নিজস্ব প্রতিনিধি , কলকাতা- দেশজুড়ে শুরু হয়ে গেল উৎসবের মরশুম। দুর্গাপুজোর আগেই সারা ভারত মাতোয়ারা হয়ে ওঠে ভক্তি আর আনন্দে, কারণ আগমন ঘটছে সিদ্ধিদাতা গণপতি বাপ্পার। ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্থী তিথি থেকেই পালিত হয় গণেশ চতুর্থী।
এবার ২০২৫ সালে এই বিশেষ তিথি শুরু হয়েছে ২৬ অগস্ট মঙ্গলবার দুপুর ১টা ৫৪ মিনিটে এবং তা চলবে ২৭ অগস্ট বুধবার ভোর ৩টা ৪৪ মিনিট পর্যন্ত। ধর্মশাস্ত্র অনুযায়ী, উদয়া তিথিই শুভ ধরা হয়। সেই হিসেবে ২৭ অগস্ট, বুধবার সারা দেশজুড়ে পালিত হচ্ছে গণেশ চতুর্থী।
পঞ্জিকা মতে, গণেশ চতুর্থীর দিনে পুজোর শ্রেষ্ঠ মুহূর্ত থাকে ২৭ অগস্ট সকাল ১১টা ০৫ মিনিট থেকে দুপুর ১টা ৩৮ মিনিট পর্যন্ত। কলকাতায় বিশেষ পুজোর সময় থাকছে সকাল ১০টা ২২ মিনিট থেকে দুপুর ১২টা ৫৪ মিনিট পর্যন্ত।ভক্তরা এই দিনে গণেশকে নানা প্রসাদ নিবেদন করে থাকেন, এর মধ্যে অন্যতম হল মোদক। গণেশের সবচেয়ে প্রিয় খাদ্য।এছাড়াও মতিচুর লাড্ডু,নারকেল ও তিলের লাড্ডুও নিদেদন করা হয়। তবে, দূর্বা ঘাস গণেশ পুজোয় অপরিহার্য।
মহারাষ্ট্র, গোয়া, কর্ণাটকসহ বিভিন্ন রাজ্যে মহাধুমধামে পালিত হচ্ছে গণপতির আরাধনা। কলকাতা ও বাংলার বিভিন্ন মণ্ডপেও এবার ব্যাপক উৎসাহ দেখা যাচ্ছে।
গণেশ চতুর্থী উপলক্ষ্যে মূল আকর্ষণ ১১ কিলোর মিষ্টি
ভাদ্রপদ মাসের শনিবারে বিরল শনি অমাবস্যা কালো রঙের দান পূর্বপুরুষের তর্পণ আর মন্ত্রজপেই মিলবে মুক্তির আলো
পুরাণ, জ্যোতিষ আর লোকবিশ্বাসে আজকের রাত ভক্ত ও তান্ত্রিকদের কাছে এক ভয়ঙ্কর মহারাত্রি আজকের রাত শ্মশানের নীরবতার চেয়েও ভীতিকর
আরও কড়াকড়ি হবে গ্রিন কার্ড
মেঘ ভাঙা বৃষ্টিতে বানভাসি অবস্থা পাঞ্জাবে
ফের পাকিস্তানকে সতর্কবার্তা ‘মানবিক’ ভারতের
ভারত-পাকিস্তান যুদ্ধ বন্ধে মধ্যস্থতা করার দাবি ট্রাম্পের
গাজার হাসপাতালে হামলায় শোকপ্রকাশ করেছিলেন ইজরায়েলের প্রধানমন্ত্রী