নিজস্ব প্রতিনিধি , জয়পুর - রাজস্থানের ৩৩টি জেলা দল নিয়ে আয়োজিত হয়েছে মহিলাদের টি-টোয়েন্টি চ্যাম্পিয়নশিপ। জয়পুরে এই প্রতিযোগিতায় সীকরের মুখোমুখি হয় সিরোহী। এই ম্যাচে লজ্জার নজির গড়ে ফেলল সিরোহী। ৪ রানে শেষ হল দলের ইনিংস। প্রতিযোগিতার অন্যতম সেরা দল সিরোহীর ইনিংস ৪ রানে শেষ হওয়ায় কপালে ভাঁজ পরেছে নির্বাচকদের।
প্রথমে ব্যাট করতে নেমেই মাত্র ৪ রান তোলে সিরোহী। এর মধ্যে ২ রান এসেছে অতিরিক্ত হিসেবে। দলের ১০ জন ব্যাটার আউট হয়েছেন শূন্য রানে। এক জন ২ রানে অপরাজিত থাকেন। জবাবে সীকর ১ বলে ৫ রান তুলে ম্যাচ জিতে নেয়। তাদের এক জন ব্যাটার ১ রান করেন। বাকি ৪ রান এসেছে ওয়াইড থেকে। এই হতাশাজনক খেলা দেখে হাসি চাপতে পারেননি মাঠের দর্শকরা। নির্বাচন নিয়েও যথেষ্ট প্রশ্ন উঠেছে এই ম্যাচের পর।
ক্ষুব্ধ কর্তারা ম্যাচের পরই সিরোহীর সব নির্বাচকদের বরখাস্ত করার সিদ্ধান্ত নিয়েছেন। সিরোহী জেলা ক্রিকেট সংস্থার ক্ষমতা নিয়ে এক বছরের বেশি সময় ধরে লড়াই চলছে দুই গোষ্ঠীর। কর্তাদের দ্বন্দ্বে কোনও প্রতিযোগিতা আয়োজন করা যায়নি। তবে এবার জেলা ক্রিকেটে এই দুর্দশার পর ভীষণই ক্ষুব্ধ দর্শকেরা।রাজস্থানের ৩৩টি জেলা দল নিয়ে আয়োজিত হয়েছে মহিলাদের টি-টোয়েন্টি চ্যাম্পিয়নশিপ। জয়পুরে এই প্রতিযোগিতায় সীকরের মুখোমুখি হয় সিরোহী। এই ম্যাচে লজ্জার নজির গড়ে ফেলল সিরোহী। ৪ রানে শেষ হল দলের ইনিংস। প্রতিযোগিতার অন্যতম সেরা দল সিরোহীর ইনিংস ৪ রানে শেষ হওয়ায় কপালে ভাঁজ পরেছে নির্বাচকদের।
প্রথমে ব্যাট করতে নেমেই মাত্র ৪ রান তোলে সিরোহী। এর মধ্যে ২ রান এসেছে অতিরিক্ত হিসেবে। দলের ১০ জন ব্যাটার আউট হয়েছেন শূন্য রানে। এক জন ২ রানে অপরাজিত থাকেন। জবাবে সীকর ১ বলে ৫ রান তুলে ম্যাচ জিতে নেয়। তাদের এক জন ব্যাটার ১ রান করেন। বাকি ৪ রান এসেছে ওয়াইড থেকে। এই হতাশাজনক খেলা দেখে হাসি চাপতে পারেননি মাঠের দর্শকরা। নির্বাচন নিয়েও যথেষ্ট প্রশ্ন উঠেছে এই ম্যাচের পর।
ক্ষুব্ধ কর্তারা ম্যাচের পরই সিরোহীর সব নির্বাচকদের বরখাস্ত করার সিদ্ধান্ত নিয়েছেন। সিরোহী জেলা ক্রিকেট সংস্থার ক্ষমতা নিয়ে এক বছরের বেশি সময় ধরে লড়াই চলছে দুই গোষ্ঠীর। কর্তাদের দ্বন্দ্বে কোনও প্রতিযোগিতা আয়োজন করা যায়নি। তবে এবার জেলা ক্রিকেটে এই দুর্দশার পর ভীষণই ক্ষুব্ধ দর্শকেরা।
ভারত - ১
সিঙ্গাপুর - ২
ব্রাজিল - ২
জাপান - ৩
ইস্টবেঙ্গল - ২
নামধারী এফসি - ০
সিদ্ধান্ত নিয়ে বিতর্কের শেষ নেই
রঞ্জি ট্রফি খেলতে কলকাতায় শামি
অস্ট্রেলিয়া সিরিজে মাঠে নামতে চলেছেন রোহিত কোহলি
কোচ হিসেবে অধ্যায় শেষ ইকবালের
স্বাধীনতার ৫০ বছরে এই বিরাট সাফল্য চিরস্মরণীয় হয়ে থাকবে
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৫ বছর
ভারত - ১২৪/৩(৫১৮/৫)(D)
ওয়েস্ট ইন্ডিজ - ৩৯০(২৪৮)
মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে ক্রীড়াবিশ্বে
রঞ্জি ট্রফিতে নতুন দায়িত্বে বৈভব
ফুটবল বিশ্বকাপ শুরু হতে বাকি আর মাত্র পাঁচ মাস
ভারত - ৬৩/১(১৮)৫১৮/৫(D)
ওয়েস্ট ইন্ডিজ - ৩৯০(২৪৮)
ভারত - ৫১৮/৫(D)
ওয়েস্ট ইন্ডিজ - ৩৯০(১১৮.৫)(২৪৮)
ইজরায়েল-হামাস যুদ্ধে নয়া মোড়
ট্রাম্পের নোবেল হাতছাড়া হওয়ার ক্ষতে প্রলেপ
বিক্ষোভ রুখতে নির্মম দমননীতির পথ বেছে নিয়েছে শাহবাজ শরিফের প্রশাসন
স্বাভাবিক ছন্দে ফিরতে চলেছে গাজা
হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ প্রশাসনের