নিজস্ব প্রতিনিধি, কলকাতা - ভারতীয় ফুটবলপ্রেমী মানুষের কাছে আজ মহোৎসব। ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে আজ মুখোমুখি ইস্টবেঙ্গল মোহনবাগান। প্রতিযোগিতায় এখনও অবধি দুই দলকে আলাদা করা যায়নি। সেয়ানে সেয়ানে লড়াই করেছে তারা। তবে আজ আলাদা হওয়ার দিন। ফলাফল আজ হবেই। ইস্টবেঙ্গলের নতুন দল বনাম মোহনবাগানের অভিজ্ঞতা।
আজ ডার্বিতে নামার আগে যদি জিজ্ঞেস করা হয় কোনো দল এগিয়ে রয়েছে সেখানে উত্তর হবে 'না'। গ্রুপ পর্বে দু’দলই তিনটে ম্যাচ জিতেছে। দু’দলই দিয়েছে ১২টা গোল। পাল্লায় দুজনের ওজনই সমান। ঠিক সেই উদ্দেশ্যেই হয়তো এই ডার্বি নিয়ে সমর্থকদের উচ্ছ্বাস অনেক বেশি। কারণ, ফাইনালের আগেই ফাইনালের স্বাদ পাচ্ছে সমর্থকরা।
দলের দিক থেকে দেখলে মোহনবাগান অভিজ্ঞ। পাঁচ বিদেশী ফুটবলারই আগে ডার্বির স্বাদ পেয়েছে। জেমি ম্যাকলারেন, জেসন কামিংস, দিমি পেত্রাতোস, টম অলড্রেড ও আলবের্তো রদ্রিগেজ ডার্বির গুরুত্ব সম্পর্কে ওয়াকিবহাল। পাঁচ বিদেশী ছাড়াও লিস্টন কোলাসো রয়েছেন চূড়ান্ত ছন্দে। তবে ডার্বির আগে কোনোভাবেই হাতের তাস দেখাতে রাজি নন জোসে মোলিনা।
অন্যদিকে, নতুন দল ইস্টবেঙ্গলের। দল বদলের বাজারে বিস্ফোরণ ঘটিয়ে একাধিক তারকা ফুটবলার সই করিয়েছে ইস্টবেঙ্গল। তার ফলাফলও পেয়েছে লাল হলুদ শিবির। তবে দিমিত্রিয়স দিয়ামানতাকোস ও সাউল ক্রেসপোর ডার্বি খেলার অভিজ্ঞতা রয়েছে। মিগুয়েল ফিগুয়েরা, কেভিন সিবিলে ও হামিদ আহদাদ এবারই প্রথম কলকাতা ডার্বিতে নামতে চলেছেন।
ইস্টবেঙ্গলের নতুন বিদেশীদের এখনও খুব বেশি চেনেন না বাগান কোচ। তাই আগেভাগে পরিকল্পনা করা কঠিন। ব্রুজোর হাতে রয়েছে একাধিক তুরুপের তাস। তবে অতীত ঘাটলে দেখা যাবে ভাঙা দল নিয়েও ডার্বি জিতেছে দুই প্রধানই। তারা জানেন, ম্যাচের চাপ যে দল ভাল সামলাতে পারবে তারাই জিতবে। তবে সাম্প্রতিক ছন্দ অনুযায়ী দুই দল যেভাবে লড়াই করছে সেখানে ৯০ মিনিটে হয়তো নাও হতে পারে ফয়সালা।
দুই দলের সমর্থক আজ মুখিয়ে রয়েছে তাদের জয়ের উদ্দেশ্যে। দুই প্রধানের লড়াই আজ কিছুটা ভিন্ন। যে জিতবে সে একদল আগে উঠবে। যে হারবে সে পিছিয়ে পড়বে। জেতা হারার সব উত্তর মিলবে কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে। ভারতীয় সময় অনুসারে সন্ধ্যে ৭টা থেকে শুরু হবে এই ম্যাচ। ম্যাচের সরাসরি সম্প্রচার দেখা যাবে সোনি স্পোর্টস চ্যানেল ও সোনি লিভ অ্যাপে।
ভারত - ৪
চীন - ৩
বিসিসিআই জাতীয় ক্রীড়া আইনের আওতায় এলে ফের প্রেসিডেন্টের পদে বসার সুযোগ রয়েছে বিনির
লিগস কাপের শেষে এক সাক্ষাৎকারের পরের মেসির অবসরের জল্পনা দৃঢ় হয়েছে
আগামী ৯ ই সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে এশিয়া কাপ
বোলারদের কাছে পরাস্ত না হয়ে অবশেষে রিটায়ার্ড আউট হন তিনি
এক সেট খূঁইয়েও দক্ষতা সহ অভিজ্ঞতায় ম্যাচ ছিনিয়ে নেয় সাত্ত্বিক চিরাগ
চলতি বছরে নিজের সেরা থ্রো টপকাতে পারলেন না নীরজ
বিধ্বংসী ব্যাটিংয়ের নমুনা পেশ করে নির্বাচকদের কাজ সহজ করে দিচ্ছেন সঞ্জু স্যামসন
তরুণদের জায়গা করে দিতে চেয়েছিলাম মন্তব্য পুজারার
দেশের জার্সিতে খেলার অপেক্ষা ফের বাড়ল অভিমন্যুর
সিন্ধুর পক্ষে ম্যাচের ফলাফল ২১-১৯, ২১-১৫
পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারের পাশে দাঁড়াতে ‘আরসিবি কেয়ার্স’ নামে নতুন উদ্যোগের কথাও ঘোষণা করল আরসিবি
যে দিন ভাল লাগবে না নিজেই খেলা ছেড়ে দেব মন্তব্য শামির
ক্রিকেটারদের ফিটনেসে জোর দেওয়ার উদ্দেশ্যে ব্রঙ্কো টেস্ট চালু করেছেন গম্ভীর
ম্যাচ শেষে করমর্দনের বদলে প্রতিপক্ষের বিরুদ্ধে রুচিহীন বক্তব্য পেশ করলেন এক মহিলা টেনিস তারকা
আরও কড়াকড়ি হবে গ্রিন কার্ড
মেঘ ভাঙা বৃষ্টিতে বানভাসি অবস্থা পাঞ্জাবে
ফের পাকিস্তানকে সতর্কবার্তা ‘মানবিক’ ভারতের
ভারত-পাকিস্তান যুদ্ধ বন্ধে মধ্যস্থতা করার দাবি ট্রাম্পের
গাজার হাসপাতালে হামলায় শোকপ্রকাশ করেছিলেন ইজরায়েলের প্রধানমন্ত্রী