নিজস্ব প্রতিনিধি , দুবাই - এখনও তাজা হ্যান্ডশেক বিতর্ক। রেশ কাটেনি প্রথম ম্যাচের। এক সপ্তাহের মাঝে ফের মুখোমুখি ভারত পাকিস্তান। ম্যাচ বয়কটের হুমকি থেকে শুরু করে সূর্যকুমারকে নিশানা , সবই করে ফেলেছে পাকিস্তান। তবুও লাভ হয়নি। নিজেদের জালেই নিজেরা ধরা দিয়েছে। ম্যাচ বয়কট করলে টুর্নামেন্ট থেকেই ছিটকে জেতে পারত তারা, তাই নিজেদের ভাল বুঝে সেই হুমকি থেকে সরে আসে। ম্যাচ রেফারি হিসেবে আজকেও থাকছেন অ্যান্ডি পাইক্রফ্ট। ভারতীয় সময় অনুসারে ম্যাচটি শুরু হবে রাত ৮ টায়।
প্রথম ম্যাচে ভারতের কাছে দুরমুশ হয়ে যায় পাকিস্তান। কোনো কৌশল কাজে আসেনি। অধিনায়ক সালমান আলি আগা একের পর এক খারাপ ইনিংস খেলেছেন। তবুও তার হুমকি ১৮০ করবেন। ছোট দলের বিরুদ্ধেও ব্যাটে রান পাচ্ছেনা তারা। তবে বোলিংয়ে করে দেখাচ্ছে। তবে ব্যাটিং ভীষণই দুর্বল স্থীতিতে পাকিস্তানের। বড় স্কোর একবারেই দাঁড় করাতে পারছেনা তারা। ওপেনার সাইম আইয়ুব লাগাতার ব্যর্থ হওয়ায় শুরুর দিকে রান পাচ্ছে না পাকিস্তান।
অন্যদিকে , ভারতের কথা বলা হলে দুরন্ত ছন্দে তারা। অভিষেক শর্মা , সঞ্জু স্যামসনরা নিজেদের কাজ ভালই করছে। তবে ওমান ম্যাচ দেখা হলে দলবদলের পর সন্তোষজনক জয় পায়নি তারা। সেই ম্যাচকে প্র্যাকটিস হিসেবে দেখে বাকি খেলোয়াড়দের সুযোগ দেওয়া হয় ঠিকই তবে তুলনামূলক দুর্বল ওমানের বিরুদ্ধে অনেক বড় জয় পেতে পারত। তবে সব মিলিয়ে দেখা গেলে ভারত অপ্রতিরোধ্য। যেকোনো দলকেই হারাতে পারে। দুরন্ত স্পিন অ্যাটাক। অক্ষর চোট সারিয়ে ফিরলে সেই তিনটি স্পিনার। যেটা দুবাইয়ের পিচে ভীষণই ভয়ঙ্কর। একই সঙ্গে সাইম আইয়ুবকেও মাথায় রাখতে হবে ভারতকে।
এক নজরে দেখে নিন ভারত পাকিস্তান সম্ভাব্য একাদশ -
ভারত -
অভিষেক শর্মা , শুভমন গিল , সূর্যকুমার যাদব (অধিনায়ক), সঞ্জু স্যামসন(উইকেটরক্ষক) , তিলক ভার্মা, হার্দিক পান্ডিয়া, শিবম ডুবে , অক্ষর প্যাটেল , জসপ্রীত বুমরা, বরুণ চক্রবর্তী, কুলদীপ যাদব
পাকিস্তান -
সাইম আইয়ুব , সাহিবজাদা ফারহান , ফখর জামান , সালমান আগা (অধিনায়ক) , হাসান নওয়াজ , খুসদিল শাহ, মহম্মদ হ্যারিস , মহম্মদ নওয়াজ , শাহিন আফ্রিদি , হ্যারিস রউফ , আব্রার আহমেদ।
ম্যাচটির লাইভ স্ট্রিমিং দেখা যাবে সনি লিভ অ্যাপে। এছাড়াও দেখা যাবে সনি নেটওয়ার্কে।
আয়োজক দেশ হিসেবে থাকবে ভারত শ্রীলঙ্কা
পিঠের চোটের জেরে সাদা বলের সিরিজ থেকে ছিটকে গেছেন কামিন্স
মোহনবাগান - ২
ইউনাইটেড স্পোর্টস - ০
স্পেন - ৪
বুলগেরিয়া - ০
পঞ্চম দিনে দক্ষিণ আফ্রিকাকে হারাল পাকিস্তান
সমাজ মাধ্যমে নিজেই দুঃসংবাদ জানালেন ইস্ট মোহনের প্রাক্তন ফুটবলার
পর্তুগাল - ২
হাঙ্গেরি - ২
ইংল্যান্ড - ৫
লাতভিয়া - ০
ভারত - ৩
পাকিস্তান - ৩
ভারত - ১
সিঙ্গাপুর - ২
ব্রাজিল - ২
জাপান - ৩
ইস্টবেঙ্গল - ২
নামধারী এফসি - ০
সিদ্ধান্ত নিয়ে বিতর্কের শেষ নেই
রঞ্জি ট্রফি খেলতে কলকাতায় শামি
অস্ট্রেলিয়া সিরিজে মাঠে নামতে চলেছেন রোহিত কোহলি
নেপালের পর জেন জি-র বিক্ষোভে সরকার পতন মাদাগাস্কারে
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর
২০১৪ সালে মার্কিন পাসপোর্ট ছিল বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট
বিরল খনিজকে কেন্দ্র করে চীন-আমেরিকার সংঘাত চরমে
চীনের আধিকারিকদের সঙ্গে গোপনে সাক্ষাৎ করার অভিযোগ