নিজস্ব প্রতিনিধি , বুয়েনাস এয়ারস - বিশ্বকাপ বাছাই পর্বের এই ম্যাচ নিয়ে সমর্থকদের উন্মাদনা ছিল তুঙ্গে। ঘরের মাঠে বাছাই পর্বে শেষ ম্যাচে নামে আর্জেন্টিনা। ম্যাচের আগেই অবসরের ইঙ্গিত দেন মেসি। তাই এই ম্যাচ নিয়ে সমর্থকদের উন্মাদনা ছিল অনেকটাই বেশি। সেসব জল্পনা না কাটলেও হাসিমুখে বাড়ি ফিরেছেন সমর্থকরা। মেসি ম্যাজিকে উড়ে গেল ভেনেজুয়েলা। জোড়া গোল করলেন লিও মেসি।
শুক্রবার ভোর রাতে ভেনেজুয়েলাকে ঘরের মাঠে একপেশে লড়াইয়ে হারিয়ে দেয় আর্জেন্টিনা। ম্যাচে ৭৭ শতাংশ বল পজিশন রেখে শেষ অবধি মাঠ ছাড়ে লিওনেল স্কালোনির দল। ৩৯ মিনিটে জুলিয়ান আলভারেজের পাস থেকে বিপক্ষ খেলোয়াড় সহ গোলরক্ষককে ভেল্কি দিয়ে তাদের মাথার ওপর থেকে চিপ করে জালে বল জড়িয়ে দেন প্রাক্তন বার্সেলোনা তারকা। শুধু তাই নয় এদিন মেসি গোটা ম্যাচেই অনবদ্য ছন্দে ছিলেন। গোটা মাঠে এদিন ছিল মেসি রাজ। যেখানেই বল সেখানেই মেসি।
দ্বিতীয়ার্ধের ৭৬ মিনিটের মাথায় গিয়ে ব্যবধান বাড়ান লতারো মার্টিনেজ। এর আগেও একাধিক আক্রমণ তৈরি করে আর্জেন্টিনা। নেপথ্যে ছিলেন লিও মেসি। তবে গোলের মুখ খুঁজে পাচ্ছিল না। এর ঠিক ৪ মিনিটের মাথায় বক্সের ডানদিক থেকে আসা বলে সুযোগসন্ধানী স্ট্রাইকারের মত গোল করেন মেসি। বিপক্ষ ডিফেন্ডারদের ফাঁক দিয়ে নিজের দক্ষতার পরিচয় দিয়ে ম্যাচের শেষ গোলটি করেন লিও। শুধু গোলই নয় একাধিক গোলমুখী আক্রমণ তৈরি করেন তিনি। তবে শেষমেষ ৩ গোলেই সীমাবদ্ধ থাকে আর্জেন্টিনা।
মেসির অবসর জট না কাটলেও যেই খেলাটা তিনি উপহার দিয়েছেন তাতে নিঃসন্দেহে তৃপ্তি পেয়েছেন সমর্থকরা। আজকের খেলা দেখার পর সকলেরই ভাবনা এমন ছন্দে থেকেও কেউ কেন অবসরের কথা ভাবছেন? মেসির আদৌ অবসর নেওয়া কি উচিত? আর এক বছর অনায়াসেই খেলতে পারবেন মেসি। ম্যাচের ৭৭ শতাংশ বল।পজিশো রেখে প্রায় ১৭ টি শট নেয় আর্জেন্টিনা। শুধু গোলের জন্যই নয় এই জয়ে মুখ্য ভূমিকা পালন করেছেন লিও। দর্শকদের মুখে রাঙিয়ে দিলেন হাসি। এখন সকলেরই আশা অবসর জল্পনায় জল ঢেলে আগামী বিশ্বকাপেও মাঠ কাঁপাবেন মেসি।
আফগানদের বিরুদ্ধে সিরিজ জিতেই এশিয়া কাপের মনোবল বাড়িয়ে নিল পাকিস্তান
ভারত - ১(৩)
ওমান - ১(২)
পুলিশের কাছে লিখিত অভিযোগ করেন স্থানীয়রা
আগামী ৯ ই সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে এশিয়া কাপ
ট্রাম্পের আগমনের জেরে আধ ঘন্টা দেরিতে শুরু হয় ইউএস ওপেন ফাইনাল
স্পেন - ৬
তুরস্ক - ০
পাকিস্তান - ১৪১/৮(২০)
আফগানিস্তান - ৬৬(১৫.৫)
কঠিন সময় রাজ্যের মানুষের পাশে দাঁড়িয়ে মানবিকতার পরিচয় দিলেন ভারতীয় স্পিনার
জার্মানি - ৩
নর্দার্ন আয়ারল্যান্ড - ১
ইংল্যান্ড - ৪১৪/৫(৫০)
দক্ষিণ আফ্রিকা - ৭২(২০.৫)
সিনারকে ফেলে বিশ্ব ক্রমতালিকায় শীর্ষে উঠে এলেন আলকারাজ
ভারত - ৪
দক্ষিণ কোরিয়া - ১
আট বছরে প্রথমবার মহিলা বিভাগে এল না পদক
পরপর আউট দুই ওপেনার ব্যাটার
ভারত - ১
কাতার - ২
হামাসের সঙ্গে ইজরায়েলের যুদ্ধ থামাতে মরিয়া আমেরিকা
দীর্ঘ ৪০ বছর পর জলের তলায় পাকিস্তানের বিস্তীর্ণ এলাকা
‘সন্ত্রাসের দেশে’ যেতে চান না ইউক্রেনের প্রেসিডেন্ট
পাক বিদেশমন্ত্রকের মন্তব্যে হতবাক বিশ্ব রাজনৈতিক মহল
খলিস্তানিদের পাশাপাশি হামাস এবং হেজবোল্লার সঙ্গে আর্থিক যোগাযোগ কানাডার!