নিজস্ব প্রতিনিধি , কলকাতা - দত্তাবাদে স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় রাজগঞ্জের ‘বিতর্কিত’ বিডিও প্রশান্ত বর্মনের আগাম জামিন নিয়ে তীব্র আইনি টানাপোড়েন তৈরি হয়েছে। বারাসত আদালতের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সরাসরি হাই কোর্টের দ্বারস্থ হয়েছে বিধাননগর পুলিশ কমিশনারেট। ইতিমধ্যেই, মামলার অনুমতি পেয়েছে পুলিশ।
স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্যা খুনের ঘটনায় প্রথম থেকেই প্রশান্ত বর্মনের বিরুদ্ধে অভিযোগ আনেন মৃতের পরিবার। অভিযোগ, ওই ব্যবসায়ীকে নিউটাউনের একটি আবাসন থেকে তুলে নিয়ে যাওয়া হয় এবং পুরো ঘটনার সঙ্গে বিডিওর সরাসরি যোগ রয়েছে। যদিও প্রশান্ত বর্মন বরাবরই সমস্ত অভিযোগ অস্বীকার করে বারাসত আদালতে আগাম জামিনের আবেদন করেন। আদালত সেই আবেদন মঞ্জুরও করে এবং পরে বিধাননগর মহকুমা আদালতে হাজিরা দিয়ে জামিন কার্যকর করেন তিনি।
এই জামিন মঞ্জুর হওয়াতেই পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে বলে অভিযোগ ওঠে। এরপরই উচ্চপর্যায়ের বৈঠকে সিদ্ধান্ত হয়, হাই কোর্টে মামলাটি নতুন করে উপস্থাপন করা হবে। সেই মতো প্রয়োজনীয় নথিপত্রসহ হাই কোর্টে মামলা দায়ের করে বিধাননগর পুলিশ কমিশনারেট। পুলিশের দাবি, প্রশান্ত বর্মন আদালতে ভুল তথ্য দিয়েছেন। তাঁর আইনজীবী বারাসত আদালতে জানান, ঘটনার দিন প্রশান্ত বর্মন নিউটাউনের আবাসনে ছিলেন না, ছিলেন অন্য একটি গেস্ট হাউসে। সেই দাবি সমর্থনে একটি রশিদও দেখানো হয়।
তবে পুলিশের বক্তব্য, সেই রশিদ সম্পূর্ণ ভুয়ো। খুনের দিন বিডিও নিজেই নিউটাউনের ফ্ল্যাটে উপস্থিত ছিলেন, এবং সেখানেই স্বর্ণ ব্যবসায়ীকে নিয়ে যাওয়া হয়েছিল এই প্রমাণই হাই কোর্টে পেশ করবে পুলিশ। আদালতে বিডিওর দেওয়া ‘মিথ্যা তথ্যই' এখন পুলিশের হাতে বড় অস্ত্র।
বাংলার পরীক্ষার্থীদের শুভেচ্ছাবার্তা মুখ্যমন্ত্রীর
রাতারাতি অস্ত্রোপচার করা হয় কুকুরটির
পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠি কমিশনের
রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে এলাকায়
কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে গোটা এলাকা
আগামী ১৯ জানুয়ারি হাজিরা দেওয়ার নির্দেশ
ইনচার্জদের তালিকায় শমীক ঘনিষ্ঠরা
বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে ইডির দায়ের করা মামলার শুনানি
শুক্রবার শিলিগুড়ি সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী
কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে চলছে তল্লাশি অভিযান
কুয়াশার সতর্কতা জারি হাওয়া অফিসের
আগামী ২৭ জানুয়ারি থেকে শুরু হবে সাক্ষ্যগ্রহণ
রঞ্জিত মল্লিকের হাতে উন্নয়ন পাঁচালি তুলে দেন অভিষেক
ইমনকে সঙ্গে নিয়ে কালীঘাটে মুখ্যমন্ত্রী
বৃদ্ধ অসুস্থদের জন্য সহানুভূতির আবেদন দেবের
ইরানে ভারতীয় পড়ুয়ার সংখ্যা প্রায় ১০ হাজার
অস্থির পরিস্থিতির মাঝে ট্রাম্প হুঙ্কার
নজিরবিহীন সিদ্ধান্ত ট্রাম্প প্রশাসনের
অগ্নিগর্ভ পরিস্থিতির মাঝে চরমে ইরান এবং আমেরিকার সংঘাত
যাত্রীদের জন্য অ্যাডভাইজরি জারি বিমান সংস্থাগুলির