নিজস্ব প্রতিনিধি , ইনডোর - লড়াই করেও শেষমেষ হারের মুখ দেখল ভারত। বিশ্বকাপে হারের হ্যাটট্রিক হল ভারতের। ইংল্যান্ডের দেওয়া ২৮৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে অসাধারণ লড়াই করেন স্মৃতি মান্দানারা। তবুও শেষমেষ ৪ রানে হারতে হল তাদের। অনবদ্য ব্যাটিং করেছেন স্মৃতি মান্দানা ও ভারতীয় অধিনায়ক হরমনপ্রীত কৌর।
প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ২৮৮ রান তোলে ইংল্যান্ড। এমি জোন্স ৫৬ রান করে সাজঘরে ফেরেন। হেথার নাইটস ১০৯ রানের অনবদ্য ইনিংস খেলেন। ১৫ টি চার সহ ১ টি ছয় মারেন তিনি। অধিনায়ক ন্যাট স্কাইভার ব্রান্ট করেন ৩৮ রান। এরপর কেউই সেইভাবে রান তুলতে পারেননি। ৪ টি উইকেট নেন দীপ্তি শর্মা। ২ টি উইকেট নেন শ্রী চরণী।
জবাবে ব্যাট করতে নেমে দুরন্ত শুরু করেন স্মৃতি। প্রতিকা রাওয়াল ৬ রানে সাজঘরে ফেরেন। হরলিন দেওয়ল ২৪ রান করেন। এরপর অধিনায়ক হরমনপ্রীত কৌর ৭০ বলে ৭০ করেন। তৃতীয় ওভারেই লরেন বেলের বলে অ্যামি জোন্সের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান। স্মৃতির সঙ্গে জুটি বেধে হরলিন প্রাথমিক ধাক্কা সামলে দেন। কিন্তু তিনিও বেশিক্ষণ ক্রিজে টিকতে পারেননি। ডিনের অসাধারণ একটি ডেলিভারিতে এলবিডব্লিউ হয়ে ফিরে যান তিনি। এরপর স্মৃতির সঙ্গে জুটি বাঁধেন হরমনপ্রীত। ১২৫ রানের জুটি হয়ে তাদের মধ্যে। ৪২ ওভারে স্মৃতি আউট হতেই ছন্দপতন হয়। অর্ধশতরান করলেও একা বেশি লড়াই করতে পারেননি দীপ্তি। ৪৭তম ওভারে তিনি আউট হন। তখনই পায় ম্যাচ হাতছাড়া হয়ে যায় ভারতের। শেষমেষ জয়ের দোরগোড়ায় গিয়েও ম্যাচ ফসকে যায় তাদের হাত থেকে।
ইংল্যান্ডের বিরুদ্ধে ৪ রানে হেরেছে ভারত
ভারতের জার্সিতে মাত্র ২ টি ম্যাচ খেলেছেন রাশুল
ম্যানচেস্টার ইউনাইটেড - ২
লিভারপুল - ১
রিয়াল মাদ্রিদ - ১
গেটাফে - ০
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে রানের খাতা না খুলেই সাজঘরে ফিরেছেন কোহলি
মরোক্কো - ২
আর্জেন্টিনা - ০
আল নাসের - ৫
আল ফাতেহ - ১
ভারত - ১৩৬/৯(২৬)
অস্ট্রেলিয়া - ১৩১/৩(২১.১)
বার্সেলোনা - ২
জিরোনা - ১
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে রানের খাতা না খুলেই সাজঘরে ফিরেছেন
আইএফএ শিল্ড ফাইনালে মোহনবাগানের বিরুদ্ধে টাইব্রেকারে হেরেছে ইস্টবেঙ্গল
ভারত - ২৫/৩(৮.৫)
সোনা জয়ের দৌড় থেকে একধাপ দূরে তনভি
দলে নেই কুলদীপ যাদব
ইস্টবেঙ্গল -১(৪)
মোহনবাগান - (৫)
মাদক পাচারকারী ডুবজাহাজে সফল হামলায় আনন্দে আত্মহারা ট্রাম্প
বিবৃতি জারি কাতারের বিদেশমন্ত্রকের
রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ থামাতে মরিয়া ট্রাম্প
আগুন নেভাতে গিয়ে গুরুতর আহত ৩৫ জন
প্রতিবাদে সামিল আইনজীবী থেকে শিক্ষক