নিজস্ব প্রতিনিধি , মুম্বই - নিয়মরক্ষার ম্যাচে বারংবার বৃষ্টির ভ্রুকুটি। অবশেষে বাতিল হল ম্যাচ। তবে এই বৃষ্টির মাঝে যেটুকু সময় খেলা হয়েছে তার মাঝেই ক্ষতির সম্মুখীন হয়েছে ভারত। চোট পেয়েছেন ওপেনার প্রতিকা রাওয়াল। বৃহস্পতিবার সেমি ফাইনালে খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে তার।
বৃষ্টির জেরে ৩.০৫-এ টস হয়। জিতে হরমনপ্রীত প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন। তখনই জানিয়ে দেন, রিচা ঘোষকে বিশ্রাম দেওয়া হচ্ছে। পাশাপাশি ক্রান্তি গৌড় স্নেহ রানাও নেই। টসের পর শুরু হয় ফের বৃষ্টি। এরপর ৪:৩০ টে নাগাদ বৃষ্টি কমায় ৫ টায় খেলা শুরু হয়। ৪৩ ওভারের ম্যাচ ঠিক হয়। সবশেষে বারবার বৃষ্টি নামায় ম্যাচ ২৭ ওভারে খেলা হয়। ৯ উইকেটের বিনিময়ে ১১৭ রান তোলে বাংলাদেশ। ভারত ব্যাট করতে নামলে ৮.৪ ওভারে ৫৭ করে। এরপর ফের বৃষ্টি শুরু হলে আর খেলা চালিয়ে যাওয়া সম্ভব হয়নি।
দীপ্তি শর্মার একটি বল মিড উইকেট অঞ্চলে মেরেছিলেন শারমিন। দৌড়ে বল ধরতে আসছিলেন প্রতিকা। কাছাকাছি এসে হঠাৎই পা মচকে পড়ে যান। মাটিতে শুয়ে কাতরাতে থাকেন তিনি। সঙ্গে সঙ্গে ছুটে আসেন চিকিৎসকেরা। প্রথমে বোঝা যায়নি কী হয়েছে। পরে রিপ্লে-তে দেখা যায়, মাটিতে পা পিছলে গিয়ে মচকে গিয়েছে। আসলে দৌড়নোর সময় বলের থেকে কিছুটা এগিয়ে গিয়েছিলেন প্রতিকা। শেষ মুহূর্তে বুঝতে পেরে পিছনোর চেষ্টা করেন। তখনই তাঁর জুতো আটকে নরম মাটিতে পা পিছলে যায়। সাপোর্ট স্টাফদের সাহায্যে মাঠ ছাড়েন।
উল্লেখ্য , আগামী বৃহস্পতিবার ভারতের বিরুদ্ধে সেমিতে মুখোমুখি অস্ট্রেলিয়া। চলতি টুর্নামেন্টে অসাধারণ ছন্দে রয়েছেন প্রতিকা রাওয়াল। দলকে ভরসা জুগিয়েছেন। শতরানও করেছেন। তাই ছন্দে থাকা প্রতিকার চোট ভয়ঙ্কর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নিঃসন্দেহে অনেক বড় ধাক্কা।
ভারতের বিরুদ্ধে খেলার অভিজ্ঞতা রয়েছে পরিবর্ত স্পিনারের
সিডনির হাসপাতালে আইসিইউতে চিকিৎসারত শ্রেয়স
পরিস্থিতি সামাল দিতে হিমশিম খান নিরাপত্তারক্ষীরা
আত্মবিশ্বাসের সঙ্গে সিডনিতে শতরান পূরণ করেছেন রোহিত
আর্সেনাল - ১
ক্রিস্টাল প্যালেস - ০
ম্যানচেস্টার সিটি - ০
অ্যাস্টন ভিলা - ১
দক্ষিণ আফ্রিকা সিরিজে খেলা নিয়ে ঘর অনিশ্চয়তা আইয়ারের
দেশে ফেরার আগে নিজের ছন্দ নিয়ে মুখ খুললেন রোহিত
রিয়াল মাদ্রিদ - ২
বার্সেলোনা - ১
নিউ জিল্যান্ড - ১৬৮(৩৮.২)
ইংল্যান্ড - ১৭২/২(২৯.২)
আর কিছুক্ষণের মধ্যেই রিয়াল মাদ্রিদের মুখোমুখি হতে চলেছে বার্সেলোনা
আগামী ১২ ই ডিসেম্বর কলকাতায় পদার্পণ করছেন মেসি
বছর ৪০ পেরোলেও হাজারের রেকর্ড গড়তে মরিয়া রোনাল্ডো
লিভারপুল - ২
ব্রেন্টফোর্ড - ৩
ইরানের বিরুদ্ধে একপেশে জয় পেয়েছে ভারতের মহিলা দল
ম্যাথিউ শর্টের ক্যাচ ধরার পরই চোট পান আইয়ার
মাত্র ৭ মিনিটের মধ্যে ল্যুভর মিউজিয়াম থেকে বহুমূল্য গয়না অলংকার গিয়েছে
ট্রাম্প-জিনপিংয়ের সাক্ষাতের আগেই ঠাণ্ডা লড়াইয়ের অবসান!
আসিয়ান সম্মেলনে ভার্চুয়াল পদ্ধতিতে ভাষণ দিয়েছেন মোদি
তীব্র নিন্দার ঝড় ব্রিটেনের রাজনৈতিক মহলে
তুরস্কে দ্বিতীয় দফায় চলছে শান্তিচুক্তি আলোচনা