২০৪ দিন বয়সে।
৮.একদিনের ক্রিকেটে অস্ট্রেলিয়ার কোনো বোলারের সেরা বোলিং ফিগার ৫ উইকেটের বিনিময়ে ২২ রান। আজ এই কীর্তি করেছেন কুপার কনোলি। ২০০৫ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৫ উইকেট নিয়ে ৩২ রান নিয়েছিলেন ব্র্যাড হগ। তাকে ছাপিয়ে গেলেন কনোলি।
তরুণদের জায়গা করে দিতে চেয়েছিলাম মন্তব্য পুজারার
দেশের জার্সিতে খেলার অপেক্ষা ফের বাড়ল অভিমন্যুর
সিন্ধুর পক্ষে ম্যাচের ফলাফল ২১-১৯, ২১-১৫
পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারের পাশে দাঁড়াতে ‘আরসিবি কেয়ার্স’ নামে নতুন উদ্যোগের কথাও ঘোষণা করল আরসিবি
যে দিন ভাল লাগবে না নিজেই খেলা ছেড়ে দেব মন্তব্য শামির
ক্রিকেটারদের ফিটনেসে জোর দেওয়ার উদ্দেশ্যে ব্রঙ্কো টেস্ট চালু করেছেন গম্ভীর
ম্যাচ শেষে করমর্দনের বদলে প্রতিপক্ষের বিরুদ্ধে রুচিহীন বক্তব্য পেশ করলেন এক মহিলা টেনিস তারকা
ম্যানচেস্টার ইউনাইটেড - ২ (১২)
গ্রিমসবি - ২ (১১)
এক সেট খুইয়েও অভিজ্ঞতা কাজে লাগিয়ে শেষমেষ ম্যাচ বের করে নেন জোকোভিচ
বৃহস্পতিবার বিশ্বের ২ নম্বর বাছাইয়ের মুখোমুখি সিন্ধু
বায়ার্ন মিউনিখ - ৩
ওয়াহেন ওয়াসবাডেন - ২
মোহনবাগান - ০
কাস্টমস - ১
মাত্র ৩৪ বলে ৭৩ রানের বিধ্বংসী ইনিংস খেলেন শেফার্ড
আইপিএল থেকে অবসর নিলেও বিদেশের টি টোয়েন্টি লিগ খেলতে ইচ্ছুক ভারতীয় স্পিনার
ফিফার আদেশ অমান্য করলে নির্বাসিত হতেও পারে ফেডারেশন
আরও কড়াকড়ি হবে গ্রিন কার্ড
মেঘ ভাঙা বৃষ্টিতে বানভাসি অবস্থা পাঞ্জাবে
ফের পাকিস্তানকে সতর্কবার্তা ‘মানবিক’ ভারতের
ভারত-পাকিস্তান যুদ্ধ বন্ধে মধ্যস্থতা করার দাবি ট্রাম্পের
গাজার হাসপাতালে হামলায় শোকপ্রকাশ করেছিলেন ইজরায়েলের প্রধানমন্ত্রী