নিজস্ব প্রতিনিধি , কলকাতা - চলতি মাস থেকেই শুরু হচ্ছে বাঙালির দুর্গোৎসব। অধিকাংশ জায়গায় প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। আগামী ২০ সেপ্টেম্বর রাত থেকে শুরু হচ্ছে দুর্গাপুজোর প্রতিমা তোলার ব্যস্ততা। সেই সময় শহরে জনসাধারণের ভিড়, যানজট ও অসুবিধা এড়াতে জারি হল বিশেষ ট্রাফিক নিয়ন্ত্রণ নির্দেশিকা। কলকাতা পুলিশ ও ট্র্যাফিকের যৌথ উদ্যোগে জারি করা হয়েছে এই নির্দেশিকা।
সূত্রের খবর, বাইরের একাংশ ট্রাক রাতের বেলাতেই শহরে প্রবেশ করে। কিন্তু দুর্গাপুজোয় সেই সমস্ত ট্রাকের জন্য যাতে সাধারণ মানুষকে ভোগান্তির শিকার হতে না হয়, তাই বিশেষ নির্দেশিকা জারি করল কলকাতা পুলিশ। নির্দেশিকায় জানানো হয়েছে, ২০ সেপ্টেম্বর রাত ১২টা থেকে ২৮ সেপ্টেম্বর ভোর ৪টা পর্যন্ত কলকাতার একাধিক গুরুত্বপূর্ণ এলাকায় যান চলাচলে বিশেষ বিধিনিষেধ কার্যকর থাকবে।
নির্দেশিকায় বলা হয়েছে, ১. প্রতিমা তোলার গাড়িগুলি যতীন্দ্র মোহন অ্যাভিনিউ, রাজা নব কৃষ্ণ স্ট্রিট ও অরবিন্দ সরণি হয়ে কুমারটুলি কমপ্লেক্সে প্রবেশ করবে এবং মদন মোহন তলা, বাগবাজার স্ট্রিট ও স্ট্র্যান্ড ব্যাংক রোড হয়ে বের হবে। ২. প্রতিমা বহনের বাইরে অন্য পণ্যবাহী গাড়িগুলি স্ট্র্যান্ড রোড, নিমতলা ঘাট স্ট্রিট, বি. কে. পাল অ্যাভিনিউ, যতীন্দ্র মোহন অ্যাভিনিউ ও গিরিশ অ্যাভিনিউ ধরে চালানো হবে।
পাশাপাশি, প্রতিমা বহন গাড়িগুলির জন্যও বেশ কিছু নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। যেমন - ১. শোভাবাজার স্ট্রিট থেকে ডি.সি. ব্যানার্জি রোডের মাঝামাঝি স্ট্র্যান্ড ব্যাংক রোডে কোনও যানবাহন পার্কিং করা যাবে না। ২.প্রতিমা বহনের গাড়ি শোভাবাজার স্ট্রিট ক্রসিং থেকে বাগবাজার স্ট্রিট পর্যন্ত রবীন্দ্র সরণির পশ্চিম পাশে পার্ক করতে পারবে। ৩. কালীঘাট সেতু ও জিরুট ধরে প্রতিমা বহনের গাড়ি চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ। ৪. প্রতিমা বহনের বাইরে অন্য কোনও গাড়ি হাজরা রোড ও কালীঘাট রোড ক্রসিং থেকে উত্তরমুখী কালীঘাট রোডে প্রবেশ করতে পারবে না। ৫. প্রতিমা বহনের সমস্ত গাড়ি নির্দিষ্ট সময়কালে শহর জুড়ে চলাচল করতে পারবে।
কলকাতায় দুর্গাপুজো মানেই ভিড়, আনন্দ আর ব্যস্ততা। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এই নির্দেশিকাগুলি দুর্গাপুজোর সময়ে সাধারণ বিধিনিষেধের পাশাপাশি কার্যকর থাকবে, যাতে শৃঙ্খলা বজায় থাকে এবং মানুষ নির্বিঘ্নে প্রতিমা তোলার পরিবেশ উপভোগ করতে পারেন। নিরাপত্তা ও সুষ্ঠু চলাচলের বার্তা নিয়েই উৎসবের রঙে রাঙাতে প্রস্তুত হচ্ছে মহানগর।
উৎসবের ভিড় নিয়ন্ত্রণে নতুন প্ল্যাটফর্ম নিয়ম শিয়ালদহে
পরিবেশ দফতর ও NIRI-র প্রতিনিধি অনুপস্থিততে স্থগিত রইলো টেস্টিং প্রক্রিয়া
নির্বাচন কমিশনের বিরুদ্ধে প্রদেশ কংগ্রেসের তোপ
সতর্কবার্তা রাজ্য ড্রাগ কন্ট্রোলের
বদলা চাইলে বদল চাই, রাজ্য সরকাকে নিশানা শুভেন্দু
নোটিশ পাঠিয়ে আধিকারিককে তলব কেন্দ্রীয় সংস্থার
১৬ অক্টোবরের মধ্যে মজুত ওষুধের তালিকা পাঠানোর নির্দেশ স্বাস্থ্য ভবনের
দমদম থেকে ময়দান পর্যন্ত ব্যাহত মেট্রো পরিষেবা
অভিযুক্ত সহপাঠীকে গ্রেফতার করেছে পুলিশ
শিয়ালদা স্টেশন চত্বরে মাদ্রাসা টিচার্স অ্যাসোসিয়েশনের নবান্নের উদ্দেশ্যে মিছিল
রাজ্যে বেকারত্ব, দুর্নীতি ও নারী নির্যাতন নিয়ে সরব বিজেপি রাজ্য সভাপতির সাংবাদিক সম্মেলন
উত্তরবঙ্গে বিপর্যস্ত মানুষের পাশে দাঁড়াতে ত্রাণ সংগ্রহ এসএফএইয়ের
পুলিশ কমিশনারেটকে নির্দেশ হাইকোর্টের
মৃতদের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ মুখ্যমন্ত্রীর
স্বজনহারাদের খোঁজ নেন মমতা
নেপালের পর জেন জি-র বিক্ষোভে সরকার পতন মাদাগাস্কারে
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর
২০১৪ সালে মার্কিন পাসপোর্ট ছিল বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট
বিরল খনিজকে কেন্দ্র করে চীন-আমেরিকার সংঘাত চরমে
চীনের আধিকারিকদের সঙ্গে গোপনে সাক্ষাৎ করার অভিযোগ