নিজস্ব প্রতিনিধি, কলকাতা - ভারতীয় ফুটবলপ্রেমী মানুষের কাছে আজ মহোৎসব। ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে আজ মুখোমুখি ইস্টবেঙ্গল মোহনবাগান। প্রতিযোগিতায় এখনও অবধি দুই দলকে আলাদা করা যায়নি। সেয়ানে সেয়ানে লড়াই করেছে তারা। তবে আজ আলাদা হওয়ার দিন। ফলাফল আজ হবেই। ইস্টবেঙ্গলের নতুন দল বনাম মোহনবাগানের অভিজ্ঞতা।
আজ ডার্বিতে নামার আগে যদি জিজ্ঞেস করা হয় কোনো দল এগিয়ে রয়েছে সেখানে উত্তর হবে 'না'। গ্রুপ পর্বে দু’দলই তিনটে ম্যাচ জিতেছে। দু’দলই দিয়েছে ১২টা গোল। পাল্লায় দুজনের ওজনই সমান। ঠিক সেই উদ্দেশ্যেই হয়তো এই ডার্বি নিয়ে সমর্থকদের উচ্ছ্বাস অনেক বেশি। কারণ, ফাইনালের আগেই ফাইনালের স্বাদ পাচ্ছে সমর্থকরা।
দলের দিক থেকে দেখলে মোহনবাগান অভিজ্ঞ। পাঁচ বিদেশী ফুটবলারই আগে ডার্বির স্বাদ পেয়েছে। জেমি ম্যাকলারেন, জেসন কামিংস, দিমি পেত্রাতোস, টম অলড্রেড ও আলবের্তো রদ্রিগেজ ডার্বির গুরুত্ব সম্পর্কে ওয়াকিবহাল। পাঁচ বিদেশী ছাড়াও লিস্টন কোলাসো রয়েছেন চূড়ান্ত ছন্দে। তবে ডার্বির আগে কোনোভাবেই হাতের তাস দেখাতে রাজি নন জোসে মোলিনা।
অন্যদিকে, নতুন দল ইস্টবেঙ্গলের। দল বদলের বাজারে বিস্ফোরণ ঘটিয়ে একাধিক তারকা ফুটবলার সই করিয়েছে ইস্টবেঙ্গল। তার ফলাফলও পেয়েছে লাল হলুদ শিবির। তবে দিমিত্রিয়স দিয়ামানতাকোস ও সাউল ক্রেসপোর ডার্বি খেলার অভিজ্ঞতা রয়েছে। মিগুয়েল ফিগুয়েরা, কেভিন সিবিলে ও হামিদ আহদাদ এবারই প্রথম কলকাতা ডার্বিতে নামতে চলেছেন।
ইস্টবেঙ্গলের নতুন বিদেশীদের এখনও খুব বেশি চেনেন না বাগান কোচ। তাই আগেভাগে পরিকল্পনা করা কঠিন। ব্রুজোর হাতে রয়েছে একাধিক তুরুপের তাস। তবে অতীত ঘাটলে দেখা যাবে ভাঙা দল নিয়েও ডার্বি জিতেছে দুই প্রধানই। তারা জানেন, ম্যাচের চাপ যে দল ভাল সামলাতে পারবে তারাই জিতবে। তবে সাম্প্রতিক ছন্দ অনুযায়ী দুই দল যেভাবে লড়াই করছে সেখানে ৯০ মিনিটে হয়তো নাও হতে পারে ফয়সালা।
দুই দলের সমর্থক আজ মুখিয়ে রয়েছে তাদের জয়ের উদ্দেশ্যে। দুই প্রধানের লড়াই আজ কিছুটা ভিন্ন। যে জিতবে সে একদল আগে উঠবে। যে হারবে সে পিছিয়ে পড়বে। জেতা হারার সব উত্তর মিলবে কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে। ভারতীয় সময় অনুসারে সন্ধ্যে ৭টা থেকে শুরু হবে এই ম্যাচ। ম্যাচের সরাসরি সম্প্রচার দেখা যাবে সোনি স্পোর্টস চ্যানেল ও সোনি লিভ অ্যাপে।
পর্তুগাল - ২
হাঙ্গেরি - ২
ইংল্যান্ড - ৫
লাতভিয়া - ০
ভারত - ৩
পাকিস্তান - ৩
ভারত - ১
সিঙ্গাপুর - ২
ব্রাজিল - ২
জাপান - ৩
ইস্টবেঙ্গল - ২
নামধারী এফসি - ০
সিদ্ধান্ত নিয়ে বিতর্কের শেষ নেই
রঞ্জি ট্রফি খেলতে কলকাতায় শামি
অস্ট্রেলিয়া সিরিজে মাঠে নামতে চলেছেন রোহিত কোহলি
কোচ হিসেবে অধ্যায় শেষ ইকবালের
স্বাধীনতার ৫০ বছরে এই বিরাট সাফল্য চিরস্মরণীয় হয়ে থাকবে
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৫ বছর
ভারত - ১২৪/৩(৫১৮/৫)(D)
ওয়েস্ট ইন্ডিজ - ৩৯০(২৪৮)
মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে ক্রীড়াবিশ্বে
রঞ্জি ট্রফিতে নতুন দায়িত্বে বৈভব
ইজরায়েল-হামাস যুদ্ধে নয়া মোড়
ট্রাম্পের নোবেল হাতছাড়া হওয়ার ক্ষতে প্রলেপ
বিক্ষোভ রুখতে নির্মম দমননীতির পথ বেছে নিয়েছে শাহবাজ শরিফের প্রশাসন
স্বাভাবিক ছন্দে ফিরতে চলেছে গাজা
হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ প্রশাসনের