নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া ঘিরে ফের নির্বাচন কমিশনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্নে মঙ্গলবারের সাংবাদিক সম্মেলনে তিনি দাবি করেন, এই প্রক্রিয়ায় পরিকল্পিতভাবে বেছে বেছে মহিলাদের টার্গেট করা হচ্ছে। যার ফলে বহু বৈধ মহিলা ভোটারের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়ছে।
মুখ্যমন্ত্রীর অভিযোগ, SIR এর নামে ৫৪ লক্ষ ভোটারের নাম একতরফাভাবে বাদ দেওয়া হয়েছে, যা নজিরবিহীন। তিনি বলেন, '৫৪ লক্ষ নাম একতরফা নাম বাদ দেওয়া হল। বেছে বেছে মহিলাদের টার্গেট করা হয়েছে। বিজেপির স্বার্থে ও নিজের পরিবারের স্বার্থে মানুষকে নিয়ে খেলা করছে।' কমিশনের ভুল ম্যাপিং ও এআই ব্যবহারের কারণেই এই মিসম্যাচ তৈরি হয়েছে। বিশেষ করে বিবাহিত মহিলাদের ক্ষেত্রে সমস্যা সবচেয়ে বেশি। বিয়ের পর পদবি পরিবর্তন, ঠিকানা বদল বা স্বামীর বাড়িতে নাম স্থানান্তরের মতো স্বাভাবিক কারণেই বহু মহিলার নাম বাদ পড়েছে বলে অভিযোগ।
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'বেছে বেছে মহিলাদের টার্গেট করা হয়েছে। বিজেপির স্বার্থে ও নিজের পরিবারের স্বার্থে মানুষকে নিয়ে খেলা করা হচ্ছে।' তিনি আশঙ্কা প্রকাশ করেন, খসড়া তালিকায় নাম থাকলেও চূড়ান্ত তালিকায় আরও বহু মহিলা ভোটারের নাম বাদ যেতে পারে। এতে বাংলার লক্ষ লক্ষ নারী ভোটারের ভোটাধিকার বিপন্ন হওয়ার আশঙ্কা রয়েছে বলে তিনি জানান।
এদিন মুখ্যমন্ত্রী আরও অভিযোগ করেন, কমিশন এআই ব্যবহার করে যান্ত্রিকভাবে ভোটারদের নাম বাদ দিচ্ছে, যেখানে মানবিক বিচার ও বাস্তব পরিস্থিতির কোনও মূল্য দেওয়া হচ্ছে না। পাশাপাশি মহারাষ্ট্র ও বিহারের নির্বাচনের প্রসঙ্গ টেনে তিনি দাবি করেন, বাংলার বিধানসভা নির্বাচনের আগেও ঝাড়খণ্ড ও বিহার থেকে লোক ঢুকিয়ে ভোট প্রভাবিত করার চেষ্টা চলছে।
কুয়াশার সতর্কতা জারি হাওয়া অফিসের
আগামী ২৭ জানুয়ারি থেকে শুরু হবে সাক্ষ্যগ্রহণ
রঞ্জিত মল্লিকের হাতে উন্নয়ন পাঁচালি তুলে দেন অভিষেক
ইমনকে সঙ্গে নিয়ে কালীঘাটে মুখ্যমন্ত্রী
বৃদ্ধ অসুস্থদের জন্য সহানুভূতির আবেদন দেবের
আইপ্যাক কাণ্ডে তৃণমূলের মামলা নিষ্পত্তি আদালতের
সমাজমাধ্যমে মুখ্যমন্ত্রীকে তোপ শুভেন্দুর
১০ টি ইঞ্জিন মিলে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে
আক্রান্ত দুজনকে বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি করা হয়েছে
শীতের আমেজ সরস্বতী পুজোয়
চাইলে বাড়িতে হতে পারে টুটু বোসের SIR শুনানি
ব্ল্যাক ম্যাজিক করে ভোটার বাদ দেওয়ার অভিযোগ কমিশনের বিরুদ্ধে
সংস্পর্শে আসা প্রত্যেককে আইসোলেশনে পাঠানো হয়েছে
গ্রেফতার বিজেপি নেতা অতীশদীপঙ্কর দত্ত
চলতি সপ্তাহের মধ্যে ইডি দফতরে ব্যবসায়ীদের হাজিরার নির্দেশ
ভারতীয় নাগরিকদের সতর্কবার্তা দূতাবাসের
পরিবারের সঙ্গে মাত্র ১০ মিনিট দেখা করার অনুমতি
সোশ্যাল মিডিয়ায় মুহূর্তের মধ্যে ভাইরাল ভিডিও
‘নো বোট নো ভোট’
নিউ ইয়র্কের জেলে বন্দি মাদুরো