নিজস্ব প্রতিনিধি , কলকাতা - শনিবার ভোরে শহরের ১৭ নম্বর এজরা স্ট্রিটে একটি ইলেকট্রিক সামগ্রীর দোকান থেকে ছড়িয়ে পড়া ভয়াবহ আগুনে আতঙ্ক ছড়ায় স্থানীয় এলাকায়। ঘিঞ্জি রাস্তা ও চারপাশে বৈদ্যুতিন সামগ্রীর দোকান থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়লেও দমকলের তৎপরতায় পরিস্থিতি শেষ পর্যন্ত নিয়ন্ত্রণে আসে।
ভোর প্রায় ৫টা নাগাদ হঠাৎই একটি ইলেকট্রিক দোকানের দ্বিতীয় তলায় আগুন দেখা যায়। প্রথমে আশপাশের বাসিন্দারা নিজ উদ্যোগে আগুন নেভানোর চেষ্টা করেন, পরক্ষণেই খবর দেওয়া হয় দমকলে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে পাশের আরও কয়েকটি দোকান ও ভবনে। প্রচুর বৈদ্যুতিন সামগ্রী, তার, এসি এবং নানান দাহ্য উপকরণ থাকায় আগুন দ্রুত ভয়াবহ রূপ নেয়। গোটা এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায়। ঘটনাস্থলে দমকলের ২৫ টি ইঞ্জিন গিয়ে দীর্ঘক্ষণ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
ঘটনাস্থল পরিদর্শনে যান দমকলমন্ত্রী সুজিত বসু ও মেয়র ফিরহাদ হাকিম। দুর্ঘটনায় অগ্নি নির্বাপনের বিষয় নিয়ে প্রশ্ন তোলেন স্থানীয়রা। ঘিঞ্জি রাস্তার কারণে দমকলের ইঞ্জিন পৌঁছতে ও আগুন নেভাতে বেগ পেতে হয়। শনিবার বিকেলে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখেন কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা। তিনি জানান, ' আগুন এখন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে। এখানে একাধিক দমকলের ইঞ্জিন রয়েছে তারা এখনও পর্যন্ত আগুন নেভানোর কাজ চালিয়ে যাচ্ছে। কোনো মানুষের ক্ষতি হয়নি। আশেপাশে খুব বেশি ক্ষতি হয়নি। তবে হাওয়া থাকায় আগুন কিছুটা চারপাশে ছড়িয়ে ছিল।'
পুলিশ কমিশনার আরও জানান, ' কি কারনে আগুন লেগেছে সেটা এখনো পর্যন্ত জানা যায়নি। কোনরকম অভিযোগও দায়ের হয়নি। তবে সত্যি যদি কোনো বেআইনি কাঠামো, পার্কিং বা নিয়মবহির্ভূত কার্যকলাপ চোখে পড়লে প্রশাসন ব্যবস্থা নেবে। আমরা নিয়মিত এলাকা পরিদর্শন করি এবং রিভিউ মিটিংয়ে এ ধরনের সমস্যাগুলি নিয়ে আলোচনা হয়। পরিস্থিতি পর্যবেক্ষণে পুলিশ এবং দমকল উভয়েই সতর্ক রয়েছে।'
বাংলার পরীক্ষার্থীদের শুভেচ্ছাবার্তা মুখ্যমন্ত্রীর
রাতারাতি অস্ত্রোপচার করা হয় কুকুরটির
পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠি কমিশনের
রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে এলাকায়
কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে গোটা এলাকা
আগামী ১৯ জানুয়ারি হাজিরা দেওয়ার নির্দেশ
ইনচার্জদের তালিকায় শমীক ঘনিষ্ঠরা
বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে ইডির দায়ের করা মামলার শুনানি
শুক্রবার শিলিগুড়ি সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী
কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে চলছে তল্লাশি অভিযান
কুয়াশার সতর্কতা জারি হাওয়া অফিসের
আগামী ২৭ জানুয়ারি থেকে শুরু হবে সাক্ষ্যগ্রহণ
রঞ্জিত মল্লিকের হাতে উন্নয়ন পাঁচালি তুলে দেন অভিষেক
ইমনকে সঙ্গে নিয়ে কালীঘাটে মুখ্যমন্ত্রী
বৃদ্ধ অসুস্থদের জন্য সহানুভূতির আবেদন দেবের
ভারতীয় নাগরিকদের সতর্কবার্তা দূতাবাসের
পরিবারের সঙ্গে মাত্র ১০ মিনিট দেখা করার অনুমতি
সোশ্যাল মিডিয়ায় মুহূর্তের মধ্যে ভাইরাল ভিডিও
‘নো বোট নো ভোট’
নিউ ইয়র্কের জেলে বন্দি মাদুরো