নিজস্ব প্রতিনিধি , সেউল - বিশ্বমঞ্চে নিজেদের প্রমাণ করেই চলেছেন ভারতীয় অ্যাথলিটরা। পিছিয়ে নেই মহিলারাও। দক্ষিণ কোরিয়ায় আয়োজিত হওয়া প্যারা আর্চারি ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে সোনা জিতে ফের ইতিহাসের পাতায় নাম তুললেন শীতল। দুর্বলতা তার কাছে বাহানা। ছোটবেলা থেকেই নিজেকে এইভাবে প্রস্তুত করে এসেছেন। তার ফলও পাচ্ছেন হাতেনাতে। যদিও তার কান্ডারী তিনি নিজেই।
মেয়েদের কম্পাউন্ড ইভেন্টে ব্যক্তিগত ভাবে সোনা জিতলেন ১৮ বছর বয়সি শীতল। এই টুর্নামেন্টে তৃতীয় পদক জিতলেন। এর আগে ডাবলস ইভেন্টে সরিতা আধানাকে নিয়ে সঙ্গে নিয়ে রুপো জিতেছিলেন শীতল। মিক্সড ইভেন্টে তোমান কুমারের সঙ্গে জুটি বেঁধে ব্রোঞ্জ জেতেন।
ওজ়নুরের বিরুদ্ধে ফাইনালে কঠিন লড়াইয়ের মুখে পড়েন। প্রথম রাউন্ড ২৯-২৯ ড্র হয়। তবে পরপর দুটি রাউন্ডে তিনবার করে পারফেক্ট টেন স্কোর করেন শীতল। শেষ পর্যন্ত ১৪৬-১৪৩ ফলে ম্যাচ জিতে চ্যাম্পিয়ন হয়ে সোনা জেতেন। প্যারালিম্পিক্সে নিজের দক্ষতার প্রমাণ দেওয়ার পর এবার ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপেও নিজের জাত চিনিয়ে দিলেন তিনি।
মিক্সড ইভেন্টে শীতলদের কড়া চ্যালেঞ্জের মুখে ফেলেন গ্রেট ব্রিটেনের জোডি গ্রিনহ্যাম ও নাথান ম্যাককুইন। প্রথমে ৩৭-৩৪ ফলে লিড নেন শীতল ও তোমান। তবে শেষ পর্যন্ত ব্রিটেনের জুটির কাছে ১৫২-১৪৯ ফলে হেরে ব্রোঞ্জ জেতেন তারা। ডাবলস ইভেন্টে তুরস্কের জুটি ওজনুর কুরে গিরদি ও বুরসা ফাতমা উনের বিরুদ্ধে নামেন শীতল ও সরিতা। প্রথমে ৩৮-৩৭ ফলে এগিয়েও গিয়েছিলেন তাঁরা। তবে গোটা ম্যাচ জুড়েই হাড্ডাহাড্ডি লড়াই হয়। ফাইনাল রাউন্ডে যাওয়ার আগেও ম্যাচের ফল ছিল ১৩২-১৩২। শেষ পর্যন্ত ১৫২-১৪৯ ফলে জয় পেয়ে সোনা জেতেন তাঁরা।
ম্যাচ শেষে দিল্লির দূষণ নিয়েও সমস্যায় কিয়ান
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬২ বছর
নাজমুলের স্পষ্ট বক্তব্য হজম করতে পারেননি ক্রিকেটাররা
রশিদদের ওপর এবার বড় সিদ্ধান্ত
ভিসা বিতর্কে মুখ খুলল মার্কিন ক্রিকেট সংস্থা
বিশ্বকাপের আগে সুন্দরের সুস্থ হয়ে ওঠা নিয়ে সংশয়
ঘটনার তদন্ত শুরু পুলিশের
নিজেকে প্রমাণ করে টি টোয়েন্টি দলে সুযোগ পেয়েছেন রিঙ্কু সিং
ভারত - ২৮৪/৭(৫০)
নিউজিল্যান্ড - ২৮৬/৩(৪৭.৩)
আগামী ১৫ জানুয়ারি থেকে শুরু অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ
বাঁকুড়ার মুখ উজ্জ্বল করল রাজন্যা
বিপজ্জনক স্তরে দিল্লির বাতাসের মান
সিংহাসনচ্যুত হয়েছেন রোহিত
গ্রুপের প্রথম ভাগে ভালো অবস্থানে রয়েছে বাংলা
৩০০ বেশি ছাত্র-ছাত্রী নিয়ে একটি ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন
ইরানে ভারতীয় পড়ুয়ার সংখ্যা প্রায় ১০ হাজার
অস্থির পরিস্থিতির মাঝে ট্রাম্প হুঙ্কার
নজিরবিহীন সিদ্ধান্ত ট্রাম্প প্রশাসনের
অগ্নিগর্ভ পরিস্থিতির মাঝে চরমে ইরান এবং আমেরিকার সংঘাত
যাত্রীদের জন্য অ্যাডভাইজরি জারি বিমান সংস্থাগুলির