নিজস্ব প্রতিনিধি , দিল্লি - কাফা নেশনস কাপের ওমানের বিরুদ্ধ তৃতীয় স্থান অর্জনের ম্যাচে মুখোমুখি হয় ভারত। এই ম্যাচে নির্ধারিত সময় খেলার ফলাফল না হলে অতিরিক্ত ৩০ মিনিটে গড়ায়। তাতেও লাভ না হওয়ায় ট্রাইবেকারে খেলার ফয়সালা হয়। ১-১ ব্যবধানে নির্ধারিত সময়ের খেলা শেষ হয়।
প্রথমার্ধে একাধিক আক্রমণ তৈরি করলেও গোল পায়নি ভারত। দ্বিতীয়ার্ধে ৫৫ মিনিটে এগিয়ে যায় ওমান। বাঁ দিক থেকে ভেসে আসা ক্রস প্রথম প্রয়াসেই শট নেন জামিল সালিম আল ইয়াহমাদি। বল গুরপ্রীতকে ছাড়িয়ে জালে জড়িয়ে যায়। ভারতের হয়ে সমতা ফেরান উদান্তা সিং। এরপর আক্রমণ বাড়ালেও গোল করতে ব্যার্থ ভারত।
অতিরিক্ত সময় লাল কার্ড দেখেন ওমানের আলি সুলেমান আল বুসাইদি। ১০ জন হয়ে যায় ওমান।বিপক্ষের কম ফুটবলার থাকার পরেও সুযোগ কাজে লাগাতে পারেনি ভারত। এরপর টাইব্রেকারে প্রথম শটে গোল করেন ছাংতে। ওমানের আল সাদি বাইরে মারেন। দ্বিতীয় প্রয়াসে রাহুল গোল করে ভারতকে ২-০ এগিয়ে দেন। আল খাবি ওমানের হয়ে দ্বিতীয় শটও মিস করে। ভারতের সামনে সুযোগ ছিল ৩-০ এগিয়ে যাওয়ার। তবে আনোয়ারের শট বাঁচিয়ে দেন ওমান গোলরক্ষক।
এরপর তৃতীয় প্রয়াসে গোল করেন ওমানের আল রুশাইদি। জিতিন ফের গোল করে ভারতকে ৩-১ এগিয়ে দেন। ওমানের আলি ঘাসানি ৩-২ করেন। পরের প্রয়াসে গোল করলেই জিতত ভারত। তবে সুযোগ নষ্ট করেন উদান্তা সিং। পঞ্চম প্রয়াসে গোল করে সমতা ফেরাতে পারত ওমান। তবে আল ইয়াহমাদির শট বাঁচিয়ে ভারতের হয়ে ফের ম্যাচের হিরো গুরপ্রীত।
আফগানদের বিরুদ্ধে সিরিজ জিতেই এশিয়া কাপের মনোবল বাড়িয়ে নিল পাকিস্তান
পুলিশের কাছে লিখিত অভিযোগ করেন স্থানীয়রা
আগামী ৯ ই সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে এশিয়া কাপ
ট্রাম্পের আগমনের জেরে আধ ঘন্টা দেরিতে শুরু হয় ইউএস ওপেন ফাইনাল
স্পেন - ৬
তুরস্ক - ০
পাকিস্তান - ১৪১/৮(২০)
আফগানিস্তান - ৬৬(১৫.৫)
কঠিন সময় রাজ্যের মানুষের পাশে দাঁড়িয়ে মানবিকতার পরিচয় দিলেন ভারতীয় স্পিনার
জার্মানি - ৩
নর্দার্ন আয়ারল্যান্ড - ১
ইংল্যান্ড - ৪১৪/৫(৫০)
দক্ষিণ আফ্রিকা - ৭২(২০.৫)
সিনারকে ফেলে বিশ্ব ক্রমতালিকায় শীর্ষে উঠে এলেন আলকারাজ
ভারত - ৪
দক্ষিণ কোরিয়া - ১
আট বছরে প্রথমবার মহিলা বিভাগে এল না পদক
পরপর আউট দুই ওপেনার ব্যাটার
ভারত - ১
কাতার - ২
একের পর এক ম্যাচে নিন্দুকদের বুড়ো আঙুল দেখাচ্ছেন রোনাল্ডো
হামাসের সঙ্গে ইজরায়েলের যুদ্ধ থামাতে মরিয়া আমেরিকা
দীর্ঘ ৪০ বছর পর জলের তলায় পাকিস্তানের বিস্তীর্ণ এলাকা
‘সন্ত্রাসের দেশে’ যেতে চান না ইউক্রেনের প্রেসিডেন্ট
পাক বিদেশমন্ত্রকের মন্তব্যে হতবাক বিশ্ব রাজনৈতিক মহল
খলিস্তানিদের পাশাপাশি হামাস এবং হেজবোল্লার সঙ্গে আর্থিক যোগাযোগ কানাডার!