নিজস্ব প্রতিনিধি , মুম্বই - জেমাইমা রদ্রিগেজ , হরমনপ্রীত কৌরের বহু মূল্যবান ইনিংসে বিশ্বকাপের সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছে অস্ট্রেলিয়া। ভারত একসময় এতটাই মজবুত স্থিতিতে ছিল , যেখানে স্নায়ুর চাপ ধরে রাখতে না পেরে একের পর এক ভুল করে বসে অস্ট্রেলিয়া। যেই দলটা বিশ্বকাপের নকআউট স্টেজে সবচেয়ে ভয়ঙ্কর , সেই অস্ট্রেলিয়া নাজেহাল হয়ে হেরেছে ভারতের কাছে। এরপরই অবসর জল্পনা উস্কে দিলেন মিচেল স্টার্কের স্ত্রী তথা অজি অধিনায়ক আলিসা হেলি।
ম্যাচ শেষে অজি অধিনায়ক বলেন, "মনে হয় না আমি থাকব। পরের বার হয়তো আমরা অন্যদের দেখব। এটাই তো সৌন্দর্য্য। তবে আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ রয়েছে। ওটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। আমার মনে হয় আমাদের এক দিনের দলে কিছু পরিবর্তন হবে।"
সেমিফাইনাল নিয়ে হেলি আরও বলেন , "আমার মনে হয় দলের সকলে গোটা প্রতিযোগিতায় দারুণ পারফর্ম করেছে। সে জন্যই এ ভাবে হেরে গিয়ে বেশি হতাশ লাগছে। আমরা ভারতকে চাপে ফেলতে পেরেছি। আমরা যথেষ্ট সুযোগও তৈরি করেছি। শুধু সেই সুযোগগুলো ঠিক ভাবে কাজে লাগাতে পারিনি।"
উল্লেখ্য , ভারতের বিরুদ্ধে ৯ বল বাকি থাকতেই হার শিকার করেছে অস্ট্রেলিয়া। ফাইনালে বেশকিছু ভুল করেন হেলি। স্ট্যাম্পিং মিস করেন। ৮২ রানে জেমাইমা রদ্রিগেজের ক্যাচ হাতছাড়া করেন। আবার অনেক থ্রো থেকে বল সংগ্রহ করতেও ব্যর্থ। লিচফিল্ড ও গার্ডেনারের প্রদর্শন ছাড়া সেইভাবে কেউই নিজেদের মেলে ধরতে পারেননি সেমিফাইনালে। ফলস্বরূপ বিদায় নিয়েছে অস্ট্রেলিয়া।
মেলবোর্নে ১২৫ রানই অলআউট হয়ে যায় ভারত
মৌনীর রেস্তোরাঁর চেয়েও আকাশছোঁয়া দাম ওয়ান ৮ কমিউনে
মন্ত্রী হয়ে আবেগঘন বার্তা ভারতের প্রাক্তন অধিনায়কের
ভারত - ১২৫(১৮.৪)
অস্ট্রেলিয়া - ১২৬/৬(১৩.২)
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে অভিষেক হতে পারে তারিকের
ডায়মন্ড হারবার এফসি - ২
শিলং লাজং - ০
১২৪ রানের অপরাজিত ইনিংস খেলে অজিদের ঘরে ফেরত পাঠান জেমাইমা
ফাইনালে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি ভারত
সেমি ফাইনালে ৯ বল বাকি থাকতে ৫ উইকেটে জয় পেয়েছে ভারত
ম্যাচ জিতিয়ে চোখের জলে সকলকে ধন্যবাদ জানালেন জেমাইমা
কেকেআরের সিইও বেঙ্কি মাইসোর সমাজমাধ্যমে এই খবর নিশ্চিত করেন
অস্ট্রেলিয়া - ৩৩৯(৪৯.৫)
ভারত - ৩৪১/৫(৪৮.৩)
মন্ত্রী হতে চলেছেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক
শোকের ছায়া নেমে এসেছে বিশ্ব ক্রিকেটে
করোনার পর লাগাতার লোকসান হচ্ছে অজি বোর্ডের
বিরল খনিজের দুনিয়ায় একচ্ছত্র আধিপত্য চীনের
আগামী ১০ বছরের জন্য চুক্তি হয়েছে
৫ দিনের শান্তি আলোচনার অবশেষে সমাপ্তি
মার্কিন যুদ্ধ দফতরকে পরমাণু অস্ত্র পরীক্ষা শুরুর নির্দেশ দেন ট্রাম্প
যৌন কেলেঙ্কারিতে নাম জড়াল ব্রিটেনের রাজ পরিবারের